🌹"আমার বাংলা ব্লগ"🖋️ কবিতা 📙 শরতের হাওয়া 📝 || 🖋️[10% Beneficiary @shy-fox]💗
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
শরৎকালের প্রকৃতির পরিবেশ আমার খুবই ভালো লাগে। সত্যি শরৎকাল আসলেই যেন প্রকৃতিতে অন্য রূপে সাজে। প্রকৃতির যৌবন যেন ফিরে পায়। প্রকৃতির চারদিকে অন্যরকম আবহাওয়া বয়তে থাকে, বিশেষ করে আকাশের সৌন্দর্যময় দৃশ্য খুবই ভালো লাগে। বিকেলবেলা আকাশটা যেন অন্য রূপে সাজে। সাদা মেঘ গুলো যেন ভেসে বেড়াচ্ছে। নীল আকাশের এই সুন্দর দৃশ্য আমার খুবই ভালো লাগে। নীল আকাশের সুন্দরের সাথে রয়েছে কাশফুলের সমাহার। নদীর ধারে কাশফুলের অপরূপ সুন্দর দৃশ্য দেখতে আমরা প্রতিদিন বিকেলবেলা যায়। এই কাশফুলের সৌন্দর্যময় দৃশ্য সকলের মন কেড়ে নেয়।কাশফুলের এই সুন্দর দৃশ্য দেখার জন্য অনেকেই দূর-দূরান্ত থেকে আসে। সত্যি কাশফুলে সৌন্দর্যময় দৃশ্য সকলকেই মগ্ধ করে। কাশফুলের সাথে রয়েছে শিউলি ফুলের সমাহার। শরৎকালের প্রকৃতি-পরিবেশ আমার খুবই ভালো লাগে। তাই শরতের এর আবহাওয়া নিয়ে সুন্দরী কবিতা লিখেছি, আশা করি কবিতাটি আপনাদের ভালো লাগবে।
প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে,
তাই আমরা এসেছি।
নীল আকাশের মাঝে,
অপরূপ সাদা মেঘের ভেলা।
দেখতে তাই আমরা আসি,
সকাল সন্ধ্যা বেলা।
প্রকৃতি তার যৌবন ফিরে পেয়েছে।
শরতের আবহাওয়াতে,
সাজিয়েছে প্রকৃতি তাই নতুন রূপে।
প্রকৃতি নতুন সাজে সেজেছে কাশফুলে।
দেখতে তাই আমরা এসেছি বন্ধু-বান্ধব মিলে।
কাশফুলের দোলাই ভাসিতেছে প্রকৃতি,
শরতের এই নতুন রূপ আমরা তাই উপভোগ করি।
কাশফুলের সাথে তালে তাল মিলিয়ে,
আরো আছে যে শিউলি ফুল।
নতুনরূপে যৌবন এনে দিয়েছে,
বাংলার প্রকৃতি জুড়ে।
বাংলার প্রকৃতি আজ মুক্ত প্রাণের ছোঁয়া।
মাতিয়ে তুলছে তাই শরৎকাল,
সকাল সন্ধ্যা বেলা।
শরতের হওয়া নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। আসলে আপনার কবিতার মাধ্যমে শরৎকালের সৌন্দর্য ফুটে উঠেছে, পড়ে খুবই ভালো লাগলো, ছন্দের মিল রয়েছে।
এই কাশফুলের কাছে যেতে পারলাম না। একটাই কষ্ট! দূর থেকে একবার দেখেছিলাম কাশফুল। শরৎকে নিয়ে চমৎকার কবিতা লিখলেন। বন্ধুদের সাথে শরৎ এর কাশফুল উপভোগ করার মজাই অন্যরকম
আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
শরতের কাশফুলের বাহার যেন অন্যরকম এক সমারোহ।সত্যিই বলেছেন। আকাশের রুপ খুব সুন্দর ভাবে পরিবর্তন হয় এই সময়ে।প্রকৃতি যেনো নতুনরূপে সেজে ওঠে।
শরতের ওই হিমেল হাওয়া
করছে মনে আসা যাওয়া।
কবিতা হয়েছে বেশ, বেশ
,দিয়ে গেলাম একগুচ্ছ
ভালোবাসার রেস।♥♥
আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু🌻🌹
আপনার কবিতার শব্দগুলো এবং শব্দচয়ন ও লাইনের মধ্যে এত সুন্দরভাবে মিল করেছেন যা পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা সবার মাঝে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
শরৎকাল নিয়ে আপনার লেখা কবিতাটি অনেক সুন্দর হয়েছে। কবিতার লাইনে গুলোতো খুব সুন্দর ছন্দ মিলিয়েছেন।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর করে কবিতাটি উপস্হাপন করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।
ভাইয়া এখন তো প্রায় মানুষকে দেখতেছি কাশফুল নিয়ে নিজের মনের আবেগ অনুভূতি প্রকাশ করছে। শরত কাল হওয়ায় চারদিকে চার দিকে কাশফুলের সূন্দর্যে ভরে গেছে। আপনি প্রতিদিন কাশ ফুল দেখার অনুভূতি গুলো খুব সুন্দর ভাবেই কবিতার মাধ্যেমে ফুটিয়ে তুলেছেন। আমরা পড়েও অনেক মজা পেলাম। ধন্যবাদ ভাইয়া।
ভাইয়া আপনি ঠিকই বলেছেন শরৎকাল যেন প্রকৃতিকে নতুন রূপে সাজায় । সবকিছুই দারুন লাগে দেখতে । নীল আকাশে সাদা মেঘের ভেলা এই শরৎকাল ছাড়া অন্য কোন সময় দেখা যায় না । আর এই শরতের কাশফুল তো সত্যিই সকলের মন কেড়ে নেয় । অসম্ভব ভালো লাগে এই সময়টা আমার কাছে ।শরৎকাল কে নিয়ে লেখা আপনার শরতের হাওয়া কবিতাটি আমার কাছে বেশ ভালো লেগেছে। ছন্দের দারুন মিল ছিল কবিতা টিতে।ধন্যবাদ আপনাকে।
এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
আপনি ঠিকই বলেছেন সত্যি কাশফুলে সৌন্দর্যময় দৃশ্য সকলকেই মগ্ধ করে। কাশফুলের সাথে রয়েছে শিউলি ফুলের সমাহার। শরৎকাল আমার খুবই পছন্দের। এই সময় বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে। বেশ দারুন দারুন ফটোগ্রাফিও করা যায় এই সময়।
আপনার সুন্দর মতামত পেয়ে আমার খুবই ভালো লাগছে।