🌹আমার বাংলা ব্লগ 💗||🌴আমার তোলা রেনডম কিছু ফটোগ্রাফি📸||🌧️[১০% @shy-fox ]🌹

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আমার ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগে। তাই আজকে আমি আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করতে আসলাম। আসলে আমি এখন কোন জায়গায় ভ্রমণে বের হলেই, আমি যদি কোনো ভালো জিনিস দেখতে পাই, তাহলে সাথে সাথেই মোবাইলটা বের করে ফটোগ্রাফি করে থাকি। আসলে এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। ফটোগ্রাফি করতে করতে এই অভ্যাসটা আমার মধ্যে চলে এসেছে। আর ফটোগ্রাফি করতে ভালোই লাগে। অনেক মজাও পাই ফটোগ্রাফি করতে।তাই আজকে আমি শহরের মধ্যে ভ্রমণে বের হয়েছিলাম। আমাদের সিরাজগঞ্জ শহরের এই সুন্দর জায়গায় দেখতে পেয়ে ফটোগ্রাফি করলাম। বিশেষ করে সিরাজগঞ্জের সবচেয়ে প্রাচীন ইলিয়ট ব্রিজয়ে যখন আসলাম।তখন সুন্দর পরিবেশ দেখে ফটোগ্রাফি করলাম। ব্রিটিশরা আমাদের এই ভারতবর্ষকে যখন শাসন করতো তখন এই ইলিয়ট ব্রিজ তৈরি করেছিল। এটি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ব্রিজ।তাই ব্রিজ এর সৌন্দর্যময় পরিবেশ দেখতে পেয়ে কিছু ফটোগ্রাফি করলাম। আসলে ব্রিজের চারপাশে সুন্দর সবুজ প্রকৃতির ফুলের গাছ লাগানো হয়েছে। যা দেখে খুবই ভালো লাগে।তাই ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লেগেছে।


আমার তোলা রেনডম কিছু ফটোগ্রাফি📸


GridArt_20220423_111206992.jpg

ফটোগ্রাফি-১👇

IMG_20220423_105614.jpg

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী এই ইলিয়ট ব্রিজটি অনেক উঁচুতে অবস্থিত কারণ এই নদীতে তখন লঞ্চ স্টিমার চলাচল করত, আর এই মালবাহী স্টিমার যখন এই নদী দিয়ে চলাচল করত তখন এই ব্রিজ দুই দিক থেকে ভাগ হয়ে যেত। যার কারণে এই ব্রিজটি অনেক উঁচুতে নির্মাণ হয়েছিল।ব্রিজটির দুই দিকে অনেক সুন্দরভাবে আস্তে আস্তে উপরের দিকে রাস্তা রয়েছে এবং তারপরে ব্রিজ তৈরি করা হয়েছে।
ফটোগ্রাফি-২👇

IMG_20220423_105636.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৩👇

IMG_20220423_111856.jpg

ব্রিজ এর দুই দিকের রাস্তা দিয়ে উপরে আসতে হয়। তাই আমি আস্তে আস্তে ব্রিজের উপরে আসলাম এবং ব্রিজের উপরে এসে দেখতে পেলাম, এই ব্রিজের একদম মাঝখানে একটি অংশ রয়েছে। যা দুই দিকে ভাগ হয়ে যেত।ব্রিজ সত্যিই অনেক উঁচুতে অবস্থিত। বিকাল বেলা এখানে অনেকেই ভ্রমণ করতে আসে। এই সৌন্দর্যময় পরিবেশ দেখতে। ব্রিজের উপর থেকে সিরাজগঞ্জ শহরটা খুবই সুন্দর ভাবে দেখতে পাওয়া যায়।
ফটোগ্রাফি-৪👇

IMG_20220423_105919.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৫👇

IMG_20220423_110055.jpg

এই নদীটির নাম কাটাখালি নদী। এই নদীর তীরে সিরাজগঞ্জ শহর অবস্থিত। আর এই নদীর উপর দিয়ে ইলিয়ট ব্রিজ তৈরি করা হয়েছে। এই নদীটি অনেক স্রোত ছিল, কিন্তু এখন এই নদীটি প্রায় মৃত নদীতে পরিণত হয়েছে। তবে এই নদীটির সংস্কার কাজ চলছে। আশা করছি নদীটি আগের মত তার প্রাণ ফিরে পাবে।এই নদীর তীরেই সিরাজগঞ্জে ২ নং পুলিশ ফাঁড়ি অবস্থিত। পুলিশ ফাঁড়ির এই বিল্ডিংটি আমার কাছে অনেক ভালো লেগেছে।
ফটোগ্রাফি-৬👇

IMG_20220423_110019.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৭👇

IMG_20220423_105749.jpg

ব্রিজ এর চারপাশে বিকেলবেলা অনেকেই এসে সৌন্দর্য উপভোগ করে, আর এই সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এখানে ফুলের বাগান করা হয়েছে। আর এই বাগানে আমি সুন্দর সুন্দর পাতা বাহারি ফুলের গাছ দেখতে পেলাম। যা আমার অনেক ভালো লেগেছে।
ফটোগ্রাফি-৮👇

IMG_20220423_105730.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৯👇

IMG_20220423_105820.jpg

ফুলের বাগান তৈরি করার কারণেই এই জায়গাটি আরও সৌন্দর্য্য বৃদ্ধি পেয়েছে। আসলে বিকেল বেলা এখানে অনেকেই এসে বসে থাকে, আর এই সৌন্দর্যময় ফুলের বাগানে উপভোগ করে। আসলে এই ফুলের বাগানে আরো অনেক রকমের গাছ লাগানো হবে। তখন আরও সৌন্দর্য বৃদ্ধি পাবে।
ফটোগ্রাফি-১০👇

IMG_20220423_105805.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-১১👇

IMG_20220423_110306.jpg

শহরের এই সৌন্দর্যময় পরিবেশ উপভোগ করতে করতে আমি আমার বন্ধুর বাসায় আসলাম। বন্ধুর বাসায় ছাদের থেকে সিরাজগঞ্জ শহরের সৌন্দর্য উপভোগ করতে।আসলে বিকেলবেলায় বাসার ছাদে থেকে শহরের সৌন্দর্য উপভোগ করতে খুবই ভালো লাগে। তাই আমি বাসার ছাদে থেকে শহরে সৌন্দর্যময় পরিবেশ দেখতে লাগলাম।
ফটোগ্রাফি-১২👇

IMG_20220423_110230.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-১৩👇

IMG_20220423_110230.jpg

বিকেল বেলা বৃষ্টি হয়েছিল বৃষ্টির পরে ছাদে থেকে শহরে সৌন্দর্যময় পরিবেশ দেখতে আরো বেশি সুন্দর লাগতেছিল। আসলে আকাশটা অনেক সুন্দর লাগতেছিল, বিশেষ করে ছাদে থেকে শহরের সৌন্দর্য দেখতে বিকেলবেলা খুবই ভালো লাগে। বৃষ্টির পরে আরো পরিবেশটা অনেক সুন্দর লাগলো।
ফটোগ্রাফি-১৪👇

IMG_20220423_110209.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-১৫👇

IMG_20220423_110612.jpg

বিকালবেলা ছাদে থেকে শহরে সৌন্দর্যময় পরিবেশ উপভোগ করতে করতে সন্ধ্যা নেমে আসলো। সূর্য অস্ত যাবে আর সূর্য অস্ত যাওয়ার দৃশ্য আমার দেখতে খুবই ভালো লাগে। তাই বাসার ছাদে থেকে সূর্য অস্ত যাওয়ার এই সুন্দর দৃশ্য উপভোগ করলাম।
ফটোগ্রাফি-১৬👇

IMG_20220423_110251.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

শহরের সৌন্দর্যময় জায়গায় ভ্রমণ এবং ফটোগ্রাফি করতে পেরে আমার খুবই ভালো লেগেছে।তারপর বাসার ছাদে থেকে বিকেলবেলা শহরের সৌন্দর্য উপভোগ করতে পেরে আমার অনেক ভালো লেগেছে। তাই এই সুন্দর ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লেগেছে।📸🙏📸🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণ🌴আমার তোলা রেনডম কিছু ফটোগ্রাফি📸
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Sort:  
 3 years ago 

প্রকৃতির অপরূপ সৌন্দর্য ভালোই রাঙ্গিয়ে তুলেছেন আপনার ফটোগ্রাফির মধ্যে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আমি খুবই পছন্দ করি। যেটা প্রায় করা হয়ে থাকে আপনার ফটোগ্রাফির মাধ্যমে ভালোভাবে উপভোগ করলাম শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া🌻🌹

 3 years ago 

আপনার তোলা রেনডম কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। দেখতে অসাধারণ হয়েছে নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। সূর্যের ছবিটি দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

 3 years ago 

আপনি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখতে খুবই ভালো লাগছিল। অসাধারণ কিছু ফটোগ্রাফি। আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাকেঅসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার ভালো লাগছে জেনে আমারও খুবি ভালো লাগছে। ধন্যবাদ আপু

 3 years ago 

আমিও আপনার মত এখন কোথাও গেলেই মোবাইল বের করে ফটোগ্রাফি করতে থাকি। আমার কাছে ফটোগ্রাফি করতে বেশ ভালো লাগে। আপনি খুব সুন্দর হবে অনেকগুলো ফটোগ্রাফির শেয়ার করলে। প্রত্যেকটা ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। এমনকি খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলেই ফটোগ্রাফি করা এখুন অভ্যাসে পরিণত হয়েছে। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

খুব সুন্দর ছিল আপনার রেনডম ফটোগ্রাফি গুলো। ইলিয়ট ব্রিজ টি আসলেই খুব সুন্দর। তবে এটি যে এত প্রাচীন তা দেখে বোঝাই যাচ্ছে না। আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। আমার কাছে বেশ ভাল লেগেছে আপনার রেনডম ফটোগ্রাফি গুলো। আপনাকে ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ব্রিজটি সিরাজগঞ্জের ঐতিহ্যকে ধরে রেখেছে। তাই ব্রিজয়ের এখন খুবই যত্ন করা হয়। সেজন্য ব্রিজ অনেক পুরনো বোঝা যায়না। ধন্যবাদ আপনাকে আপনার মতামত প্রকাশ করার জন্য।

 3 years ago 

আপনার ফোটোগ্রাফি ভালো হয়েছে। তবে আপনার লেখাগুলো পড়ে আরো বেশি ভালো লেগেছে। ফোটোগ্রাফি এর পাশাপাশি লিখলে বিষয়টার সৌন্দর্য আরো বাড়ে। ভালো ছিল আপনার পোস্টটি সব মিলিয়ে ।

 3 years ago 

দাদা আপনি খুবই সুন্দর করে আমাকে উৎসাহিত করেছেন। আপনার মন্তব্য পেয়ে আমি অনেক আনন্দিত। আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা🌹🙏🌹।

 3 years ago 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন বিশেষ করে ৮নং ফটোগ্রাফিতে থাকা গাছের ছবিটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে।
তাছাড়া মেঘলা আকাশ এবং আকাশে সূর্যের আভাস দেখতেও বেশ সুন্দর লাগছে।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

স্বাগতম ভাইজান 💚

 3 years ago 

আপনার তোলা রেনডম ফটোগ্রাফি গুলো খুবই ভালো ছিল,আপনার ফটোগ্রাফির মাধ্যমে সিরাজগঞ্জের কিছু স্থান দেখতে পেলাম যেটা খুবিই ভালো লাগলো । ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইল

 3 years ago 

সময় পেলে আমাদের সিরাজগঞ্জ ভ্রমণে আসবেন,সিরাজগঞ্জ অনেক সুন্দর জায়গা।ভ্রমন করতে ভালো লাগবে।

 3 years ago 

রেনডম ফটোগ্রাফির মধ্যে কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি ছিল ভাই। এগুলো খুবই চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন আপনার ক্যামেরা বন্দীর মাধ্যমে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে, আমার পোস্টে এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 81242.61
ETH 3198.79
USDT 1.00
SBD 2.79