জীবন থেকে আরেকটি বছর পার করে, নতুন বছরের পথচলা

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সময় এবং নদীর স্রোত তার নিজ গতিতে চলতে থাকে। জীবনের প্রতিটা পথ যেন এভাবেই চলে আসছে, প্রতিনিয়ত কোন কিছুই থেমে নেই। আমি যদি না থাকি তাহলে কোন কিছু থেমে থাকবে না। আর আমি থাকলেও যেন সেই প্রকৃতি তার নিয়ম মেনেই চলবে, এটাই যেন প্রকৃতির ধর্ম। আসলে জীবনের প্রতিটা পথ আমরা এভাবেই পার করে আসছি। আমাদের মধ্যে থেকে অনেকেই আজ পৃথিবী থেকে চলে গেছে। অনেকে আবার নতুন করে আগমন করছে। এই আগমনের মুহূর্তগুলো সত্যি অনেক আনন্দের, আবার চলে যাওয়ার মুহূর্তগুলো বেদনার।তেমনি দেখতে দেখতে জীবন থেকে অনেকগুলো বছর পার করে এসেছি। আসলে এভাবে কখন দিনগুলো শেষ হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। গতকাল ০৮-১০-২০২৩ আমার জন্মদিন ছিল। ০৮-১০-১৯৯৯ সালে আমি জন্মগ্রহণ করি। আর এই দিন যেন আমার জীবনের জন্য অনেক আনন্দের।প্রতি বার এই জন্মদিনের মুহূর্তগুলো আমি অনেক আনন্দের সাথে পালন করে থাকি।এবাবের দিনটিরকিভাবে পার করেছি সেই জন্মদিনের মুহূর্তগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম। আশা করছি আজকের পোস্টটি পড়ে আপনাদের ভালো লাগবে।


IMG_20231009_105805.jpg

আমি পরিবারের ছোট ছিলাম, যার কারণে বাবা মা আমার জন্মদিনটা অনেকে আয়োজনের সাথে পালন করত। আমি ছোটবেলায় এই দিনটা অনেক আনন্দের সাথে উপভোগ করতাম। তারপরে যখন বড় হলাম।স্কুল কলেজে পড়তে লাগলাম, তখন জন্মদিনটা আমি বন্ধুদের সাথে অনেক আনন্দের সাথে পালন করতাম।বন্ধুরা তখন মাথার উপরের ডিম ভাঙতো ও আটা ও কেক দিয়ে মারামারি হুরাহুরি কত রকমের আনন্দের সাথে এই দিনটি পালন করতাম। সত্যিই সেই দিনগুলোর কথা মনে করতে পেরেই অনেক ভালো লাগতেছিল।সময়ের সাথে সাথে সেই আনন্দময় মুহূর্তগুলো যেন আমাদের মধ্যে থেকে হারিয়ে যায়। আসলে কর্মব্যস্ততার কারণে আর আগের মত সময়ের অভাবে এরকম আনন্দ হয় না। এটা আমাদের প্রত্যেকের জীবনেই এই সময়গুলো পরিবর্তন হবেই।


গতকাল আমার জন্মদিন ছিল, তাই প্রিয় বন্ধুরা রাত ১২ পর থেকেই জন্মদিনের শুভেচ্ছা জানাতে লাগলো।তারা আমার কাছে ছিল না, কর্ম ব্যস্ততার কারণে দূর আছে । আগের দিনগুলোর কথা মনে করিয়ে দিতে লাগলো এবং ছবি আমাকে পাঠাতে লাগলো। তারা যেন একের পর এক ফেসবুকে আমার জন্মদিনের শুভেচ্ছা জানাতে লাগলো। আসলে কর্মব্যস্ততার কারণে সবাই ব্যস্ত হয়ে পড়লেও মনের ভিতর বন্ধুর প্রতি টান এটা যেন আগের মতোই রয়ে গেছে। তাই তারা যেভাবে পারল আমার জন্মদিনের শুভেচ্ছা জানাতে লাগলো।তাদের এই জন্মদিনের শুভেচ্ছা গুলো পেয়ে খুবই ভালো লাগলো। আর আমি পুরনো সেই দিনের কথা মনে করতে লাগলাম, আর সেই দিনগুলোর স্মৃতিময় মুহূর্ত গুলো ভাবতে লাগলাম।



IMG_20231009_105230.jpg

IMG_20231009_105205.jpg

IMG_20231009_105032.jpg

IMG_20231009_105011.jpg

তারপর আমার কিছু বন্ধু আমাকেও কল দিল বলল যে তুই কোথায় আছস। এখন বললাম আমি বাসায় আছি। বলল যে রেডি হয়ে থাক, আমরা ঘুরতে যাব, তোর বাসায় কিন্তু আমরা কয়েকজন মিলে আসি। ওদের কথা শুনে যেন তাড়াতাড়ি ফ্রেশ হলাম এবং হঠাৎ করে দেখতে পেলাম চার-পাঁচজন বন্ধু আমার বাসায় চলে এসেছে। ওদের দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। ওরা জন্মদিনের উইশ করলো। আসলে এভাবে এই বয়সে জন্মদিনের উইশ করবে বুঝতেই পারিনি।আসলে সময়ের সাথে সাথে জন্মদিন পালন করার ইচ্ছাটা যেন আমাদের মনের ভিতর থেকে হারিয়ে যায়।বন্ধুরা যেহেতু এসেই গেছে, আসলে বন্ধুদের ছাড়া জীবনটা আনন্দময় হয় না, এটা যেন আবারও প্রমাণিত হলো। আসলে এই দিনটা আমি এভাবে পালন করব সেটা বুঝতেই পারিনি। তাই বন্ধুদের সাথে আবারো ভ্রমন করতে বেরিয়ে গেলাম। আর বাসায় বন্ধুরা এসেছে বলে আমার প্রিয় রোস্টের রেসিপি তৈরি করতে লাগলো, আর এই রেসিপিটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ। আসলে রোস্ট আমার খুবই প্রিয়, তাই জন্মদিনে বাসা থেকেই যেন এই রোস্টের আয়োজন করা হলো।


আমার জন্মদিনের কথা শুনেই গ্রাম থেকে আমার বড় ভাইয়ের মেয়ে এসেছে আমাকে উইশ করার জন্য, আসলে আমার বড় ভাইয়ের মেয়ে ডাক নাম মিষ্টি, আর মিষ্টি আমার খুবই ভক্ত। আর আমিও ওর খুব ভক্ত। ওকে নিয়ে আমি ঘুরতে বের হই মাঝে মাঝেই ও খুব সুন্দর এবং কিউট দেখতে।আমার কাছে মিষ্টির হাসিটা বেশি ভালো লাগে।গ্রামে গেলেই আমার সাথে সব সময় থাকে। তাই ও যখন শহরে এসেছে ওকে নিয়ে আমি ঘুরতে বেরিয়েছি। আসলে বিকেল বেলা ওকে নিয়ে নদীর পাড়ে গিয়েছিলাম। নদীর পাড়ে গিয়ে এই দিনটা আনন্দের সাথে উপভোগ করেছি।মিষ্টি আগেই বলেছিলো যে চাচ্চু তোমার জন্মদিনে তোমার সাথে ঘুরবো। তাই আমার জন্মদিনের বিকেলবেলাটা অনেক আনন্দের সাথে নদীর পাড়ে কাটিয়েছি।


IMG_20231009_182040.jpg

IMG_20231009_182049.jpg

IMG_20231009_182059.jpg

দেখতে দেখতে আরেকটি বছর আমার জীবন থেকে পার হয়ে গেল। নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছি। আশা করছি সেই নতুন স্বপ্ন পূরণ করবো।আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন নতুন স্বপ্ন নিয়ে নতুন বছরটা আরো ভালোভাবে উপভোগ করতে পারি। এটাই আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আসলে মানুষ চিরকাল বেঁচে থাকে না। বেঁচে থাকে তার কর্মের মাঝে।তাই আমি আমার কর্মের মাধ্যমে বেঁচে থাকতে চাই সকলের মাঝে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। 🙏🤲🙏

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আপনার বাবা-মা আপনার জন্মদিন বেশ সুন্দরভাবে আয়োজন করত জেনে বেশ ভালো লাগলো। তবে সত্যি আজ কাল বর্তমানে বছর যেন মনে হচ্ছে খুবই দ্রুত চলে যাচ্ছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আজকে ভাইয়া। ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভাই।এই দিনে আপনার মত একজন ভালো লোকের আগমন ঘটেছে এটি আসলে আপনার বাবা-মায়ের জন্য অনেক খুশির বিষয়।সব সময় আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো। ভালো থাকবেন সব সময় এই কামনা করি।

 2 years ago 

প্রথমে আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আগামী পথ চলা আপনার যেন খুবই সুন্দর সুখময় হয় এই আশাবাদ ব্যক্ত করি। জীবন থেকে আরেকটি বছর পার হয়ে গেল নিশ্চয় জীবনের পাতায় কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাকবে। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। ভালো থাকবেন ভাই শুভ জন্মদিন।

 2 years ago 

প্রথমে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, আপনার আগামী পথ চলা সুন্দর হোক, জীবনের প্রতিটা মুহূর্ত হাসি খুশি কাটুক শুভ জন্মদিন।

 2 years ago 

আপনাকে জন্মদিনের শুভেচ্ছা ভাই। আপনার প্রতিটা জন্মদিন প্রতিটা বছর অনেক ভালো কাটুক সেই কামনা করি। এখন ফেসবুকের কল‍্যানে অনেক সুবিধা হয়েছে ফেসবুকেই সবাই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দেয়। আর সময় সেটা তো একটা মরীচিকা। দেখতে দেখতে শেষ হয়ে যায়। আপনার ভাইয়ের মেয়ে মিষ্টি আপনার অনেক বড় ভক্ত শুনে ভালো লাগল। আপনার জন্য শুভকামনা।।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া, আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা রইলো।তবে কেক কিন্তু দেখতে পেলাম না।যাইহোক আপনার বন্ধুরা আপনার বাসায় এসে জন্মদিন পালন করেছে এটা আসলেই আনন্দের বিষয়।আর মিষ্টি আসলেই অনেক কিউট ও মিষ্টি দেখতে।শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

আপনার সুন্দর মতামত পেয়ে আমার খুবই ভালো লাগছে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 111204.99
ETH 4306.53
SBD 0.84