DIY (এসো নিজে করি) 🦚রঙ্গিন কাগজ দিয়ে ময়ূর পাখি তৈরি🦚 || @rayhan111 [১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।🤝

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগের" প্রতিষ্ঠাতা আমাদের সকলের প্রিয় @rme দাদার সেরা উপহার DIY ইভেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছি।

আজ আমি "রঙিন কাগজ দিয়ে ময়ূর পাখি তৈরি" করে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।জানিনা কেমন হবে, তবে আমি খুব চেষ্টা করবো ভালো করে তৈরী করতে।

রঙ্গিন কাগজ দিয়ে ময়ূর পাখি তৈরি👇🦚

IMG_20211011_141215.jpg

রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ছোট ছোট খেলনা বা অন্যান্য জিনিস তৈরি করতে আমার অনেক ভালো লাগে। বিশেষ করে কাগজ দিয়ে খেলনা তৈরী করতে আমার বেশি ভালো লাগে।আজ আমি রঙিন কাগজ দিয়ে ময়ুর পাখি তৈরী করতে যাচ্ছি। "রঙিন কাগজ দিয়ে ময়ূর পাখি তৈরি করতে আমার মজাই লাগতে ছিলো। শখের বসে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আজ আমি এই রঙিন কাগজের ময়ূর পাখি তৈরি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। জানি যে খুব একটা ভালো করে তৈরী করতে পাবনা।তবুও চেষ্টা করছি।

প্রয়োজনীয় উপকরণসমূহ:
১) রঙ্গিন কাগজ
২) কাঁচি
৩) আঠা
৪) স্কেল
৫) পেন্সিল

ক্যামেরা: Redmi Not 6 pro

IMG_20211011_140617.jpg

ময়ূর পাখি তৈরির জন্য সকল উপকরণ গুলো নিয়ে আমি তৈরি করা শুরু করে দিলাম।🦚

রঙ্গিন কাগজ দিয়ে ময়ূর পাখিতৈরি 👇🦚

ধাপ-১👇

ক্যামেরা: Redmi Not 6 pro

IMG_20211011_140635.jpg

আমি কাগজ দিয়ে ফুল এবং পশু পাখি খুব একটা ভালো বানাতে পারি না তারপরও আমি চেষ্টা করছি ভালো করার জন্য।

ধাপ-২👇

ক্যামেরা: Redmi Not 6 pro

IMG_20211011_140648.jpg

তাই এক কাগজ দিয়ে আমি ময়ূর পাখি আঁকার সকল উপকরণ দিয়ে ময়ূর আঁকা শুরু করে দিলাম।

ধাপ-৩👇

ক্যামেরা: Redmi Not 6 pro

IMG_20211011_140712.jpg

ধাপ-৪👇

ক্যামেরা: Redmi Not 6 pro

IMG_20211011_140729.jpg

রঙিন কাগজ আমি সুন্দর ভাবে কেঁটে নিলাম। এই কাগজটি কাটতে মাপের প্রয়োজন হয়, আমি চতুর্দিকে মাপ ঠিক রেখে কাগজ দিয়ে ময়ূর বানানো প্রথম ধাপের কাজ শুরু করে দিলাম।

ধাপ-৫👇

ক্যামেরা: Redmi Not 6 pro

IMG_20211011_140745.jpg

ধাপ-৬👇

ক্যামেরা: Redmi Not 6 pro

IMG_20211011_140801.jpg

কাগজ দিয়ে ময়ূর বানানো জন্য মাপ গুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ মার যদি একটি বেশি একটি কম হয় তাহলে সঠিক ভাবে বানানো সম্ভব নয়। সকল ক্ষেত্রেই মাপ খুবই গুরুত্বপূর্ণ। তাহলে জিনিস বানানো অনেক সুন্দর হয়।

ধাপ-৭👇

ক্যামেরা: Redmi Not 6 pro

IMG_20211011_140819.jpg

ধাপ-৮👇

ক্যামেরা: Redmi Not 6 pro

IMG_20211011_140833.jpg

আমি প্রথমে ময়ূর পাখি দুটা পা বানিয়ে নিলাম। এই দুটা পা প্রথমে বানাতে হয়। সুন্দর করে ভাজ করে প্রথমে ময়ূরীর মুখ বানাতে হয়। তারপরে বানাতে হয় আমার এখন পা বানানো হয়ে গেছে।

ধাপ-৯👇

ক্যামেরা: Redmi Not 6 pro

IMG_20211011_140850.jpg

ধাপ-১০👇

ক্যামেরা: Redmi Not 6 pro

IMG_20211011_140905.jpg

এখন আমি সুন্দর করে আস্তে আস্তে ময়ূরের পা বানানো শেষ করে, আমি ঠোঁট বানিয়ে নিলাম এবং এখন পাখা বানানোর জন্য আমি পরবর্তী ধাপ অনুসরণ করছি।

ধাপ-১১👇

ক্যামেরা: Redmi Not 6 pro

IMG_20211011_140918.jpg

ধাপ-১২👇

ক্যামেরা: Redmi Not 6 pro

IMG_20211011_140944.jpg

ময়ূরের পা এবং পাখা বানানো হয়ে গেছে, এখন আমি ময়ূরের পেখম বানাবো। পেখম বানানোর জন্য আমাকে এই কাগজটি সুন্দর করে ভাজ করে নিতে হবে। আমি আপনাদের পেখম বানানো স্টেপটি দেখাচ্ছি।

ধাপ-১৩👇

ক্যামেরা: Redmi Not 6 pro

IMG_20211011_141004.jpg

ধাপ-১৪👇

ক্যামেরা: Redmi Not 6 pro

IMG_20211011_141021.jpg

তারপরে আমি ময়ূরের পেখম বানিয়ে নিলাম সুন্দর করে ভাজ করে পেখম বানাতে হয়। এখন ময়ূর পেখম বানানো হয়ে গেছে। মোটামুটি মৌলের আকার ধারণ করেছে।

ধাপ-১৫👇

ক্যামেরা: Redmi Not 6 pro

IMG_20211011_141037.jpg

শেষয়ের ধাপ-👇

ক্যামেরা: Redmi Not 6 pro

IMG_20211011_141240.jpg

অবশেষে অনেক কষ্টের পর আমি শেষ ধাপে এসে গেছি। এখন ময়ূরের মোটামুটি আকার ধারণ করেছে এবং ময়ূরের পেখম আমি বানিয়ে দিয়েছি। আমার কাছে ময়ূরের পেখমটি ভালোই লাগছে। অনেক কষ্টের বিনিময়ে আমি শেষের ধাপে এসে পৌঁছেছি।

IMG_20211011_141123.jpg

ক্যামেরা: Redmi Not 6 pro

উপস্থাপন 👇🦚🦚🦚

অবশেষে আমি আমার হাতে বানানো রঙ্গিন কাগজ দিয়ে ময়ূর বানাতে সক্ষম হয়েছি। আমার কাছে অনেক ভালো হয়েছে। আপনাদের কাছে অতটা ভালো হবে না কারণ, আমি প্রথম বানিয়েছি এবং আমার কষ্টের বিনিময় বানানো, তাই আমার কাছে খুবই ভালো লাগছে, আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার আরও বেশি ভালো লাগছে।

IMG_20211011_140553.jpg

ক্যামেরা: Redmi Not 6 pro

IMG_20211011_141141.jpg

আজকে আমি কাগজের তৈরি ময়ূর বানাতে পেরে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগছে। আপনাদের উৎসাহ কামনা করছি। আপনারা সবাই আমাকে উৎসাহিত করবেন এবং আমি যেন আরো কাগজ দিয়ে সুন্দর খেলনা বানাতে পারি।

ক্যামেরা: Redmi Not 6 pro

💝💝 শুভেচ্ছা@rayhan111🌹🌺🌹

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago (edited)

এই ময়ূরপঙ্খীটি এর আগেও দুইজন ভাইয়া তৈরি করেছিলো। তার গুলো খুব সুন্দর হয়েছিলো। আপনারটাও খুব সুন্দর হয়েছে।আরো হাতের কাজ দেখতে চাই সামনে।

 3 years ago (edited)

ঠিক আছে আপু আরো সুন্দর হাতের কাজ করবো ইনশাআল্লাহ । আপনাকে অনেক ধন্যবাদ

রঙ্গিন কাগজ দিয়ে ময়ূর পাখি তৈরি টা দেখতে বেশ সুন্দর লাগছে। সুন্দর উপস্থাপনা করেছেন। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

আপনার মতামতের জন্য আপনার ধন্যবাদ ভাই

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ময়ুর অনেক সুন্দর লাগছে দেখতে আপনার সৃজনশীলতা অনেক দারুন।আপনার জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

আপনার মতামতের জন্য আপনার ধন্যবাদ ভাই

 3 years ago 

বাহ আপনি তো খুব সুন্দর করে রঙিন পেপার দিয়ে ময়ূর তৈরি করেছেন।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি অনেক একটি ময়ূর পাখি তৈরি করেছেন। কি দারুন ভাবে তৈরি করেছেন। প্রতি টা স্টেপ বাই স্টেপ সাজিয়েছেন খুবই ভালো লাগলো ভাই।দেখেই বুঝতে পারছি অনেক ধৈর্য সহকারে তৈরি করেছেন। শুভকামনা রইলো আপনার জন্য

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

বাহ আপনি সৃজনশীলতার উদ্ভব ঘটিয়েছেন। কাগজ দিয়ে ময়ূর তৈরি করেছেন প্রতিটি ধাপ ছিল একদম সূক্ষ্ম। আপনার জন্য শুভ কামনা রইল। অনেক ভালো লাগলো

 3 years ago 

আপনার মতামতের জন্য আপনার ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64319.13
ETH 3411.87
USDT 1.00
SBD 2.51