🌹আমার বাংলা ব্লগ 🎇||সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই এবং ঈদের কিছু ফটোগ্রাফি||🌃[১০% @shy-fox ]🌹

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক, আশা করি পরিবারের সকলকে নিয়ে ঈদের আনন্দটা খুবই সুন্দরভাবে পালন করেছেন এবং পরিবারের সকলকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন। আসলে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, একটি মাস রোজা রেখে পবিত্র ঈদ আজকে আমরা পেয়েছি। এই ঈদের সারাটা দিন আমাদের জন্য আনন্দের দিন। মুসলমানদের সবচেয়ে বড় আনন্দের দিন। ঈদের দিনের অনেক ভালো লেগেছে, আমার তবে বিশেষ করে আজকে বৃষ্টির কারণে আমার মনে একটু ভেঙে গিয়েছিল। কারণ বন্ধুদের সাথে নিয়ে তিন দিন হল খুবই সুন্দরভাবে ঈদগাহ মাঠ সাজিয়ে ছিলাম। সেখানে আমরা নামাজ পড়বো আসলে বছরের একটা দিন মাঠে নামাজ পড়া হয়। খোলা মাঠে নামাজ পড়ে অনেক মজা। কিন্তু বৃষ্টির কারণে মাঠের নামাজ পড়তে পারেননি। আসলে সকাল মেঘের ডাক শুনে ঘুম ভাঙলো এবং তখন থেকে আফসোস করতে ছিলাম,যে হারে যদি আল্লাহ বৃষ্টি না দেয়। তাহলে কতই না ভালো হতো, কিন্তু শেষমেশ বৃষ্টি আমাদের কথা শুনলো না, মহান আল্লাহতালার হুকুমে মুষলধারে বৃষ্টি নামলো এবং বৃষ্টির কারণে মাঠে পানি জমে যায়।তাই আমারা মাঠে নামাজ পড়তে পারিনি।এজন্য একটু মন খারাপ ছিলো।


আসলে ঈদের নামাজ দেওয়া হয়েছিল সকাল ৯ টায়। মাঠে নামাজ পড়বো অনেক আনন্দ করবো কিন্তু বৃষ্টির কারণে আর মাঠে যাওয়া হলো না। তাই সকাল সাড়ে ১০ টায় নামাজ দেওয়া হল মসজিদে এবং মসজিদের মাইক দিয়ে বলা হলো। যে আজকে আমরা ঈদের নামাজ মসজিদে পড়বো। ঈদের নামাজ মাঠে আর হবে না। তাই আমরা প্রস্তুতি নিতে থাকলাম। যে আল্লাহর হুকুমে বৃষ্টি নামছে এই বৃষ্টি করার কিছু নেই। মহান আল্লাহতালা যা কিছু করেন ভালোর জন্য করেন। তাই আমরা গোসল দিয়ে জামা-কাপড় পরে মসজিদে ঈদের নামাজ পড়ার জন্য তৈরি হতে লাগলাম।


সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই এবং ঈদের কিছু ফটোগ্রাফি||


GridArt_20220503_193159625.jpg

ঈদের দিন কাটানো মুহূর্ত আপনাদের সাথে ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করছি।

ফটোগ্রাফি-১👇

IMG_20220503_181831.jpg

আজকে পবিত্র ঈদের দিন। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে বসে ছিলাম। তখনই মেঘের ডাক এবং গুড়িগুড়ি বৃষ্টি দেখতে পেলাম। তখনই আমার খুবই খারাপ লাগলো। যে আজকে ঈদের দিন আল্লাহ যেন বৃষ্টি না দেয়। কিন্তু এই গুড়ি গুড়ি বৃষ্টি থেকে মুষলধারে বৃষ্টি শুরু হল এবং এই বৃষ্টি টানা ২ ঘন্টা বৃষ্টি হলো। যার কারণে আমাদের বাড়িতে পানি জমে গেল এবং আমরা যে মাঠে ঈদের নামাজ পড়বো সেই মাঠেও অনেক পানি হল। তাই মসজিদ থেকে সিদ্ধান্ত নিল, যে আমাদের ঈদের নামাজ মাঠে হবে না। মসজিদে হবে।
ফটোগ্রাফি-২👇

IMG_20220503_182001.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৩👇

IMG_20220503_182211.jpg

তাই ঈদের নামাজ পড়ার জন্য গোসল দিয়ে নতুন পাঞ্জাবী পড়লাম। আমার ছোট মামা এসেছিল,তাই মামা সাথে মসজিদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম।
ফটোগ্রাফি-৪👇

IMG_20220503_182126.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৫👇

IMG_20220503_182340.jpg

বৃষ্টির মধ্যেই ঈদের নামাজ পড়ার জন্য ছাতা মাথায় দিয়ে মসজিদের দিকে রওনা দিলাম। আসলে কাঁদার মধ্যে দিয়ে যেতে অনেক ভয় হচ্ছিল কারণ যদি পড়ে যায়, তাহলে নতুন জামা শেষ। নামাজ পড়া হবে না। তাই খুবই সাবধানে ছাতা মাথায় দিয়ে কাঁদার মধ্যে হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দিলাম।
ফটোগ্রাফি-৬👇

IMG_20220503_182323.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৭👇

IMG_20220503_182420.jpg

আমরা যখন ছাতা মাথায় দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তখন দেখতে পেলাম আমাদের ইমাম সাহেব আসছে, সেও ছাতা মাথায় দিয়ে আসছে। সে একবার এই কাঁদার মধ্যে পড়ে যেতে অল্পের জন্য বেঁচে গেছে। আসলে যদি ইমাম সাহেব পরে যেত তাহলে নামায আরো অনেক দেরি হতো। তাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। সাবধানে মসজিদে প্রবেশ করতে পেরেছে।
ফটোগ্রাফি-৮👇

IMG_20220503_182402.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৯👇

IMG_20220503_182448.jpg

অবশেষে আমরা সাবধানে মসজিদে প্রবেশ করলাম। মসজিদে আরো অনেকেই এসেছে। সকলেরকে দেখতে পেয়ে ভালই লাগতে ছিল। তাই আমরা মসজিদে বসে ইমাম সাহেব কথা শুনে লাগলাম।
ফটোগ্রাফি-১০👇

IMG_20220503_182435.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-১১👇

IMG_20220503_182523.jpg

মসজিতের মধ্যেই ঈদের আনন্দটা উপভোগ করার জন্য, মামার সাথে কিছু সেলফি তুলে রাখলাম।স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য।
ফটোগ্রাফি-১২👇

IMG_20220503_182506.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-১৩👇

IMG_20220503_182604.jpg

তারপরে অবশেষে আমরা নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলাম এবং আল্লাহর রহমতে খুবই সুন্দর ভাবে নামাজ শেষ করলাম। নামাজ শেষ করে বাড়ি থেকে রওনা দিলাম।আলহামদুলিল্লাহ আমরা সুস্থ ভাবে নামাজ আদায় করতে পেরেছি, মহান আল্লাহতালার কাছে হাজার শুকরিয়া।
ফটোগ্রাফি-১৪👇

IMG_20220503_182538.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-১৫👇

IMG_20220503_182643.jpg

ঈদের নামাজ পড়ে বাড়ি আসলাম। বৃষ্টির মধ্যেই বাড়ি এসে কিছুক্ষণ শুয়ে থাকলাম। তারপর আস্তে আস্তে বৃষ্টি কমে গেল এবং দিনটা অনেক ভালো হলো। আসলে আল্লাহর কাছে হাজার শুকরিয়া, মহান আল্লাহতালা যা করেন সেটা আমাদের ভালোর জন্য করেন।দিনটি অনেক ভালো হয়ে গেল। বিকেল বেলা বন্ধুদের সাথে অনেক আনন্দময় সময় পার করলাম এবং আসরের নামাজের পরে আমাদের মসজিদ থেকে বলা হলো, গ্রামের সকলকেই আমাদের শেষ ঠিকানা কবরস্থানে গিয়ে জিয়ারত করার জন্য। তাই আমরা আসর নামাজ পড়ে গ্রামের সকল মানুষ কবরস্থানের দিকে রওনা দিলাম।
ফটোগ্রাফি-১৬👇

IMG_20220503_182720.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-১৭👇

IMG_20220503_182753.jpg

এটাই আমাদের শেষ ঠিকানা। এখানে আমাদের প্রত্যেকের একদিন আসতে হবে। এটাই আমাদের আসল বাড়ি, আর এখানে আমাদের চিরকাল শুয়ে থাকতে হবে।এই কবরস্থানে আমাদের মধ্যে কারও মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজন দাদা-দাদী, নানা- নানী সকলের জন্য দোয়া করার জন্য আসলাম। কবরবাসীদের জন্য দোয়া করা হলো। আল্লাহ তাআলা যেন তাদের কবরে শান্তিতে রাখেন। আসলে এটাই সবচাইতে শান্তিময় কাজ।এই দোয়ার ব্যবস্থা আমার খুবই ভালো লেগেছে।
ফটোগ্রাফি-১৮👇

IMG_20220503_182856.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

বৃষ্টির কারণে ভেবেছিলাম আজকের দিনে আর কোথাও বের হতে পারব না। তাই খুবই খারাপ লাগতে ছিল। কিন্তু নামাজ শেষ হওয়ার পর থেকে দিনটা অনেক ভালো হয়ে গেল। আসলে ঈদের দিন অনেক আনন্দ করেছি। বিশেষ করে পরিবারের সকলের সাথে ঈদ করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আসলে পরিবারের সাথে ঈদ করার মধ্যে রয়েছে অনেক আনন্দ। জানিনা আগামী ঈদ আবার ফিরে পাব কিনা। তাই সকলের জন্য দোয়া রইল। যেন আল্লাহ তালা আমাদের নেক হায়াত দান করেন এবং আমরা যেন আগামী ঈদ আমাদের পরিবারের সকলের সাথে পালন করতে পারি।


New_Benner_ABB.png

আশা করছি আপনারা সবাই পরিবারের সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন এবং অনেক সুন্দর ভাবে দিনটি কাটিয়েছেন। সবাইকে আবারো ঈদের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক🎆 ঈদ মোবারক।🎇🌙🎇

mosque-g12146bc05_1920.jpg

Source

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণসকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই এবং ঈদের কিছু ফটোগ্রাফি
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Sort:  
 2 years ago 

আসলে ভাই সব প্রকৃতির নিলা খেলা। আমিও আপনার মত ঈদের নামাজ পড় মসজিদে পড়েছি। কারণ বৃষ্টির যে অবস্থা ছিল বাইরে যাওয়ার অবস্থা ছিল না। খুব খারাপ লাগলো যে নিজেদের মাঠ প্রস্তুতি করেছেন কিন্তু নামাজ পড়তে পারলেননা।তবে আপনার ফটোগ্রাফি করে বেশ ভালো লেগেছে।খুব সুন্দর করে সবকিছু বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন।শুভকামনা রইলো ভাইজান আপনার জন্য।

 2 years ago 

আপনার মতামতের জন্য ধন্যবাদ ভাই

 2 years ago 

প্রিয় ভাই আপনাকে ঈদ মোবারক। ঈদ উপলক্ষে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আজ আমরা নিজেরাও মসজিদের ভিতরে ঈদের জামাত পালন করেছে। ঈদের দাওয়াত রইল ভাই আপনার জন্য।। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাকেও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। আপনারও দাওয়াত রইল আমাদের বাড়ি চলে আসবে।

 2 years ago 

যেকোনো সময় হাজির হয়ে যাব ভাই। সিরাজগঞ্জ গিয়ে আপনাকে কল দিব

 2 years ago 

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা রইলো। ঈদের
দিনে চমৎকার কিছু মুহূর্ত কাটিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

 2 years ago 

আপনার মতামতের জন্য ধন্যবাদ। ঈদ মোবারক।

 2 years ago 

বছর ঘুরে আবার এলোরে ঈদ।এই ঈদের আনন্দ যেন থাকে অমলিন। আপনার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে। ঈদগাহে যাওয়া,মোলাকাত করা,আনন্দ করা তাহলেই ঈদ ঈদ লাগে।আপনাকে অনেক ধন্যবাদ ঈদের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য। ঈদ মোবারক

 2 years ago 

আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 2 years ago 

বৃষ্টির কারণে ঈদের আনন্দটা অনেকটাই তোমাকে হয়ে গেছে তা আপনার পোস্ট পড়ে বোঝা গেল। আসলেই এমন একটি দিনে বৃষ্টি কখনোই কাম্য ছিল না কিন্তু কি আর করার বৃষ্টির উপর কারও হাত নেই। তবুও ঈদের দিন আপনি খুব সুন্দর একটি সময় কাটিয়েছেন এবং আমাদের মাঝে তা উপস্থাপন করেছেন। আপনাকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ মোবারক। আসলেই ঈদের দিনে মাঠে নামাজ পড়তে যাওয়ার মজাই আলাদা যদি আমাদের এই ব্যবস্থা নেই আমরা শুধু বাসাতে নামাজ পড়তে পারি। ঈদের দিনে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি সাথে আপনি অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক। আমার পোস্টটি খুবই সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা রইল।ঈদ মোবারক

আসলে কি বলব আল্লাহ জা করেন ভালোর জন্যই নাকি করেন।তবে বৃষ্টি এসে একটু এলপাতারি করে দিল, আমাদের এইদিকে জদিও বৃষ্টি নামাজ শেষে হইছে।কষ্ট করে নামাজ আদায় করতে গেছেন ভালো লাগল।ধন্যবাদ ভাই সুন্দর মূহুর্ত আমাদেএ মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

আসলেই আল্লাহ যা করে আমাদের ভালোর জন্যই করেন। আল্লাহ তাআলা শুকরিয়া যে আমরা ভালোভাবে নামাজ পড়তে পেরেছি। আপনাকে ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক।

 2 years ago 
 2 years ago 

প্রথমেই জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদের দিনের প্রতিটি মূহুর্ত সুন্দর ভাবেই কাটিয়েছেন তবে বৃষ্টি কিছুটা বিঘ্ন ঘটিয়েছে। যা হোক ঈদের দিনের ছবি ও বনর্না ভালই হয়েছে। ভাল থাকবেন। ধন্যবাদ।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 2 years ago 

আমার পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন ।আপনি ঈদুল ফিতরের নামাজের মুহূর্তটা আমাদের সাথে খুব সুন্দর ভাবে শেয়ার করলেন। যেটা দেখে অনেক ভালো লাগলো আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। আপনারও দাওয়াত রইল আমাদের বাড়ি চলে আসবে।

 2 years ago 

কিন্তু শেষমেশ বৃষ্টি আমাদের কথা শুনলো না,

ভাই আপনার মতো আমিও মসজিদে নামাজ পড়েছি। আমাদের এই দিকে ভোরবেলা থেকেই বৃষ্টি ছিলো। আসলে বৃষ্টি হওয়া ভালো দিক এতে আল্লাহর রহমত বর্ষিত হয়। আর আপনার ফটোগ্রাফিগুলো অনেক ভালো ছিলো। শুভকামনা রইলো ভাই।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাই, এটা রহমতের বৃষ্টি ছিল। যাই হোক আল্লাহ যা করে সেটাই মঙ্গল নামাজ পড়তে পেরেছি এটাই অনেক। আপনাকে ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33