লাইফ স্টাইল // ঈদের দিনে কাটানো মুহূর্ত //সবাইকে জানাই ঈদ মোবারক
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
আজকের পবিত্র ঈদুল আযহা। আর এই ঈদুল আযহার সবাইকে জানাই মনের গভীর থেকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। আশা করছি আজকের দিনটা আপনারা সবাই আনন্দের সাথে উপভোগ করেছেন। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আনন্দের সাথে এই দিনটা পার করেছি। আর এই দিনটাই অনেক আনন্দের সাথে উপভোগ করেছি আমি। সেই মুহূর্তগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম। আশা করছি ঈদের দিনে পরিবারের সকলকে সাথে নিয়ে খুবই আনন্দের সাথে এই দিনটি আপনারা উদযাপন করেছেন।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।পরিবারের সকলকে সাথে নিয়ে এই দিনটি পার করার মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করে। আর এই দিনের জন্য হাজারো অপেক্ষা করা হয়। আসলে শহর থেকে গ্রামে আসা হয় দিনটাকে কেন্দ্র করে। পরিবারের সাথে আনন্দময় মুহূর্ত উপভোগ করা হয়। তাই আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠেছি আমি। ঘুম থেকে উঠেই আশেপাশের সকলের খোঁজ-খবর নিলাম। বাড়ির ছোট বড় সকলেই আজকে সকাল বেলা ঘুম থেকে উঠেছে। আর ঈদের নামাজ আমাদের এখানে দেওয়া হয়েছিলো সকাল ৮ টায়। সেজন্য ভোরবেলাতে আমি গোসল দিলাম, গোসল দিয়ে বাবার সাথে ঈদগা মাঠে রওনা দিলাম। আর এই ঈদগা মাঠে যাওয়ার মুহূর্তটা অনেক বেশি ভালো লেগেছে। কারন আমাদের বাড়ির সকলেই একসাথে আমরা ঈদগাহ মাঠে যাই। আর এই মুহূর্তটা অনেক বেশি ভালো লাগে আমার।
ঈদগাহ মাঠে এসে আমি অবাক হয়ে গেলাম। কারণ আমাদের মাঠ এত সুন্দর ভাবে সাজিয়েছে, আর যুবকেরা মিলেই এই মাঠ এত সুন্দরভাবে সাজিয়েছে। বিশেষ করে দুই কিলোমিটার এর মতো রাস্তা হবে এত সুন্দর ভাবে ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে। ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ করেছে। যার কারণে প্রত্যেকের কাছ থেকে ৩০০/৫০০ করে টাকা নিচ্ছে এবং আমি মাঠে গেটে আসার সাথে সাথে আমার কাছ থেকে ৩০০ টাকা নিল,,এর আগে আমার কাছ থেকে বিকাশে ২০০ টাকা নিয়েছিলো।এই মোট ৫০০ টাকা দেওয়া হলো এই মাঠ সাজানোর জন্য। আসলে বছরে দুটি ঈদ উদযাপন করা হয়। আর এই ঈদের দিনে ঈদগা মাঠ খুবই সুন্দরভাবে সাজানো হয়। যার কারণে আমাদের মাঠে নামাজ পড়তে আসে খুবই ভালো লাগে।
ঈদগাহ মাঠে আমরা সকাল সকাল এসেছি। আমাদের পরে অনেকে আসলো আসলে। সকাল ৮ টায় নামাজ পড়ানো হবে। যার কারণে সকাল ৮টায় নামাজ শুরু হবে। তাই দেরি করা হবে না। তাই দ্রুত সকলের চলে আসলো এবং আমি আমার পরিবারের এবং আমাদের গুষ্টির সকল চাচাতো, বড় ভাইদের সাথে নামাজ আদায় করলাম। সেজন্য আমার খুবই ভালো লাগলো। স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য তাদের সাথে একটা সেলফি তুলে নিলাম। আসলে সকলে একসাথে নামাজ পড়ার মধ্যে অনেক বেশি আনন্দ হয়। আর এই মুহূর্তটা যেন স্মৃতি হয়ে আমাদের জীবনে রয়ে যায় সারা জীবন।
সকাল ৮টা বেজে গেল, হুজুর আর দেরি করলো না। নামাজ আটটায় শুরু হবে। নামাজ পড়ানোর আগে হুজুর সকল নিয়ম বলে দিল। আসলে বছরে দুইটা ঈদের নামাজ পড়ানো হয়। আর এই ঈদের নামাজের নিয়ম গুলো অনেকে জানেনা। সেজন্য হুজুররা খুবই সুন্দরভাবে বুঝিয়ে দেয়। যাতে নামাজটা ভুল না হয়। নামাজ পড়ানোর আগে সে খুবই সুন্দরভাবে এই নামাজ কিভাবে পড়তে হবে সেই নিয়মগুলো বলে দিল। আমরা দাঁড়িয়ে নিয়মগুলো শুনলাম। তারপরে নামাজ শুরু হল, আমরা ঈদের নামাজ আদায় করলাম।
ঈদের নামাজ শেষ হলো সকলের সাথে কোলাকুলি করলাম। মহব্বতের সাথে ঈদগা মাঠ থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে আসা সুন্নত। এটা করলে অনেক সওয়াব হয়। যার কারণে আমরা অন্য রাস্তা দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আর সেই রাস্তা দিয়ে আসার পথে স্মৃতিময় কিছু ফটোগ্রাফি করে নিলাম। আসলে ঈদগা মাঠ থেকে বাড়ি আসার মুহূর্তটা অনেক বেশি ভালো লাগে।
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi Note 6 Pro |
---|---|
ধরণ | লাইফ স্টাইল |
ক্যামেরা.মডেল | Note 6 Pro |
ক্যাপচার | @rayhan111 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
https://x.com/rayhan111s/status/1802666205804961969?t=1vp78N7k_N9TFNEt9rn2Cg&s=19
প্রথমে আপনাকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনি পরিবারের সাথে অনেক আনন্দে মুহূর্ত উপভোগ করেছেন। সকলের সাথে ঈদের নামাজ পড়ার মুহূর্ত এবং অন্য রাস্তা দিয়ে আসার দৃশ্যটি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন দেখে ভালো লাগলো।
ঈদ মোবারক ভাইয়া। ঈদের দিনের কাটানো সুন্দর মুহূর্তগুলো আপনি এত সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো। ঈদের দিনের প্রত্যেকটা মুহূর্ত সবার অনেক ভালো কাটে। ধন্যবাদ আপনাকে আপনার কাটানো মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঈদ মোবারক ভাইয়া। আপনাদের এলাকায় দেখছি খুবই তাড়াতাড়ি ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছিল। আসলে ঈদুল আজহার নামাজ একটু তাড়াতাড়ি পড়ে নেয়াই ভালো, কেননা ঈদের নামাজ শেষে গরু কুরবানী করার একটি ব্যাপার স্যাপার থাকে।আর আপনাদের ঈদগাহ মাঠ টি দেখে মনে হচ্ছে খুবই সুন্দর ভাবে সাজিয়েছিল।সব মিলিয়ে আজকে আপনি খুবই সুন্দর একটি দিন কাটিয়েছেন।
ঈদ মোবারক আপনাকে। আপনি খুব সুন্দর একটি মুহূর্ত শেয়ার করলেন ঈদের দিনে কাটানো সেই সুন্দর মুহূর্তটি। আসলে বাড়ির সবাই মিলে ঈদের নামাজ পড়তে যাওয়া একসাথে খাওয়া দাওয়া করা বেশ আনন্দের একটি সময়। আপনি আমাদের সাথে ভাগ করে নিলেন অনেক ভালো লাগলো।
দেখতে দেখতে ঈদুল ফিতরের মতো ঈদুল আযহা ও আমরা পার করে ফেললাম। আপনাকে দেখে বুঝতে পারছি ঈদের নামাজ পড়তে গিয়ে খুব ভালো সময় অতিবাহিত করেছিলেন। ঈদের নামাজ পড়ার মুহূর্তটা অনেক সুন্দর করে সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে খুব ভালো লাগলো। আসলে ঈদ মানেই হচ্ছে আনন্দ খুশি। পরিবারকে নিয়ে ঈদের দিনটা কাটাতে খুবই ভালো লাগে। সবাই একসাথে ঈদের নামাজ পড়েছেন। ঈদগাহের ময়দানটা অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে। সব মিলিয়ে আপনার কাটানো মুহূর্তটা অনেক ভালো লাগলো।
প্রথমে আপনাকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদের দিনের কাটানো সুন্দর হলে আপনি এত সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনি পরিবারের সাথে অনেক আনন্দ উপভোগ করেছেন। ঈদের দিন একসাথে নামাজ পড়তে যাওয়া খাওয়া-দাওয়া করা এগুলো অনেক সুন্দর একটা মুহূর্ত । আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমাদের সকলের আনন্দের মুহূর্তগুলোর মধ্যে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা অন্যতম। কিছুদিন আগে আমরা আমাদের ঈদুল ফিতর এর আনন্দ উপভোগ করে এসেছি৷ আজকে আবার ঈদুল আযহার আনন্দ উপভোগ করছি দেখে খুবই ভালো লাগছে৷ আজকে আপনি খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷