DIY-💁♀️এসো নিজে করি//🌺গ্রাম বাংলার পানির কলসিসহ একটি মেয়ের চিত্র অংকন ☀️//@rayhan111//♥[১০% @shy-fox]♥
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
গ্রামের মেয়েরা পুকুর থেকে কলসিতে করে পানি নিয়ে বাড়িতে আসে, এই দৃশ্যগুলো গ্রাম বাংলাতে আগে অনেক দেখা যেত। আজকে আমি সেই গ্রাম বাংলার কলসিতে পানি নিয়ে যাওয়া একটি মহিলার দৃশ্য অংকন করেছি। আমার কাছে এই দৃশ্যটি খুবই ভালো লেগেছে। আমি এই দৃশ্যটি অঙ্কন করে আপনাদের মাঝে নিয়ে এসেছি।
ক্যামেরা: Redmi Not 6 pro
গ্রাম বাংলার এই কলসিতে করে পানি নিয়ে আসার মহিলার দৃশ্যটি আমি অঙ্কন করতে যে সকল উপকরণ ব্যবহার করেছি এবং আমি এই দৃশ্যটি যে ভাবে অংকন করেছি তা আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করা হলো।
প্রয়োজনীয় উপকরণ🏃♂️👇
ক্যামেরা: Redmi Not 6 pro
১)সাদা কাগজ।
২)কাল মার্কার পেন।
৩)পেন্সিল।
৪)কম্পাস
৫)লাল ও হলুদ রং
৬)রাবার।
৭)লাল পেন।
৮)জেল পেন।
9)পেন্সিল কাঁটার একটি।
তো চলুন চিত্র অংকন শুরু করা যাক।
গ্রাম বাংলার একটি মেয়ের কলসিতে পানি নেওয়ার দৃশ্যটি অঙ্কন করতে প্রথমে আমি কম্পাস দিয়ে আমার খাতায় সুন্দর গোল একটপ বৃত্ত আঁকালাম।
ক্যামেরা: Redmi Not 6 pro
তারপরে গোল বৃত্তের নিচে আরেকটি আমি চতুর্ভুজ এর মত একটি বৃত্ত আঁকলাম।
ক্যামেরা: Redmi Not 6 pro
নিচের ছোট বৃওের নিছের দিক থেকে আমি দুই দিকে নিচের দিকে টান দিয়ে নামিয়ে আনলাম।
ক্যামেরা: Redmi Not 6 pro
তারপরে আমি মেয়েটির শাড়ির দৃশ্য অংকন করলাম।
ক্যামেরা: Redmi Not 6 pro
তারপরে আমি কলসি অঙ্কন করব। তাই মেয়েটির সাথে আমি একটি কলসি অঙ্কন করে নিলাম।
ক্যামেরা: Redmi Not 6 pro
ক্যামেরা: Redmi Not 6 pro
কলসি অংকন করা হয়ে গেছে। তাই আমি মেয়েটির শাড়ি অংকন করলাম এবং পা অংকন করলাম। এখন মোটামুটি বোঝা যাচ্ছে একটি মেয়ের চিত্র এটি।
ক্যামেরা: Redmi Not 6 pro
তারপরে চিত্রের মেয়েটির আমি মাথার চুল অঙ্কনের জন্য কালো পেন্সিল দিয়ে মাথায় রং করে নিলাম।
ক্যামেরা: Redmi Not 6 pro
মাথার চুল অঙ্কন করা হয়ে গেছে। তারপরে আমি হলুদ রং দিয়ে মেয়েটির জামার হাতার রং করে নিলাম।
ক্যামেরা: Redmi Not 6 pro
তারপরে আমি মেয়েটির শাড়ি লাল রং করে দিলাম। লাল রঙের শাড়ি দেখতে সুন্দর লাগে তাই আমি মেয়েটির শাড়িতে লাল রং দিলাম।
ক্যামেরা: Redmi Not 6 pro
গ্রাম বাংলার একটি মহিলার পানির কলসি নিয়ে যাওয়ার দৃশ্যের অংকনয়ের শেষে ধাপে এসে পৌঁছেছি। অবশেশে শেষের ধাপে এসে পৌঁছাতে পারে আমার খুবই ভালো লাগছে।
ক্যামেরা: Redmi Not 6 pro
উপস্থাপন👇
অবশেষে আমি গ্রাম বাংলার কলসিতে পানি নিয়ে আসার মেয়েটির চিত্র অঙ্কন করতে পেরেছি। আমার এখন খুবই ভালো লাগছে। এই চিত্রটি আমি অনেক সময় নিয়ে করেছি এবং আমি চিত্রটি অঙ্কন করতে পেরেছি।আমার নিজের অনেক আনন্দ হচ্ছে।
ক্যামেরা: Redmi Not 6 pro
কলসিতে পানি নিয়ে আসার দৃশ্য গুলো গ্রাম বাংলাতে আগে অনেক দেখা যেত। দৃশ্যটা আজ আমি আঁকিয়ে আমার খুবই ভালো লাগছে। আসলে আমি গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরেছি। তাই আমি এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কলসিতে পানি আনার মেয়েটির চিত্র অঙ্কন করে তার সাথে একটি ছবি উঠে আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা সবাই আমাকে উৎসাহিত করবেন। আমি যেন আরো ভাল চিত্র অঙ্কন করতে পারি।
ক্যামেরা: Redmi Not 6 pro
💝💝 শুভেচ্ছা@rayhan111🌹🌺🌹
খুবই সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন। একসময় গ্রামবাংলায় যুবতী মেয়েরা কলসি নিয়ে নদীতে জল আনতে যেত। যুগের পরিবর্তনে এটি এখন আর দেখা যায় না। অতীতের দৃশ্যগুলো চিত্র অংকন এর মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।
প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, আপনার মুখে আমার প্রশংসা শুনে খুবই ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ।📯😃🌺
খুব সুন্দর ছিলো, আপনার প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে সাজানো গোছানো,বিষয় টা খুব ভালো লেগেছে। শুভ কামনা রইলো দাদা।
আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ☀️
বাহ চমৎকার ভাই। আপনি অনেক সুন্দর একটি দৃশ্য অংকন করেছেন। গ্রামের এমন দৃশ্য এখন আর দেখা যায়। যদিও দেখা যায় খুবই কম। কলসি নিয়ে পুকুর ঘাটে পানি নিয়ে যাওয়ার দৃশ্য টা তো এখন দেখাই যায় না। দারুন একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
আপনার প্রশংসা শুনে আমার খুবই ভালো লেগেছে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা🌺
অনেক সুন্দর হয়েছে আপনার আর্ট,শুভকামনা রইল আপনার জন্য।
আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।🌹🌻🌹
দক্ষ হাতছাড়া এরকম অংকন সম্ভব না। অনেক সুন্দর হয়েছে গ্রামের মেয়েটির কলসি এবং শাড়ি । শুভ কামনা রইলো ভাই।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ🌺🌻
ধন্যবাদ ভাই।
খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন ভাইয়া গ্রাম বাংলার কলসি সহ মেয়ের চিত্রটি।ধাপে ধাপে উপস্থাপনা ও বর্ণনা সুন্দর ছিল।আমার সবথেকে ভালো লেগেছে কালারের ব্যাবহারটা।শুভকামনা রইলো আপনার জন্য।
প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, আপনার মুখে আমার প্রশংসা শুনে খুবই ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ।🌹🌹
গ্রাম বাংলার পানির কলসিসহ একটি মেয়ের চিত্র অংকন করেছেন অনেক সুন্দর হয়েছে ভাই, উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো
আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া🌻🌹
গ্রাম্য বধুর কলসি নিয়ে হেঁটে চলা ছবি অনেক সুন্দর হয়েছে। আপনি খুব দক্ষতার সাথে গ্রাম্য বধুর এই চিত্রটি অঙ্কন করেছেন। আপনার অংকিত চিত্রটি আমার খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চিত্র শেয়ার করার জন্য।
গ্রামীণ বধুকে আপনি আপনার হাতের ছোঁয়ায় অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার অংকিত চিত্রটি আমার খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে। আশা করি এ ধরনের চিত্র আরো দেখতে পাবো।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
গ্রাম বাংলার পানির কলসিসহ একটি মেয়ের ছবি অঙ্কন করেছেন। আসলেই অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আমি দেখে অবাক হয়ে গেলাম। এত সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে আপনি পরিবেশনা করেছেন। অনেক সুন্দর ছিল কালার কম্বিনেশন।অনেক ভালো লাগলো। খুবই সুন্দরভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপনা করতে পেরেছেন। শুভকামনা রইল
আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।🌻🌹