DIY (এসো নিজে করি) 🖼️ রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি🖼️ || @rayhan111 [১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।🤝

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

আজ আমি"রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট
তৈরি করেছি কিভাবে তৈরি করেছি তা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।জানিনা আপনাদের কেমন লাগবে। তবে আমি খুব চেষ্টা করেছি ভালো করে তৈরী করতে।

রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি👇

IMG_20211018_175523.jpg

কাগজ দিয়ে নানা রকমের জিনিস তৈরি করা যায়। আর এর মাধ্যমে নিজের সৃজনশীলতা প্রকাশ পায়। আমার বাংলা ব্লগ কমিউনিটির সুন্দর একটি উদ্যোগে আজকে আমি কাগজ দিয়ে একটি ওয়ালমেট তৈরি করেছি।

চলুন শুরু করা যাক

প্রয়োজনীয় উপকরণসমূহ 👇🖼️

১)সাবুজ কাগজ।
২)হলুদ রঙ্গিন কাগজ।
৩)কালো কাগজ
৪) কাঁচি
৫) আঠা
৬) স্কেল
৭) পেন্সিল

IMG_20211018_164947.jpg

ক্যামেরা: Redmi Not 6 pro

সকল উপকরণ গুলো নিয়ে আমি কাগজের ওয়ালমেট তৈরি করা শুরু করে দিলাম।

ধাপ-১👇

IMG_20211018_165003.jpg

ওয়ালমেট তৈরি করার জন্য সকল উপকরণ নিয়ে আমি প্রথমে একটি রঙ্গিন কাগজ ভাঁজ করে নিলাম।

ক্যামেরা: Redmi Not 6 pro

ধাপ-২👇

IMG_20211018_165018.jpg

ক্যামেরা: Redmi Not 6 pro

ধাপ-৩👇

IMG_20211018_165033.jpg

কাগজগুলো আমি সুন্দর করে কেঁটে নিয়ে এগুলো আমি গোল করতে লাগলাম।

ক্যামেরা: Redmi Not 6 pro

ধাপ-৪👇

IMG_20211018_173427.jpg

ক্যামেরা: Redmi Not 6 pro

ধাপ-৫👇

IMG_20211018_173451.jpg

ক্যামেরা: Redmi Not 6 pro

ধাপ-৬👇

IMG_20211018_173509.jpg

কাগজ দিয়ে গোল করার সম্পূর্ণ হয়ে গেছে। আমি অনেকগুলো কাগজ গোল করলাম। এরপরে আমি এই কাগজগুলোর জোড়া দিয়ে চারকোনা করে সুন্দর করে সাজিয়ে নিলাম।

ক্যামেরা: Redmi Not 6 pro

ধাপ-৭👇

IMG_20211018_173628.jpg

তারপরে ওয়ালমেটয়ের ফুল বানানোর জন্য আমি অন্য কাগজগুলো সুন্দর করে কেঁটে নিলাম।

ক্যামেরা: Redmi Not 6 pro

ধাপ-৮👇

IMG_20211018_173615.jpg

ক্যামেরা: Redmi Not 6 pro

ধাপ-৯👇

IMG_20211018_173534.jpg

কাগজ গুলো কেঁটে নিয়ে আমি সুন্দর করে ফুলের পাতা বানালাম।

ক্যামেরা: Redmi Not 6 pro

ধাপ-১০👇

IMG_20211018_173653.jpg

এই ফুলের কলি আমি বানালাম। ফুলের কলি গুলো অনেক সুন্দর করে বানিয়ে নিলাম। এই ফুলের কলি গুলো খুবই সুন্দর লাগছে আমার কাছে।

ক্যামেরা: Redmi Not 6 pro

ধাপ-১১👇

IMG_20211018_173803.jpg

তারপরে ফুলের কলি গুলো আমি ফুলের পাতার মাঝখানে বসিয়ে দিলাম।

ক্যামেরা: Redmi Not 6 pro

ধাপ-১২👇

IMG_20211018_173739.jpg

পাতার মধ্যে কলিগুলো বসিয়ে আমি একটি ছবি তুললাম। এই কলি গুলিসহ ফুরের পাতা খুবই সুন্দর লাগছিল আমার কাছে।

ক্যামেরা: Redmi Not 6 pro

ধাপ-১৩👇

IMG_20211018_173821.jpg

তারপরে কাগজের ওয়ালমেট আমি সুন্দর করে এই ফুলগুলো বসিয়ে দিলাম।

ক্যামেরা: Redmi Not 6 pro

শেষের ধাপ👇

IMG_20211018_173913.jpg

অবশেষে কাগজের ওয়ালমেট এর শেষের পর্যায়ে আমি এসে গেছি। ফুলগুলো তিনটি করে আমি লাগিয়ে দিলাম এবং আমি ফুল গুলো সুন্দর করে লাগিয়েছি। এখন আমার খুবই ভালো লাগছে। আমি শেষ পর্যন্ত ওয়ালমেট বানাতে পেয়েছি।

ক্যামেরা: Redmi Not 6 pro

উপস্থাপন 👇

IMG_20211018_173844.jpg

শেষ পর্যন্ত রঙিন কাগজের ওয়ালমেট আমি বানিয়েছি। অনেক কষ্ট করে আমি বানিয়েছি। আমার খুবই ভালো লাগছে, যে আমার কষ্টটা সার্থক আমি শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে ওয়ালমেট তৈরি করতে পেরেছি।

ক্যামেরা: Redmi Not 6 pro

IMG_20211018_175214.jpg

আমার বানানো কাগজের ওয়ালমেট আমি আমার রুমের দেয়ালে লাগিয়ে নিলাম। আমার খুবই ভালো লাগছে যে আমার রুমের দেয়ালে এটি আমি লাগিয়ে সাথে আমি একটা ছবি উঠতে পারলাম। আমার খুবই ভালো লাগছে আমি নিজ হাতে বানিয়েছি এত সুন্দর ওয়ালমেট। তাই আমার খুবই ভালো লাগছে আশা করি আপনাদের কাছে ভাল লেগেছে।

new.gif

💝💝 শুভেচ্ছা@rayhan111🌹🌺🌹

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  

অসাধারণ ভাবে আপনি কাগজের ওয়ালম্যাট তৈরি করেছেন।খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন আপনি।আপনার জন্য অনেক শুভেচ্ছা রইলো ভাই।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ

রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরিটা বেশ সুন্দর লাগছে দেখতে। এই ধরনের কাজে ধৈর্যের পরিক্ষা দিতে হয়। আপনি তা ওয়ালমেট তৈরির মাধ্যমে করে দেখিয়েছেন। শুভকামনা।

বাহ্,,, কাগজের নানাবিধ সংযোগের মাঝে আপনে সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন। তবে সবচেয়ে বেশি ফুলগুলো আমার কাছে ভালো লেগেছে। আপনার জন্য শুভ কামনা রইল।

 3 years ago 

আপনার মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই

ওয়াও জাস্ট অসাধারণ হয়েছে ভাইয়া আপনার ওয়ালমেটটি।আজকে আপনার বানানো ওয়ালমেটটি সবথেকে বেস্ট ছিল আমার কাছে।আপনার ধাপে ধাপে উপস্থাপনা ও টিয়া কাগজের ফুলগুলো দারুণ ছিল।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

খুব সুন্দর হয়েছে। পেপারের কালার কম্বিনেশন টা অসাধারন ছিল। এই ভাবে আপনার প্রতিভা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই

 3 years ago 

🙏🙏🙏❤️❤️❤️

 3 years ago 

অসাধারণ সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি।রঙিন কাগজ দিয়ে সবুজ ফুলের সাথে বিভিন্ন রঙের কাগজ দিয়ে ওয়ালমেট টি খুব মানিয়েছে। দক্ষতা এবং যত্ন সহকারে আপনি ওয়ালমেট তৈরি করেছেন দেখেই বুঝা যাচ্ছে। আর খুব সুন্দর ধাপে ধাপে আপনি ওয়ালমেট তৈরি উপস্থাপন করেছেন।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার মতামতের জন্য আপনার ধন্যবাদ ভাই 🌹🌹💖

 3 years ago 

ভাইয়া আপনার ওয়ালমেটটি অনেক দারুণ হয়েছে। বিশেষ করে যখন ফুলের কলি গুলো বানিয়ে রাখলেন তখন বেশি ভালো লেগেছে আমার কাছে। মনে হয়েছে একদম সত্যিকারের ফুলের কলি।

 3 years ago (edited)

আপনাকে অনেক ধন্যবাদ আপু🌹🌹

 3 years ago 

খুবই চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া, আপনার গুন দেখে আমি একেবারেই মুগ্ধ। অনেক নিপুণতার সাথে ওয়ালমেট টি তৈরি করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য, শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু 🌻🌻

 3 years ago 

খুবই সুন্দর হয়েছে আপনার রঙিন পেপার দিয়ে বানানো ওয়ালমেট। বিশেষ করে কালার কম্বিনেশন টা সবচেয়ে বেশি ভালো হয়েছে

 3 years ago 

অনেক ধন্যবাদ

 3 years ago 

আপনার পোষ্টটি এককথায় অসাধারণ হয়েছে, সুন্দর এবং গুছিয়ে লিখেছেন। এবং দায়ী প্রজেক্ট তৈরি করতে আসলে অনেক পরিশ্রমই একটি কাজ অনেক সুন্দর তৈরি করেছেন।

 3 years ago 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65800.35
ETH 3464.66
USDT 1.00
SBD 2.68