DIY-🃏এসো নিজে করি//🎑মৎস্যকন্যার চিত্র অংকন ☀️//@rayhan111//♥[১০% @shy-fox]♥

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/🌹আদাব🌹

আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমি ও ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে মৎস্যকন্যার চিএ অংকন শেয়ার করছি।

চিত্র অঙ্কন করতে আমার ভালই লাগে। আমি খুব একটা ভালো চিত্র অঙ্কন করতে পারি না,তবে আমি চেষ্টা করি ভালো আঁকানোর জন্য। আজকে আমি মৎস্যকন্যার চিত্র অংকন করেছি, জানিনা আপনাদের কেমন লাগবে। আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ মৎস্যকন্যা চিত্রটি আমি অনেক কষ্ট করে আঁকিয়েছি।

IMG_20211025_191118.jpg

ক্যামেরা: Redmi Not 6 pro

মৎস্যকন্যার চিত্র অংকন করতে আমি যে সকল উপকরণ ব্যবহার করেছি। তা নিচে দেওয়া হল।

প্রয়োজনীয় উপকরণ☀️👇

IMG_20211025_200533.jpg

ক্যামেরা: Redmi Not 6 pro

১)সাদা কাগজ।
২)কাল মার্কার পেন।
৩)পেন্সিল।
৪)কম্পাস
৫)লাল ও হলুদ রং
৬)রাবার।
৭)লাল পেন।
৮)জেল পেন।
9)পেন্সিল কাঁটার একটি।

তো চলুন চিত্র অংকন শুরু করা যাক।

ধাপ ১👇

IMG_20211025_190803.jpg

মৎস্যকন্যার চিত্র অঙ্কন করতে আমি প্রথমে কম্পাস দিয়ে আমার সাদা কাগজে সুন্দর একটি গোল বৃও আঁকালাম।

ক্যামেরা: Redmi Not 6 pro

ধাপ ২👇

IMG_20211025_190822.jpg

ক্যামেরা: Redmi Not 6 pro

ধাপ ৩👇

IMG_20211025_190836.jpg

তারপরে আমি মৎস্যকন্যার মাথার চুলা আঁকালাম। মৎস্যকন্যার মাথার অংকনটি মোটামুটি হয়ে গেছে।

ক্যামেরা: Redmi Not 6 pro

ধাপ ৪👇

IMG_20211025_190853.jpg

মৎস্যকন্যার মুখ-মন্ডল আঁকানো হয়েছে।এখন মোটামুটি বোঝা যাচ্ছে যে এটা মৎস্যকন্যার চিত্র অঙ্কন করা হচ্ছে।

ক্যামেরা: Redmi Not 6 pro

ধাপ ৫👇

IMG_20211025_190914.jpg

এখন আমি মৎস্যকন্যার চিত্রের নিচের অংশ আঁকাতে লাগলাম। মাছের মতো দেখতে লাগে নিচের অংশটি আমি আঁকানোর চেষ্টা করছি। মাছের মতো অংশটি আঁকানোর হয়েছে।

ক্যামেরা: Redmi Not 6 pro

ধাপ ৬👇

IMG_20211025_191007.jpg

মৎস্যকন্যার চিত্রটি মোটামুটি হয়ে গেছে, তারপরে আমি কিছু পানির দৃশ্য অংকন করলাম যাতে বোঝা যায় যে মৎসকন্যাটি পানির ভিতরে আছে।

ক্যামেরা: Redmi Not 6 pro

ধাপ ৭👇

IMG_20211025_191022.jpg

মৎস্যকন্যার চিত্রটি মোটামুটি হয়ে গেছে। এখন বোঝা যাচ্ছে যে এটি মৎস্যকন্যার চিত্র অংকন করেছি। আমি এখুন রং করতে লাগলাম।

ক্যামেরা: Redmi Not 6 pro

শেষের ধাপ👇

IMG_20211025_191040.jpg

অনেক চেষ্টার পরে আমি মৎস্যকন্যা চিত্রটির শেষের ধাপে এসে পৌঁছেছি। আমার চিত্রটি হয়ে গেছে, এখন আমার খুবই ভালো লাগছে। চিত্রটি অঙ্কন করতে পেরে আমার সত্যিই অনেক আনন্দ হচ্ছে।

ক্যামেরা: Redmi Not 6 pro

উপস্থাপন👇

IMG_20211025_191140.jpg

আমার ইচ্ছা শক্তির কারণে আমি মৎস্যকন্যার চিত্রটি শেষ পর্যন্ত অঙ্কন করতে পেরেছি। আমি যেহেতু ভালো অঙ্কন করতে পারিনা তারপরও চেষ্টা করে আমি শেষ পর্যন্ত মৎস্যকন্যা চিত্রটি অঙ্কন করেছি। আমার কাছে ভালই লাগছে জানিনা আপনাদের কেমন লাগছে।

ক্যামেরা: Redmi Not 6 pro

IMG_20211025_192411.jpg

মৎস্যকন্যার চিত্রটি অংকন করতে পেরে আমার খুবই ভালো লাগছে। তাই আমি এই মৎস্যকন্যার চিত্রটি সাথী নিয়ে একটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা সবাই আমাকে উৎসাহিত করবেন। আমি যেন আরো ভাল অংকন করতে পারি।

ক্যামেরা: Redmi Not 6 pro

💝💝 শুভেচ্ছা@rayhan111🌹🌺🌹

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।
Sort:  
 3 years ago 

দক্ষ চিত্রশিল্পী ছাড়া এরকম অংকন সম্ভব না। আপনি মৎস্য কন্যাকে বাস্তব মৎস্য কন্যায় এ পরিণত করেছেন । শুভ কামনা রইলো।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু 🌹

খুবই সুন্দর হয়েছে আপনার এই মৎস্যকন্যার আকাটি অনেক ভালো লাগলো দেখে শুভকামনা রইলো ভাইয়া

 3 years ago 

আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ওয়াও ভাইয়া আপনার মৎস্যকন্যার চিত্রটি খুবই কিউট হয়েছে। খুব সুন্দর ভাবে আপনি মৎস্যকন্যা টিকে ফুটিয়ে তুলেছেন। আপনি মৎস্যকন্যা টি আকার প্রতিটি ধাপ সুন্দরভাবে দেখিয়েছেন । আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ

 3 years ago 

ভাই মৎস্য কন্যার ছবি খুব নিপুণভাবে এঁকেছেন। খুব সুন্দর হয়েছে।আরো সুন্দর হতো যদি একটু লম্বা হতো মৎস্য কন্যাটি।
তবুও আমার ভালো লেগেছে। ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ ভাই

মৎস্য কন্যার চিত্রটি খুবই দারুন এবং কিউট হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার আঁকানো মৎস্য কন্যার চিত্রটি খুবই সুন্দর হয়ছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপনা করছেন। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

অনেক সুন্দর মতামতের জন্য ধন্যবাদ

 3 years ago 

ওয়াও ভাইয়া, খুবই সুন্দর করে আপনি মৎস্যকন্যা ড্রয়িং করেছেন। মৎস্যকন্যা টিকে দেখতেও খুব কিউট লাগছে। আপনি খুব দক্ষতার সাথে এই ড্রয়িং টি করেছেন দেখে বোঝা যাচ্ছে। ড্রয়িং আমার খুব ভালো লাগে তবে এই ড্রয়িং আমার খুব ভালো লেগেছে।ড্রইং করার প্রতিটি ধাপ আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপু

 3 years ago 

এমন একটি অংকন আপনি কিভাবে করলেন। আমার জানতে ইচ্ছা করছে।কারণ আমি যদি শিখতে পারি।খুবই চমৎকার হয়েছে অংকনটি। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি অংকন আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া🌹😃

 3 years ago 

এই মৎস্যকন্যার চিত্রাংকন টা অনেক সুন্দর হয়েছে। এই রকম চিত্র দেখলে মনটা ভালো হয়ে যায়। আমার খুবই ভালো লেগেছে আপনার এই রকম চিত্র দেখে অনেক ধন্যবাদ

 3 years ago 

আপনার মন্তব্য জন্য ধন্যবাদ আপু

 3 years ago 

মৎস্য কন্যার চিত্র অংকন ভালো ভাবেই করেছেন। অনেক সুন্দর হয়েছে অংকনটি।আপনার উপস্থাপন গুলো চমৎকার। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই সুন্দর মতামতের জন্য

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.18
JST 0.031
BTC 87323.66
ETH 3162.70
USDT 1.00
SBD 2.83