DIY-🌹(এসো নিজে করি)🛏️||রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর বক্স খাট তৈরি 🛏️[১০%shy-fox]🎴
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
রঙ্গিন কাগজ দিয়ে আমি আমার সৃজনশীলতা প্রকাশ করতে অনেক রকম সুন্দর সুন্দর ডাই তৈরি করে থাকি। রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর সুন্দর ফুল তৈরি করা যায়। ফুলের পাশাপাশি নানা রকমের খেলনা তৈরি করা যায়। তাই আজকে আমি রঙিন কাগজ দিয়ে খেলনা বক্স খাট তৈরি করেছি। সত্যিই বক্স খাট খুবই সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের রঙিন কাগজ দিয়ে আমার তৈরি করা বক্স খাটের ডাই পোস্টটি ভালো লাগবে।
রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর বক্স খাট তৈরি 🛏️
তো চলুন শুরু করা যাক🤩👇
রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর বক্স খাট তৈরি করতে আমি যে সকল উপকরণ ব্যবহার করেছি এবং যেভাবে আমি তৈরি করেছি তা ধাপে ধাপে উপস্থাপন করছি।
প্রয়োজনীয় উপকরণসমূহ
১) গোলাপি রঙ্গিন কাগজ।
২) কাঁচি।
৩) আঠা।
৪) স্কেল।
৫)সাদা কাগজ।
৬)রং পেন্সিল।
সকল উপকরণ নিয়ে আমি রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর বক্স খাট তৈরি করা শুরু করে দিলাম।👇
- রঙিন কাগজ দিয়ে খেলনা বক্স খাট তৈরি করার জন্য, প্রথমে আমি রঙিন কাগজ সমানভাবে মাপ দিয়ে, কাঁচি দিয়ে কেটে নিলাম।
- তারপর আমি কাগজটির চার পাশ সমান করে ছোট ছোট ভাজ করে নিলাম।
- তারপরে কাগজটি দুই সাইডে ভাজ করে নেওয়ার পরে আমি মাঝখানে সমান ভাবে বড় করে ভাজ করে নিলাম।
- তারপরে কাগজ দিয়ে খাটের দুই পাশ তৈরি করার জন্য আমি আরেকটি শক্ত ভাজ দিয়ে নিলাম।
- তারপরে এই ভাজ করা কাগজটি আমি পিছন দিক থেকে উল্টিয়ে নিলাম। এখন খাটের উপরে অংশ তৈরি হয়ে গেছে।
- তারপরে কাগজটির দুই পাশে আমি আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এখন রঙিন কাগজ দিয়ে খাট তৈরি করা মোটামুটি হয়ে গেছে।
রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর এই বক্স খাট তৈরি করার পরে, আমি বক্স খাটের উপরে বিছানার চাদর তৈরি করে নিলাম। বিছানার চাদরটি আমি রং পেন্সিল দিয়ে রং করে নিয়েছি।
- তারপরে বিছানার চাদরটি আমি খাটে সুন্দর করে বিছিয়ে দিলাম এবং চারপাশে আঠা দিয়ে লাগিয়ে দিলাম।
- অবশেষে রঙিন কাগজ দিয়ে সুন্দর এই বক্স খাট তৈরির শেষের ধাপে এসে পৌছালাম। শেষের ধাপে পৌঁছিয়ে আমি একটি বক্স খাটের জন্য একটি বালিশ তৈরি করে নিলাম। কাগজ দিয়ে বালিশ তৈরি করাতে অনেক সুন্দর লাগছে।
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi Note 6 Pro |
---|---|
ধরণ | রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর বক্স খাট তৈরি। |
ক্যামেরা.মডেল | Note 6 Pro |
ক্যাপচার | @rayhan111 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
ওয়াও আপনার রঙ্গিন কাগজের খাট তৈরি খুব অসাধারণ হয়েছে। রঙিন কাগজের তৈরিকৃত খাট দেখতে অসাধারণ লাগছে। আসলে আমার রঙিন কাগজে কোন জিনিস তৈরি খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর করে দক্ষতা সহকারে খাট তৈরীর পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
বক্স খাটটা দেখে মনে হচ্ছে এখনই গিয়ে শুয়ে পড়ি। হা হা হা। একটু মজা করলাম। তবে আপনার খাট বানানো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আপনার মজাদার মন্তব্য পেয়ে আমার খুবই ভালো লাগছে। আসলে বক্স খাট একটি বালিশ রয়েছে আপনি আরামে ঘুমাতে পারবেন।হাহাহা খুবি ভালো লাগলো আপনার মতামতের জন্য। ধন্যবাদ ভাইয়া🌹🙏
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি বক্স খাট তৈরি করেছেন যা দেখে চোখ জুড়িয়ে গেল। কাগজের ভাঁজে কিভাবে বক্স খাট তৈরি করতে হয় সেটি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
আপনাকেও স্বাগতম ভাইজান 💚
রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি বক্স খাট তৈরি করে আমাদের সকলের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের বক্স খাট দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে, শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের সকলের মাঝে বক্স খাট তৈরীর প্রক্রিয়া টি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
ভাইয়া রঙিন কাগজের খাটটি খুবই চমৎকার হয়েছে। দেখে মনে হচ্ছে যে খাটে একটু ঘুমিয়ে নেই। এত সুন্দর লাগছে দেখতে। তাছাড়া খাট তৈরীর প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।
ওয়াও বক্স খাটটা বেশ সুন্দর বানিয়েছেন।এত সুন্দর খাট দেখে আমার তো ঘুম পাচ্ছে। খুবই সুন্দর হয়েছে। ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে
বাহ্ দারুন তো।বক্স খাটের বালিশ এবং চাদরটি আমার কাছে অনেক ভালো লেগেছে। বক্স খাটের মডেল দেখতে খুব সুন্দর লাগছে।ক্রাফট সম্পন্ন করার পদ্ধতি গুলো সুন্দর ভাবে বর্ণনা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
ভাই শরীর পুরো ক্লান্ত আপনার খাটের মধ্যে কি একটু শোয়া যাবে হাহা😁। সুন্দর ছিল ভাই রঙিন কাগজ দিয়ে বানানো এই খাট টি। এবং সবচেয়ে সুন্দর ব্যাপার ছিল খাটের মধ্যে কলম দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করা।
রঙ্গিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি আইডিয়া আমাদের সাথে শেয়ার করেছেন। রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর করে আপনি বক্সখাট তৈরি করেছেন। দেখতে আসলেই অনেক ভালো লাগছে। আর এটা তৈরি করার পদ্ধতি খুবই সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনি আপনার সুন্দর দক্ষতাকে কাজে লাগিয়েছেন।বেশ ভালো লাগলো। রঙ্গিন কাগজ দিয়ে খাটের বক্স তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন।আপনার জন্য শুভকামনা রইল।