মাদক বিক্রি বন্ধ করুন সুন্দর একটি জাতি গড়ুন

in আমার বাংলা ব্লগ10 days ago

আসসালামু আলাইকুম/🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


মাদকদ্রব্য আমাদের সমাজব্যবস্থাকে নিম্নের দিকে নিয়ে যাচ্ছে। সমাজ ব্যবস্থার শান্তি শৃঙ্খলা যেন নষ্ট করার জন্য এই মাদকদ্রব্য অনেকটাই দায়ী। কারণ আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে সুন্দর পরিবেশ তৈরি হতো, সেখানে মাদক সেবনের কারণে সমাজের যুবক থেকে বৃদ্ধরা পর্যন্ত সমাজের প্রতি উদাসীন এবং সমাজ ব্যবস্থা সঠিকভাবে চালানো অনেক কঠিন হয়ে যাচ্ছে। কারণ একটি সমাজের যুবকেরা অনেক বড় ভূমিকা রাখে। কিন্তু মাদক সেবনের কারণে সেই যুবক সমাজ যেন ধ্বংস হয়ে যায়। আর ধ্বংস হয়ে যায় সেই জাতি। তাই মাদক সেবনের কারণে পরিবার থেকে হারিয়ে যায় হাজারো ছেলে মেয়ে। যাদের নেওয়ার কথা ছিলো পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে পরিবারকে এগিয়ে নেওয়া। সেই ছেলেগুলো আজ মাদক সেবা করে পরিবারকে ধ্বংসের মুখে ফেলে দেয়। যার কারণে মাদক সেবনের কারণে পরিবারের শান্তি-শৃঙ্খলা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় হাজারো মা বাবার স্বপ্ন।


bonsai-2910210_1280.jpg

source

আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে। যারা এই মাদক বিক্রেতা বিক্রির সাথে সম্পৃক্ত রয়েছে, আসলে মাদকদ্রব্য বিক্রি না করে অন্য ব্যবসা করেও পরিবারকে চালানো যায়। হয়তো মাদকদ্রব্য বিক্রি করে পরিবারের জন্য অনেক টাকা উপার্জন করে, কিন্তু এই মাদকদ্রব্য যে বিক্রি করে সে যদি চিন্তা করে, যে আমি যে মাদকদ্রব্য বিক্রি করছি। এই মাদকদ্রব্যই আমার ছেলে মেয়ে খাবে এবং তাদের জীবন ধ্বংস হয়ে যাবে। তারা যদি এভাবে নিজের ছেলে মেয়ের কথা চিন্তা করে তাহলে সে আর মাদকদ্রব্য বিক্রি করবে না। এই ব্যবসা ছেড়ে দিয়ে অন্য ব্যবসা করে তার পরিবারকে চালাবে। আসলে মাদকদ্রব্য বিক্রি করাটাই আমার কাছে সবচাইতে বড় অপরাধ মনে হচ্ছে। কারণ সে যদি এই মাদকদ্রব্য বিক্রি না করে, তাহলে কেনার জন্য হাজারো চেষ্টা করলেও এই মাদকদ্রব্য আর পাবে না। আর যখনই সেই মাদকদ্রব্য পাবে না, তখন নিশ্চয়ই এই মাদকদ্রব্য খাওয়া বন্ধ করবে। কারণ মাদকদ্রব্য পাওয়া না গেলে সে কিভাবে এই মাদকদ্রব্য সেবন করবে।


আমাদের সমাজে অনেক মাদক ব্যবসায়ী রয়েছে। তাদের যদি ভালোভাবে বুঝানো হয়, তাদের সন্তান এবং ছেলে মেয়ের কথা দিয়ে, যদি বোঝানো হয় হয়তো তারা এই মাদকদ্রব্য ব্যবসা ছেড়ে দেবে। তারা যদি এই ব্যবসা না ছাড়ে তখন তাদের প্রতি আইনের কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে করে তারা আর এই মাদক ব্যবসা না করতে পারে, কারণ মাদক ব্যবসা যারা করে তারা শুধু মাদক দ্রব্য করেই সমাজটাকে নষ্ট করছে না। তারা পুরো জাতিকে ধ্বংস করে দিচ্ছে, পুরো জাতিকে নিম্নের দিকে নিয়ে যাচ্ছে। কারণ দেশের ভবিষ্যতের প্রজন্ম এই তরুণরা আর এই ভবিষ্যৎ শক্তিকেই নষ্ট করে দিচ্ছে এই মাদক ব্যবসায়ীরা।


তরুণ সমাজকে নষ্ট করার জন্য শুধু মাদক ব্যবসায়ীদের দোষ দেবো না। আমার মতে এই সমাজের কিছু ঔষধের দোকানদাররা রয়েছে, যাদের কারণে ও সমাজে যেন নেশা দ্রব্য সেবনের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কারণ ওষুধ আমাদের নিত্যদিনে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ একটি দ্রব্য, যে ওষুধ খেলে আমরা সুস্থ থাকি। কিন্তু ওষুধের কিছু কিছু দোকানদার রয়েছে। তারা প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ বিক্রি করে থাকে। আর বর্তমানে তরুণরা এতটা খারাপ হয়েছে, তারা এই ঘুমের ওষুধ খেয়ে নেশা করে থাকে। ঘুমের এক মন কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো খেলে ঘুম ভালো হবে, কিন্তু পরিমানে তারা অনেক বেশি খেয়ে ফেলে, আর কিছু সিরাপ রয়েছে এই সিরাপ গুলো খেয়ে তারা নেশার মেতে থাকে।তাই এই ওষুধের দোকানদারদের কঠোরভাবে এই ওষুধগুলো বিক্রি করতে হবে। তাদের প্রেসক্রিপশন ছাড়া একটা ওষুধ বিক্রি করা যাবে না। তাদের টাকার জন্য, বা তারা ব্যবসা ভালো করার জন্য বেশি ঘুমের ওষুধগুলো বিক্রি করে থাকে। যে ওষুধগুলো সমাজের তরুণরা খেয়ে নেশার ঘোরে চলে যায়।


আমাদের সমাজ ব্যবস্থা বা দেশ বা রাষ্ট্রের সকল ওষুধের দোকানদারদের এক নিয়মে চলতে হবে। তারা যেন প্রেসক্রিপশন ছাড়া কখনোই ঘুমের ওষুধ বিক্রি না করে এবং ঘুমের ওষুধ পরিমাণে যেন বেশি বিক্রি না করে। যার কারণে এই ওষুধ দ্রব্য সেবন করে তারা যেন কেউই নেশার ঘরে মেতে না উঠে। আসলে নেশা খুবই খারাপ জিনিস। নেশায় পড়ে গেলে পরিবার ধ্বংস হয়, ধ্বংস হয় সমাজ, ধ্বংস হয় জাতি। যার কারণে জাতিকে রক্ষা করতে হলে এই মাদকদ্রব্য বা নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে রাখতে হবে। যে জাতি মাদক সেবন দ্রব্য থেকে দূরে থাকবে, সেই জাতি উন্নত বেশি হবে। তাই আমাদের সমাজ ব্যবস্থায় প্রত্যেকটা মাদক ব্যবসায়ীদেরকে মাদকদ্রব্য বিক্রি করার বন্ধ করতে হবে। তাহলেই সমাজ ব্যবস্থা মাদক মুক্ত হবে।



তাই আমি মনে করি আমাদের সমাজ ব্যবস্থা বা রাষ্ট্রব্যবস্থার মধ্যে মাদক সেবন গ্রহণ করা বন্ধ করার জন্যই, মাদক ব্যবসায়ীদের আগে এই ব্যবসা বন্ধ করতে হবে। তারা যদি মাদকদ্রব্য বিক্রি না করে, তাহলে কেউ আর এই মাদকদ্রব্য কিনতে পারবেনা। আর কিনতে না পারলে তারা এই মাদকদ্রব্য সেবনও করতে পারবেনা। সেই সাথে প্রত্যেকটা ওষুধের দোকানদারদের সচেতনার সাথে ঔষধ বিক্রি করতে হবে এবং প্রেসক্রিপশন ছাড়া কোন ধরনের ঘুমের ওষুধ বিক্রি করা যাবে না। যার কারণে এই সমাজটা রক্ষা পাবে নেশার ঘোর থেকে। তাই নেশা বা মাদকদ্রব্য থেকে আমরা যদি দূরে থাকি, তাহলেই দেশে এগিয়ে যাবে, এগিয়ে যাবে জাতি, জাতি হবে সুন্দর এবং উন্নতশীল।আর মাদক সেবন বন্ধু করলেই, সুন্দর একটি জাতি গঠন হবে। এই স্লোগান নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, মাদকদ্রব্য বন্ধ করুন, সুন্দর একটি জাতি গড়ুন।🙏🤲🙏

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 10 days ago 

আমাদের দেশ থেকে এ জাতীয় দুর্নীতিমূলক মাদক ব্যবসা কঠিন ভাবে দমন করতে হবে। আমি খেয়াল করে দেখেছি এই মাদকদ্রব্যের জন্য যুবক ছেলেমেয়েরা বেশি ক্ষতিগ্রস্ত হয় আর সেই সাথে ক্ষতিগ্রস্ত হয় দেশের সম্পদ। তাই যত দ্রুত এগুলো দেশ থেকে নির্মূল করা যাবে ততই আমাদের জন্য ভালো।

 10 days ago 

মাদক বিক্রি বর্তমানে অনেক বেড়ে গেছে। আসলে মাদকের ভয়াবহতা দেখলে সত্যি অনেক খারাপ লাগে। কত মেধাবী মানুষ শেষ হয়ে যাচ্ছে এটা দেখে আরো বেশি খারাপ লাগে। কত মায়ের সন্তান মাদকের নেশায় ডুবে যাচ্ছে এটা দেখে সত্যিই অনেক খারাপ লাগে। মাদক বিক্রি বন্ধ হওয়া উচিত।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.028
BTC 76064.81
ETH 2914.44
USDT 1.00
SBD 2.61