🎖টার্গেট ডিসেম্বর সিজন -৩ 💪আমার অংশগ্রহণ//[১০% @shy-fox ]steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝


হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


যত বেশি পাওয়ার আপ তত বেশি ক্ষমতা অর্জন, আর আমি আমার ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আজকে পাওয়ার আপ পোস্ট করলাম।পাওয়ার আপ প্রতিযোগিতায় সিজন-৩ তে আমি ১০ স্টিম পাওয়ার আপ করলাম।এই পাওয়ার আপ প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ,পাওয়ার আপ এর মাধ্যমে আমি আমার স্বপ্নের ট্রিপল ডলফিন পূরণ করবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।🙏🐬🙏


IMG_20230109_140049.jpg

আমি পাওয়ার আপ টার্গেট ডিসেম্বর সিজন-৩ তে আমার লক্ষ্য ১৫,০০০ এসপি মালিক হবো।আমার টার্গেট সবজন-৩ তে আমি ট্রিপল ডলফিন এর মালিক হব। আমার টার্গেট পূরণে জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে পাওয়ার আপ করে যাব। আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিন এবং মডারেটরদের অসংখ্য ধন্যবাদ।এই পাওয়ার আপ প্রতিয়োগীতার আয়োজন করার জন্য 🙏🐬🙏

টার্গেট ডিসেম্বর সিজন-৩ এর পাওয়ার আপ আমি যে ভাবে করেছি তা ধাপে ধাপে উপস্থাপন করছি।

ধাপ-১👇

IMG_20230109_140134.jpg

ধাপ-২👇

IMG_20230109_140202.jpg

ধাপ-৩👇

IMG_20230109_140239.jpg

পাওয়া আপ এর পরিমান
পাওয়ার আপ করার আগে আমার ওয়ালেটে স্টিম ছিল৮৩৫৮. ৫৫৫ স্টিম
আজকে পাওয়ার আপ করলাম১০ স্টিম
পাওয়ার আপ করার পরে আমার ওয়ালেটে স্টিম হলো৮৩৬৮.৫৫৫ স্টিম


আজকে আমি পাওয়ার আপ সিজন-৩ তে ১০ স্টিম পাওয়ার আপ করলাম।এভাবেই আমি প্রতি সপ্তাহে পাওয়ার আপ করে আমার সপ্নের পথে এগিয়ে যাচ্ছি। আশা করি নিয়মিত পাওয়ার আপ এর মাধ্যমে আমি আমার সপ্ন পূরণ করবো।আপনার সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রাখতে পারি।

আমার পরিচয়


IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 years ago 

আমরা পাওয়ার আপকে ভালোবাসি।
সিজন -৩ আপনার জন্য সাফল্যময় হয়ে উঠুক এই কামনা করছি। আপনি ট্রিপল ডলফিন হয়ে যাবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনার এই উদ্যোগ জারি রাখুন।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য পেয়ে আমার খুবই ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 
 2 years ago 

পাওয়ার আপ সিজন-৩ এ অংশগ্রহনের জন্য আপনাকে অভিনন্দন। আশা করি আপনি আপনার লক্ষ্যপুরনে সফল হবেন। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 2 years ago 

পাওয়ার আপ প্রতিযোগিতায় সিজন-৩ তে আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন যা দেখে খুবই ভালো লাগলো। আসলে এই প্লাটফর্মে দীর্ঘদিন ধরে কাজ করতে চাইলে পাওয়ার আপ এর বিকল্প নেই।যতো বেশি পাওয়ার আপ ততো বেশি শক্তি অর্জন করা। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 2 years ago 

ভাইয়া আপনাকে দেখলাম ১০ স্টিম পাওয়ার আপ করে টার্গেট ডিসেম্বর সিজন -৩ তে অংশ গ্রহন করেছেন। প্রতি সাপ্তাহে অল্প অল্প করে পাওয়ার আপ করলেও এক সময় অনেক বড় একটি এমাউন্ট হয়ে যাবে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

খুব শীঘ্রই আপনি ডাবল ডলফিন পার হয়ে যাবেন! আর যে ট্রিফন ডলফিনের টার্গেট নিয়েছেন সেটিও আশা করি পূর্ণ হবে ভাইয়া! পাওয়ার আপের মাধ্যমে আপনার সক্ষমতাও বৃদ্ধি পাচ্ছে!

 2 years ago 

এত সুন্দর ভাবে প্রশংসা করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার দশ স্টিম পাওয়ার দেখে খুব ভালো লাগলো। আপনি সিজন থ্রিতে টার্গেট ১৫ হাজার স্টিম। আশা করি অল্প অল্প করে পাওয়ার আপ করলে আপনার টার্গেটে পৌঁছতে পারবেন। যত বেশি পাওয়ার আপ তত বেশি আমাদের ক্ষমতা। ধন্যবাদ আপনাকে পাওয়ার আপ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার সিজন থ্রি তে ১০ স্টিম পাওয়ার আপ দেখে খুব ভালো লাগলো। আপনার লক্ষ্য ১৫ হাজার স্টিম পাওয়ার আপ। আমাদের সকলের কম বেশি পাওয়ার আপ করা অনেক জরুরী। যত বেশি পাওয়ার আপ বেশি ক্ষমতা। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে পাওয়ার আপ পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 
আসলে যেকোনো কাজে লক্ষ্য স্থির করলে তা অনেকটা সহজ হয়ে যায়। আপনি সিজন -৩ লক্ষ্য স্থির করে ১০ স্টিম পাওয়ার আপ করছেন।আর এভাবে ধারাবাহিকভাবে পাওয়ার আপ এর মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন। এই কামনাই করি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67319.79
ETH 2629.90
USDT 1.00
SBD 2.67