গ্রাম্য মেলায় কিছু মুহূর্ত ও ফটোগ্রাফি
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
কিছুদিন আগে আমি আমার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। অনেকদিন হলো মামার বাড়িতে যাওয়া হয়না। তো মামা বাড়িতে গিয়েছিলাম মামাদের গ্রামে মাহফিলের আয়োজন করা হয়েছিল, আর এই মাহফিলকে কেন্দ্র করেই সকল আত্মীয়-স্বজনদের দাওয়াত করা হয়েছিল। সবাই মিলে একসাথে কিছু মুহূর্ত আমরা উপভোগ করেছিলাম। সেই দিনগুলো অনেক আনন্দের ছিল এবং মাহফিলকে কেন্দ্র করে গ্রাম্য যেন সুন্দর একটি মেলার আয়োজন করা হয়েছিল। এই মেলাতে বিকেল বেলা সকলকে সাথে নিয়ে কিছু মুহূর্ত উপভোগ করেছি। আর সেই মেলার দৃশ্যগুলোর ফটোগ্রাফি করে রেখেছিলাম। আজকে তাই আপনাদের মাঝে ফটোগ্রাফি গুলো শেয়ার করলাম। আশা করছি আজকের ফটোগ্রাফি দেখতে পেয়ে আপনাদের ভালো লাগবে।
গ্রাম্য এই মেলাতে এসে অনেক ভালো লাগলো। মেলার দৃশ্য গুলো আমি দেখতেছিলাম, মেলাটি ছোট করে আয়োজন করা হলেও খুবই সুন্দর ভাবে সাজানো গোছালো ছিল। মেলাতে দেখতে পেলাম নাগরদোলা এসেছে, আর এই নাগরদোলাতে গ্রামের ছেলেমেয়েরা ওঠার জন্য ভিড় জমিয়েছে। দৃশ্যটি দেখে ভালই লাগলো।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
ফসলের মাঠের মাঝখানে এই মাহফিলের আয়োজন করা হয়েছিল। মাহফিলটি খুবই সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। আর এই মাহফিলের পেছনের দিকেই মেলার আয়োজন করা হয়েছে, দূর থেকে মেলার এই দৃশ্য দেখতে পেয়ে অনেক ভালো লাগতেছিল। তাই আমি মেলার ভিতরে আসলাম। এসে দেখতে পেলাম সকলেই মোটামুটি আমার পরিচিত মানুষ ছিল।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
মেলার ভিতরে এসে দেখতে পেলাম ফরমান নানা। এই মানুষটি ছোটবেলা থেকেই দেখতে পাচ্ছি সে জিলাপি বানিয়ে বিক্রি করে থাকে গ্রামের ছোট ছোট মেলা গিয়ে গুড়ের জিলাপি বানায় আর তার হাতের এই গুড়ের জিলাপি অনেক বেশি মজাদার। আসলে আগে যখন মামা বাড়িতে আসলাম তখনই এই মানুষটি আমাদের জন্য জেলাপি নিয়ে আসতো, আসলে নানাদের গ্রামের মানুষ যার কারণে আমরাও তাকে নানা বলে ডাকতাম। সে খুবই ভালো জিলাপি বানায় আর এই মানুষটির বয়স পৌঁছানব্বই থেকে ১০০ বছরের কম নয়। তাও যেন এখনো জিলাপি বানিয়ে যাচ্ছেই।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
তারপরে দেখতে পেলাম আমার পরিচিত এক ছোট ভাই। সে মেলাতে পানের দোকান দিয়েছে। আর তার পানের দোকানে অনেক রকমের আইটেম আমি দেখতে পেলাম। মিষ্টি পানের চাহিদা গ্রাম অঞ্চলে অনেক বেশি। যার কারণে তার মিষ্টি পানের দোকানের দৃশ্যটি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আর সে বিভিন্ন ভাবে মজাদার এই পান বিক্রি করে থাকে।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
তেলে ভাজা বড়া সকলেই খেতে খুবই পছন্দ করে। যার কারণে এই গরম গরম বড়া ভাসতে দেখতে পেয়ে আমি সেখানে এসে বসলাম। তার হাতের এই মজাদার বড়া রেসিপি কেনার জন্য। সে খুবই সুন্দরভাবে তেলের ভিতর ডাউলের এই বড়াগুলো বানাচ্ছিলো। তারপর গরম গরম এই বড়া যখনই হয়ে গেল তখনই আমি কিছু কিনে মামার বাড়ির দিকে রওনা দিলাম। কারণ মামা তো অনেক ভাই বোন ছিল ওদের জন্যই আমি কিনে ছিলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi Note 6 Pro |
---|---|
ধরণ | ফটোগ্রাফি। |
ক্যামেরা.মডেল | Note 6 Pro |
ক্যাপচার | @rayhan111 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
এরকম গ্রাম্য মেলা ভ্রমন করার মধ্যে রয়েছে অনাবিল আনন্দ। গ্রাম্য মেলার অত্যন্ত সুন্দর সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। একই সাথে গ্রাম্য মেলার প্রত্যেকটি ফটোগ্রাফির খুবই সুন্দর বর্ণন উপস্থাপন করেছেন। খুবই ভালো লাগলো আপনার লেখাগুলো পড়ে।
গ্রাম্য মেলার খুব সুন্দর কিছু ফটোগ্রাফি এবং সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। জিলাপি দাদুর তো অনেক বয়স হয়েছে। আপনারা ছোটবেলা থেকে উনাকে জিলাপি বানাতে দেখছেন। জিলাপি গুলো দেখে তো খেতে ইচ্ছে করছে। গ্রাম্য মেলার মুহূর্ত গুলো দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মেলার সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য।
আমাদের এইদিকেও বেশ কয়েকদিন আগে গ্রাম্য মেলা বসেছিল। গ্রাম্য মেলাগুলো ছোট পরিসরে হলেও বেশ গোছানো হয়। আপনার মামার বাসায় গিয়ে ওয়াজ মাহফিল কে কেন্দ্র করে যে মেলা বসেছিল সেখানে দেখতেছি ভালোই সময় উপভোগ করেছেন। কিছু ফটোগ্রাফিও শেয়ার করেছেন যেগুলো দারুন ছিল। মেলায় কাটানো অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।
মাহফিলের মেলাতে কেন্দ্র করে অনেক সুন্দর ফটো ধারণ করেছেন আপনি। মাহফিলের মেলাতে বিভিন্ন রকমের নিত্যপ্রয়োজনীয় জিনিসের পাশাপাশি খাবারের দোকানগুলো বেশ মেতে ওঠে। আমার কাছে অনেক ভালো লাগে এমন সুন্দর সুন্দর মেলা ভ্রমন করতে। যেখানে খাবার জিনিস সহ অনেক কিছু কিনতে পারা যায় সহজে।
ভাইয়া দারুন একটি বিষয় নিয়ে আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন। ছোটবেলা থেকে শুধু শুনে আসছি গ্রামের মেলাগুলোতে অনেক আনন্দ হয়। অনেক কিছু দেখতে ও মজার মজার খাবার কিনতে পাওয়া যায়। কিন্তু কখনো দেখার সৌভাগ্য হয়নি। আজ আপনার গ্রামের মেলার খাবার গুলো দেখে বেশ ভালো লাগলো। বিশেষ করে মিষ্টি মসলার পান দেখে খেতে খুব লোভ লাগছে।
গ্রাম্য মেলায় কিছু মুহূর্ত ও ফটোগ্রাফি শেয়ার করেছেন। আসলে গ্ৰামীণ প্রকৃতি এবং গ্ৰামীণ মেলা গুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। শীতকাল আসলেই যেন গ্ৰামে পিঠা খাওয়ার এবং মেলার ধুম পড়ে যায়। আপনার ফটোগ্ৰাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে
https://x.com/rayhan111s/status/1882715118523617368?t=F5VT_UUKJSpR_FJwwyrWdQ&s=19
ভাইয়া মাহফিল হলে অনেক জায়গাতে গ্রাম্য মেলায় বসে। আর এসব মেলাতে গেলে অনেক ভালো লাগে। আর আপনি দেখছি গ্রাম্য মেলা থেকে চমৎকার ফটোগ্রাফি করেছেন। সত্যি আপনার এক একটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। চমৎকার ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।