গল্প: ভালোবাসার শেষ পরিণতি//শেষ-পর্ব

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


প্রকৃত ভালবাসাগুলো কখনোই হারিয়ে যায় না। এই প্রকৃত ভালোবাসা গুলো হৃদয়ের মাঝে থেকে যায় সারাটা জীবন। হয়তো ভালোবাসার সেই প্রিয় মানুষটি থাকে না, কিন্তু তার স্মৃতিগুলো বুকের ভিতর যেন রেখে যায় সারাটা জীবন। আর এই ভালোবাসার প্রিয় মানুষটাকেই যেন কখনো ভোলা যায় না। হৃদয়ের অনুভুতি থেকেই ভালোবাসার জন্ম, আর সেই হৃদয়ে যেন ভালোবাসার প্রিয় মানুষটির জন্য অনেক জায়গা এবং অনেকটা দূরে ভালোবাসার সেই প্রিয় বসবাস করে।তো বন্ধুরা মানিক ভাইয়েরও ঠিক তেমনি হয়েছিল, তার কাছে সেই প্রিয় মানুষটি ছিল না কিন্তু ভালোবাসায় ভরা ছিল তার হৃদয়, সেই প্রিয় মানুষটির জন্য। আসলে ভালোবাসার অনুভূতি এবং ভালোবাসার প্রিয় মানুষকে কখনোই ভোলা যায় না। যদি সেটি প্রকৃত ভালোবাসা হয়।


সাবিহা আপু আর মানিক ভাই যখন শেষ দেখা করেছিল, তখন সাবিহা আপু মানিক ভাইকে বলেছিল তারা পালিয়ে যাবে অন্য কোথাও, যেখানে তাদের ভালোবাসার বাধা হয়ে কেউ দাঁড়াবে না। কিন্তু মানিক ভাই তাদের পরিবার এবং মানিক ভাই পরিবারের বড় ছেলে ছিল, যার কারণে পরিবারে দায়িত্ব তার কাধে ছিল। সে এই কাজটি করতে পারেননি পরিবারের দায়িত্বের কাছে তার ভালোবাসাকে বিসর্জন দিয়েছিল। সাবিহা আপু যখন বাড়ি গিয়ে তার বাবাকে আবার বললো, তার বাবা তখন তাদের আত্মীয়র ভিতরে জোর করে বিয়ের ব্যবস্থা করল। আর এই বিয়ে হয়ে যাওয়ার খবরটা যখন মানিক ভাই শুনতে পেল, মানিক ভাইয়ের যেন বুকের ভিতর থেকে তার হৃদয়টা বেরিয়ে আসতে লাগলো।অনেক বেশি কষ্টের সেদিন পাথরের মত হয়ে গিয়েছিল।


guy-2617866_1280.jpg

source

অর্থ সম্পদের কাছে হেরে যায় সেদিন প্রকৃত ভালোবাসা। মানিক ভাই যদি সেদিন বড়লোকের কোন সন্তান হতো, তাহলে ঠিকই সাবিহা আপু সাথে তার বিয়ে হতো, আর এই অর্থ সম্পদের কারণেই মানিক ভাই সেদিন তার প্রকৃত ভালোবাসাকে হারিয়ে ফেলে। হারিয়ে ফেলে প্রিয় মানুষটিকে।আসলে এভাবে প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা অনেক কঠিন। প্রিয় মানুষকে কখনোই ভুলা যায় না। তারপরে যখন প্রিয় মানুষটি হৃদয়ে জায়গা করে নেয় এবং সারাটা জীবন তার কাছে থাকার কথা দেয়। সেই প্রিয় মানুষটি যখন হারিয়ে যায় তখন যেন অন্যরকম মানুষের মন মানসিকতা হয়ে যায়। সাবিহা আপুর বিয়ে হয়ে যাওয়ার পরে মানিক ভাই অনেকদিন যেন কারো সাথে কোন কথা বলে নেই। যেন একদম নিচু হয়ে গেল, একা একাই থাকতো কারো সাথেই মিশতো না।


সাবিয়া আপু যখন বিয়ে হয়ে যায় তারও অনেক কষ্ট হয়। সে কারো সাথে কথা বলেনি, তবে আস্তে আস্তে সে ঠিক হয়ে যায়। তার হাজবেন্ডের সাথে মানিয়ে নিয়েছে এবং তাদের একটি বাচ্চাও হয়েছিল বিয়ের ২ বছর পরেই এবং তারা অন্য কোথাও সেটেল হয়েছিল, ঠিক ভালো ভাবেই তাদের জীবন চলতেছিল। মানিক ভাইকে যেন তার হৃদয় থেকে বের করে না দিলেও মনের মধ্যে তার স্বামী সন্তাত জায়গা করে নিয়ে ছিলো।এভাবেই সাবিহা আপুর জীবনটা চলতেছিল। অন্যদিকে মানিক ভাই তাদের পরিবারের দায়িত্ব কাধে নিয়ে, সে পরিবারকে দেখাশোনা শুরু করে দেয়। এবং মানিক ভাইয়ের একটি সরকারি চাকরিও হয়। কারণ ভাই অনেক ভালো স্টুডেন্ট ছিল। সে সরকারি চাকরি পাওয়ার পরে তার পরিবারের পুরো দায়িত্ব নিয়ে নেয়, পরিবারের তখন ভালোভাবে চলতেছিলম কিন্তু মানিক ভাইয়ের মনের ভিতরে যেন সেই সাবিহা আপুই রয়েছে। সব সময় তার কথাই ভাবতো, কারো সাথে আর আগের মতো মিশতো না।একা একাই থাকতো,সাবিহা আপুকে মানিক ভাই কখনোই ভুলতে পারিনি।


sad-4209944_1280.jpg

source

মানিক ভাই যখন সরকারি চাকরি পেল, তার কিছুদিন পরেই পরিবার থেকে বিয়ের কথা বলতেছিল, কিন্তু মানিক ভাই বিয়ে করবে না বলে দিয়েছিল। মানিক ভাইয়েরকে অনেক বড় বড় পরিবার থেকে বিয়ের অফার করা হয়। গ্রামে ধনী ব্যক্তিরাও তাদের মেয়েদের তখন অনেকেই মানিক ভাইয়ের সাথে বিয়ে দিতে চাই। কিন্তু মানিক ভাই তখন বলছিলো আমি আর বিয়ে করব না, কারণ যাকে মনের ভিতর জায়গা দিয়েছি, সেই জায়গায় আমি অন্য কাউকে বসাতে পারবো না। এখন পর্যন্ত মানিক ভাই কাউকে বিয়ে করেনি। তার বয়স অনেক হয়ে গিয়েছে,তারপরেও যেন তার মনের ভিতর সাবিহা আপুকে রেখে দিয়েছে। সেই জায়গায় অন্য কাউকে বসাতে চায় না।


ভালোবাসার শেষ পরিনত হিসেবে মানিক ভাই এখনো সেই প্রিয় মানুষটিকে মনের ভিতর রেখে,এভাবেই জীবন পার করে দিচ্ছে। সে নতুন করে কাউকে জীবনসঙ্গী করে নেবে না। কারণ তার হৃদয়টা জুড়েই রয়েছে সাবিহা আপু। তাই সে এখন পর্যন্ত বিয়ে করেনি, আর বিয়ে করবে না বলে কথা দিয়েছে। আসলে হৃদয়ের গভীর থেকে যাকে ভালোবাসা যায়, তাকে কখনোই ভুলা যায় না।মানিক ভাইয়ের হৃদয়টা জুড়ে সাবিহা আপু রয়েছে। তাই সে নতুন করে হৃদয়ে কাউকে জায়গা করে দিতে চায়না। আসলে প্রকৃত ভালোবাসা গুলো এরকমই। হৃদয়ের গভীরে সারাটা জীবন তাকে নিয়ে এবং কল্পনা করেও যেন জীবনটা পার করে দেওয়া যায়।🙏🤲🙏

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 last year 

অর্থ সম্পদ আর দায়িত্বের কাছে হেরে গেল মানিক ভাইয়ের ভালোবাসা। সমাজের দিকে চোখ দিলে দেখা যাবে যে হাজারো মানিক ভাই শুধু এই কারন গুলোর জন্য তাদের ভালোবাসা কে ত্যাগ করতে বাধ্য হয়। আজ যদি মানকি ভাইয়ের অর্খ থাকতো তাহলে সে সাবিহা কে চেয়ে নিতে পারতো । আর যদি মানিক ভাইয়ের দায়িত্ব না থাকতো তাহলে সে সাবিহা কে নিয়ে দূরে কোথাও যেয়ে বাসা বাধঁতে পারতো।

 last year 

ছেলেরা চাইলেই বিয়ে না করার সিদ্ধান্ত নিয়ে জীবন পার করতে পারে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এমন করা সম্ভব হয় না। তাই তো সেদিন সাবিহাকে বিয়ে করতেই হলো। আর মানিক ভাই পরিবারের দায়িত্ব নিতে গিয়ে ভালোবাসার মানুষকে হারিয়ে সারা জীবন একাই কাটিয়ে দিলো। বাস্তবতা বেশ কঠিন। বাস্তবতার কাছে একটি সত্যিকারের ভালোবাসা হেরে গেলো।

Posted using SteemPro Mobile

 last year 

আসলে কিছু কিছু ভালোবাসা এরকমই হয়। ভালোবাসার মানুষকে কখনোই ভুলা সম্ভব হয় না। আর যদি হয় একেবারে মনের গভীর থেকে ভালোবাসা, তাহলে তো তাকে ছাড়া অন্য কাউকে মনে জায়গা দেওয়া একেবারেই সম্ভব না। মানিক ভাই সাবিহা আপুকে অনেক বেশি ভালোবাসতো তাইতো তিনি অন্য কাউকে নিজের জীবনে মেনে নিতে পারবে না বলে, বিয়ে করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। প্রকৃত ভালোবাসা সব সময় এরকম হয় বলে আমি মনে করি। ভালোবাসার এরকম শেষ পরিণতি থেকে অনেক খারাপ লেগেছে। ভালোবাসাটা অপূর্ণ থেকে গেলে খারাপ লাগে।

 last year 

আসলে কিছু কিছু ভালোবাসার শেষ পরিনতি এমন হয় যে, যেগুলো মেনে নেওয়া একেবারেই যায় না। যারা সত্যি কারের ভালোবাসা তারা ভালোবাসার মানুষটাকে ছাড়া অন্য কাউকে নিজের করে পেতে চায় না এবং সেই ভাবনাও করেনা। সেই মানুষগুলো ভালোবাসার মানুষটাকে না ফেলেও অন্য কাউকে নিজের করে নেয় না। তারা বিয়ে না করার প্রতিজ্ঞা নেই। সাবিহা আপু অন্য কারো হয়ে গেলেও মানিক ভাইয়ের মনে সারা জীবন থেকে যাবে।

 last year 
 last year 

প্রকৃত ভালোবাসার মানুষের জায়গাতে অনন্য কাউকে দেওয়া যাই নাহ।মানিক ভাই তাই তার ভালোবাসাকে নিজের মধ্যে টিকিয়ে রেখেছেন।সত্যিকারের ভালোবাসা এমনি হয়।

 last year 

অনেক সুন্দর একটি গল্প আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার গল্পের পর্বটি খুবই সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সত্যি সাবিহা আপুর জন্য মানিকের সত্যিকারের ভালোবাসা আমাদের সকলের মনটাকে বেশ নাড়িয়ে দিয়েছে। আসলে আমাদের সমাজে এ ধরনের অনেক মানিক আছে যাদের সত্যিকারে ভালোবাসা টাকা-পয়সার কাছে হেরে যায়। যাহোক খুবই সুন্দর একটি গল্পের শেষ পর্বটি পড়তে পেরে আমি বেশ আনন্দিত।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.028
BTC 55971.81
ETH 2362.70
USDT 1.00
SBD 2.32