স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম/🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। স্বাধীনতা অর্জন করতে হলে রক্তের মধ্যে দিয়ে অর্জন করতে হয়। হাজারো ত্যাগ স্বীকার করতে হয়। আর এই ত্যাগ স্বীকার করার মধ্যে দিয়েই স্বাধীনতা অর্জন হয়। স্বাধীনতাকে অর্জন করলেই শুধু শেষ হয় না দায়িত্ব, স্বাধীনতাকে বাঁচিয়ে রাখতে হবে, স্বাধীনতাকে রক্ষা করার মধ্যে দিয়ে যেন এই স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। তাই স্বাধীনতা অর্জন করার পরেই আমরা যদি স্বাধীনতাকে রক্ষা না করি এবং আমরা সকলেই যদি নিজের স্বাধীনতা দিয়ে আনা এই দেশটাকে রক্ষা করতে না পারি, তাহলে সেই স্বাধীনতার কোন দাম নেই। স্বাধীনতা অর্জন করতে হাজারো মানুষ শহীদ হয়েছে, তাদের রক্তে কেনা এই স্বাধীনতা যেন বৃথা না যায় সেদিকে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আর এই শহীদদের রক্তের মূল্য আমরা দিতে পারবো না যদি আমরা স্বাধীনতাকে রক্ষা করতে না পারি। স্বাধীনতা অর্জন করেছি রক্তের বিনিময়ে কিন্তু আমরা যদি সেই স্বাধীনতাকে রক্ষা করতে না পারি তাহলে আমরা ব্যর্থ জাতি। আমরা মেরুদণ্ডহীন জাতি। তাই স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আর স্বাধীনতার রক্ষা করতে হলে পুরো প্রজন্মকে সত্যের মুখে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে।


patriot-1019844_1280 (2).jpg

source

আমরা স্বাধীন দেশের নাগরিক। স্বাধীন দেশে বসবাস করছি। আর এই স্বাধীনতা অর্জন করেছি লাখো শহীদের রক্তের বিনিময়ে। সেই দেশে যদি আমরা স্বাধীন ভাবে চলাচল করতে না পারি, সেই দেশে যদি আমরা স্বাধীনভাবে কথা বলতে না পারি, তাহলে এই স্বাধীনতা অর্জন করা চাইতে পরাধীনতাই ভাল ছিল। আসলে স্বাধীনতা আমাদের এনে দিয়েছিল আমার ভাইদের রক্তের বিনিময়ে। সেই রক্ত যেন আমরা আজ মূল্য দিতে পারছি না। যদি আমরা সেই রক্তের মূল্য দিতে পারতাম, তাহলে আমরা মেরুদণ্ডহীন জাতি হয়ে বেঁচে থাকতাম না। আমরা স্বাধীনতারকে রক্ষা করতে পারতাম। আসলে আমরা স্বাধীনতা রক্ষায় করতে পারছি না। কিসের স্বাধীনতা আমরা অর্জন করলাম। যে স্বাধীনতা আমাদের এখনো মুক্তি দিতে পারছে না। আমরা যেন এখনো পরাধীন ভাবে বেঁচে রয়েছি, এই পৃথিবীর মাঝে।


আসলে একটা স্বাধীন রাষ্ট্রের জনগণ যখন স্বাধীনতা রক্ষা করতে পারে না, তারা যেন পুরোপুরি স্বাধীনতা ফিরে পায় না। তাদের যদি এখনো স্বাধীন রাষ্ট্রের জন্মগ্রহণ করেও পরাধীন ভাবে বেঁচে থাকতে হয়। তারা যদি কথা বলার অধিকার না পায়, তাদের যদি মৌলিক অধিকারগুলো ফিরে না পায়। তাহলে সেই জাতির মত নির্লজ্জতা আর কোথাও নেই। সেই জাতি যেন নিজের কাছে নিজে নির্লজ্জভাবে বেঁচে থাকে। তাহলে কিসের স্বাধীনতা আসলো, যে স্বাধীনতা দেশের জনগণকে মুক্তি দিতে পারছে না। তাই স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। তাই স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করার দিকে আমাদের বেশি এগিয়ে আসতে হবে এবং এই স্বাধীনতা রক্ষা করতে আমাদের কাজ করতে হবে। তাই প্রত্যেকটা মানুষকেই এই স্বাধীনতা রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে এবং তাকে সত্যের দিকে এগিয়ে আসতে হবে। স্বাধীনতা রক্ষা করতে হলে সত্যের পথে এগিয়ে আসার কোন বিকল্প নেই। সত্যের পথে এগিয়ে আসলেই স্বাধীন রক্ষা পাবে।



আমরা মেরুদন্ডহীন হয়ে বেঁচে থাকতে চাই না। চোখের সামনে অন্যায় দেখলে সে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। শুধু অন্যায় চোখের সামনে দেখে শেষ নয়। মেরুদণ্ডহীন জাতির কাজ মুখ বুজে মেনে নেয়া। তাই অন্যায় দেখব আমাদের প্রত্যেকেরই বিবেক বুদ্ধি রয়েছে, কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা আমরা নিজেরাই বিচার করে নেবো।আমরা বিবেক বুদ্ধি দিয়ে বিচার করব। কোনটা অন্যায় কোনটা ন্যায়। সেই দিকটা খেয়াল করে অধিকার আদায়ের লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাব। আমরা স্বাধীনতাকে এভাবে রক্ষা করব ইনশাআল্লাহ। তাহলেই বিজয় আসবে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত নিজের বিবেক বুদ্ধি দিয়ে বিচার করা।সত্যের পথে এগিয়ে যাওয়া। এভাবেই স্বাধীনতাকে রক্ষা করা। আর স্বাধীনতাকে রক্ষা করলেই পুরো জাতি রক্ষা পাবে, রক্ষা পাবে দেশের শান্তি, দেশের মানুষের জীবন।🙏🤲🙏


আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 months ago 

বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে হয়তো অনেক কথাই বলতে ইচ্ছে করে। কিন্তু অনেক সময় বলতে গিয়েও আর বলা হয় না। সত্যি ভাইয়া স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন ছিল তেমনি স্বাধীনতা রক্ষা করা আরো বেশি কঠিন হয়ে পড়েছে।

স্বাধীনতা রক্ষা করা প্রকৃতপক্ষে এটি অর্জনের চেয়ে বেশি চ্যালেঞ্জিং। আমাদের অবশ্যই সজাগ থাকতে হবে এবং আমাদের অধিকার ও স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যেতে হবে। আসুন আমরা যারা ন্যায়, সাম্য ও গণতন্ত্রের মূল্যবোধকে সমুন্নত রেখে আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছেন তাদের আত্মত্যাগকে সম্মান করি। ভালো বলেছেন রায়হান।

 2 months ago 

ঠিক বলেছেন ভাইয়া স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন। তা আমরা হাড়ে হাড়ে বুঝতে পারছি।দেশ স্বাধীন হওয়ার পরের দেশের মানুষগুলোর কোনো স্বাধীনতা নেই।ধন্যবাদ ভাইয়া পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 months ago 

ভাইয়া আপনি একদম ঠিক কথা বলেছেন স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা সব থেকে কঠিন। আপনি আমাদের বর্তমান অবস্থার একদম মূল কথা তুলে ধরেছেন,যা শুনে আসলে অনেক ভালো লাগছে। বর্তমানে বাংলাদেশের যে অবস্থা তা দেখে আমি ভাষা হারিয়ে ফেলেছি। দোয়া করবেন আমাদের স্বাধীনতা যেন আমরা রক্ষা করতে পারি, আপনার জন্য শুভকামনা রইল।

 2 months ago 

অনেক সুন্দর লিখেছেন সত্যিই তো ভাইয়া স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। লাখো শহিদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। তবে সেই স্বাধীনতা যদি আমরা রক্ষা করতে না পারি তারচেয়ে কষ্টের আর কিছু নেই। সত্যি আমাদের সবার উচিত অন্যায়ের প্রতিবাদ করা। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।

 2 months ago 

একদম ঠিক কথা বলেছেন ভাইজান। স্বাধীনতা বলতে মানুষের সর্বজনীন স্বাধীন ভাবে চলাফেরার অধিকার। আর শেষ স্বাধীনতা রক্ষা করাটা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। কারন সেই স্বাধীনতা যদি ধরে রাখতে না পারা যায় তাকে পরাধীন বলে। কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যায় যেন স্বাধীনতা পেয়েছি কিন্তু স্বাধীনতার সেই সুবিধা পাওয়া যায় না। তাই আমাদের স্বাধীনতাটাকে রক্ষা করতে হবে যে স্বাধীনতা আপনার আমার সবাইকে মুক্ত ভাবে শৃঙ্খলার মধ্যে চলার সুযোগ দিবে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62804.67
ETH 2444.00
USDT 1.00
SBD 2.71