💖 ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস 🇧🇩🌷//আমরা বাংলা ব্লগ //[10% Beneficiaries @shy-fox]🌺🌹

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বসবাস করি।

আজ মহান বিজয় দিবস। বিশ্বের বুকে বাংলাদেশ নামে নতুন একটি রাষ্ট্রের জন্ম হয়। এই ১৬ ডিসেম্বরে দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে এক সাগরের রক্তের বিনিময়ে অর্জিত হয় এই বাংলাদেশ। বাংলাদেশের আজ জন্মদিন, নতুনভাবে বিশ্বের বুকে নাম লেখা বাংলাদেশ। এই দিনটি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য খুশির দিন, আনন্দের দিন। এই দিনে বাঙালিরা মুক্তি পায়।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের বুকে বাংলাদেশ নামে নতুন একটি রাষ্ট্রের জন্ম হয়। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত হয় বাংলাদেশ।বিশ্বের মানচিত্রে বুকে লাল সবুজের পতাকার জন্ম হয়। এই দিনটি বাঙ্গালীদের জন্য খুবই আনন্দের দিন।

💖 ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস 🇧🇩

আজ মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর। বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরই সিরাজগঞ্জের সেখ সামসুদ্দিন স্টেডিয়ামে কুচকাওয়াজের আয়োজন করা হয়। কুচকাওয়াজের সাথে থাকে সুন্দরভাবে মুক্তিযুদ্ধের অভিনয় ডিসপ্লে, এগুলো দেখে আমার খুবই ভালো লাগে। তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে আসলাম।

1639641951-picsay.jpg

শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে কুচকাওয়াজে অংশ নিয়েছিল ৩৭টি স্কুলের এবং কলেজের শিক্ষার্থীরা।

সেখান থেকে আমি কিছু কুচকাওয়াজের ফটোগ্রাফি ও ডিসপ্লের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করছি।

💖ফটোগ্রাফি ১🇧🇩👇

আমি প্রথমে আপনাদের মাঝে শেয়ার করলাম সিরাজগঞ্জের সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের কুচকাওয়াজের ফটোগ্রাফি।

IMG_20211216_141007.jpg

স্থানঃশহীদ শামসুদ্দিন স্টেডিয়াম সিরাজগঞ্জ,বাংলাদেশ।
অবস্থানঃ https://w3w.co/reproached.motive.doubly

💖ফটোগ্রাফি ২🇧🇩👇

সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজের ফটোগ্রাফি

IMG_20211216_141230.jpg

স্থানঃশহীদ শামসুদ্দিন স্টেডিয়াম সিরাজগঞ্জ,বাংলাদেশ।
অবস্থানঃ https://w3w.co/reproached.motive.doubly

💖ফটোগ্রাফি ৩🇧🇩👇

সিরাজগঞ্জের শহীদ মডেল স্কুলের ক্যাডেট ব্যাচ এর শিক্ষার্থীদের কুচকাওয়াজের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20211216_141126.jpg

স্থানঃশহীদ শামসুদ্দিন স্টেডিয়াম সিরাজগঞ্জ,বাংলাদেশ।
অবস্থানঃ https://w3w.co/reproached.motive.doubly

💖ফটোগ্রাফি ৪🇧🇩👇

সিরাজগঞ্জের ইসলামিয়া কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজের ফটোগ্রাফি তাদের পোশাক ছিল সাদা, দেখতে খুবই ভালো লাগছিল।

IMG_20211216_141028.jpg

স্থানঃশহীদ শামসুদ্দিন স্টেডিয়াম সিরাজগঞ্জ,বাংলাদেশ।
স্থানঃ সিরাজগঞ্জ, বাংলাদেশ।
অবস্থানঃ https://w3w.co/reproached.motive.doubly

💖ফটোগ্রাফি ৫🇧🇩👇

৩৭ টি স্কুল এবং কলেজের কুচকাওয়াজে যারা বাদ্যযন্ত্র বাজিয়ে উৎসাহিত করেছে।সর্বশেষে তাদের কুচকাওয়াজ দেখতে পেলাম।

IMG_20211216_140951.jpg

স্থানঃশহীদ শামসুদ্দিন স্টেডিয়াম সিরাজগঞ্জ,বাংলাদেশ।
অবস্থানঃ https://w3w.co/reproached.motive.doubly

💖ফটোগ্রাফি ৬🇧🇩👇

মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে কানায় কানায় মানুষের সমাহার দেখতে পেলাম।

IMG_20211216_140907.jpg

স্থানঃশহীদ শামসুদ্দিন স্টেডিয়াম সিরাজগঞ্জ,বাংলাদেশ।
অবস্থানঃ https://w3w.co/reproached.motive.doubly

কুচকাওয়াজের পর্ব শেষ হওয়ার, পরে শিক্ষার্থীরা শহীদদের স্মরণে তাদের অভিনয় করে মুক্তিযুদ্ধের চেতনাকে আমাদের মাঝে ডিসপ্লের মাধ্যমে উপস্থাপন করলো।

ডিসপ্লের মাধ্যমে বাংলাদেশের জন্ম কিভাবে হল, কিভাবে শহীদ হলো। এই দৃশ্যগুলো ফুটে ওঠে। এই ডিসপ্লে গুলো দেখতে খুবই ভালো লাগে এবং ডিসপ্লে গুলো দেখলেই মনে পরে যায় সেই মুক্তিযুদ্ধের কথা।

💖ফটোগ্রাফি ৭🇧🇩👇

ডিসপ্লে অংশগ্রহণ করছে সিরাজগঞ্জের সরকারি কলেজের শিক্ষার্থীরা। তারা লাল-সবুজের সুন্দর শাড়ি পরে। বিজয় গানের নৃত্য পরিবেশন করলো।

IMG_20211216_140725.jpg

স্থানঃশহীদ শামসুদ্দিন স্টেডিয়াম সিরাজগঞ্জ,বাংলাদেশ।
অবস্থানঃ https://w3w.co/reproached.motive.doubly

💖ফটোগ্রাফি ৮🇧🇩👇

সিরাজগঞ্জের সালেহা ইসহাক গার্লস স্কুলের বালিকারা শেখ হাসিনার উন্নয়নে বাংলাদেশের আশ্রয় কেন্দ্র করা হয়েছে গরিবদের জন্য। এই ডিসপ্লেটি উপস্থাপন করলো।

IMG_20211216_140708.jpg

স্থানঃশহীদ শামসুদ্দিন স্টেডিয়াম সিরাজগঞ্জ,বাংলাদেশ।
অবস্থানঃ https://w3w.co/reproached.motive.doubly

💖ফটোগ্রাফি ৯🇧🇩👇

সিরাজগঞ্জের ভিক্টোরিয়া স্কুলের শিক্ষার্থীরা গ্রামের সেই কৃষকদের মাঠে মাটি কাটার দৃশ্য এবং তাদের স্ত্রীরা ভাত নিয়ে যাওয়া এবং পাখা নিয়ে বাতাস করার ডিসপ্লেটি উপস্থাপন করলো।

IMG_20211216_140650.jpg

স্থানঃশহীদ শামসুদ্দিন স্টেডিয়াম সিরাজগঞ্জ,বাংলাদেশ।
অবস্থানঃ https://w3w.co/reproached.motive.doubly

💖ফটোগ্রাফি ১০🇧🇩👇

মুক্তিযুদ্ধের সময় রাজাকারদের সাহায্য নিয়ে পাকিস্তানি বাহিনীর বাঙ্গালীদের উপরে ঝাঁপিয়ে পড়ে। এই দৃশ্যটি উপস্থাপন করেছে সৃষ্টি স্কুল এন্ড কলেজ সিরাজগঞ্জ এর শিক্ষার্থীরা।

IMG_20211216_165259.jpg

স্থানঃশহীদ শামসুদ্দিন স্টেডিয়াম সিরাজগঞ্জ,বাংলাদেশ।
অবস্থানঃ https://w3w.co/reproached.motive.doubly

💖মহান মুক্তিযুদ্ধের 🇧🇩👇

ডিসপ্লের মাধ্যমে মুক্তিযুদ্ধের দৃশ্য গুলো এবং কিভাবে স্বাধীন হয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাঙালিরা যে যেভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল ডিসপ্লেটি সম্পূর্ণ ফুটিয়ে তুলেছে সিরাজগঞ্জে সরকারি কলেজের শিক্ষার্থীরা। তাই আমি কিছু অংশ ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশাকরি ভিডিওটি আপনারা দেখবেন।

স্থানঃশহীদ শামসুদ্দিন স্টেডিয়াম সিরাজগঞ্জ,বাংলাদেশ।
অবস্থানঃ https://w3w.co/reproached.motive.doubly

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙ্গালীদের মুক্তির দিবস। এই দিবসটি প্রতিটা বাঙালির জন্য আনন্দের দিন। এই দিনটির জন্য দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে এক সাগরের রক্তের বিনিময়ে বিশ্বের মানচিত্রে বুকে বাংলাদেশের পতাকা স্থান পেয়েছে। তাই সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। তাদের আমরা কোনদিনও ভুলব না। তারা আমাদের এই হৃদয়ে থাকবে চিরকাল।

new.gif

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণ💖 ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস 🇧🇩🌷
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 years ago 

দেখতে দেখতে স্বাধীনতার ৫০ টি বছর পার হয়ে গেলো। আজকের এইদিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ সকে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি যাদের প্রাণের বিনিময়ে এই বাংলাদেশ নামক স্বাধীন ভূখণ্ড পেয়েছি। আপনি কুচকাওয়াজের কিছু সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। বেশ ভালো লেগেছে। ফাইনালি ভিডিওটা খুব ভালো লেগেছে। ধন্যবাদ

 2 years ago 

আপনার মতামতের জন্য ধন্যবাদ

 2 years ago 

প্রথমেই জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
খুব সুন্দর করে আজকের দিনটি উদযাপন করেছেন এবং তার কিছু সুন্দর মুহূর্ত গুলো চিত্র ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বিজয় দিবসের প্রতিটি মুহূর্ত আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আজকের এই দিনটি সকলের কাছে মহিমান্বিত এবং গর্বের ও বটে।

 2 years ago 

মহান বিজয় দিবসের শুভেচ্ছা।আপনার মতামতের জন্য ধন্যবাদ।

 2 years ago 

মহান বিজয় দিবসের প্রতিটি দৃশ্য ধারণ এত সুন্দর ভাবে আপনি করেছেন এবং সেই ছবিগুলো আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যে মুগ্ধ হয়ে শুধু দেখেছি। শুভ কামনা রইলো ভাই।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ

 2 years ago 

16 ডিসেম্বর মহান বিজয় দিবস এর দিনটি আপনিও সবার মত অনেক সুন্দরভাবে কাটিয়েছেন। এই দিন সকালবেলা সাধারণত প্রতিটি স্কুলের ছেলেমেয়েরা পিটি-প্যারেড এবং বিভিন্ন ধরনের খেলাধুলা করে থাকে। অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

খুবই জ্ঞানমূলক পোস্ট ছিল অনেক সুন্দর হয়েছে আজকের ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। দীর্ঘ নয় মাস পর মুক্তিযুদ্ধের পর অর্জিত হয় এই বাংলাদেশ। আজকের এই বিজয় দিবসে পুরো বাংলাদেশে পালিত হয় এবং শহীদদের স্মরণ করা হয় যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছে বিশ্বের মানচিত্রে লাল সবুজের পতাকার জন্ম হয়। আজকের এই দিনে এমন সুন্দর জ্ঞানমূলক পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মতামতের জন্য। মহান বিজয় দিবসের শুভেচ্ছা রইলো।

 2 years ago 

মহান বিজয় দিবসের শুভেচ্ছা ভাইয়া আপনাকে ও।বিজয় মানেই গর্ব।তাছাড়া এই দিনটি চিরস্মরণীয়,আপনি খুবই সুন্দর মুহূর্ত কাটিয়েছেন।আপনার ভিডিও ও ফটোগ্রাফিগুলি খুবই সুন্দর হয়েছে।দেখে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনাকেও মহান বিজয় দিবসের শুভেচ্ছা রইলো।

 2 years ago 

ভাইয়া প্রথমে আপনাকে মহান বিজয় দিবসে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। মহান বিজয় দিবস উপলক্ষে আপনার পোস্টটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। মহান বিজয় দিবসের বিভিন্ন ফটোগ্রাফির জন্য অত্যন্ত মনমুগ্ধকর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মহান বিজয় দিবসের শুভেচ্ছা রইলো। সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.11
JST 0.030
BTC 68433.35
ETH 3735.63
USDT 1.00
SBD 3.66