একটু সতর্কতার সাথে জীবন গড়লে বেঁচে যেতে পারে হাজারো প্রাণ
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
আমাদের সমাজে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে যাচ্ছেন। বিশেষ করে রাস্তাঘাটে গাড়ির দুর্ঘটনায় যেন হাজারো মানুষের প্রাণ চলে যাচ্ছে। প্রতিদিন যেন এই দুর্ঘটনার পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এই দুর্ঘটনার কারণে হাজারো প্রাণ যেন ঝরে যাচ্ছে। আর এই দুর্ঘটনাগুলো পরিবারকে অনেকটাই ক্ষতি করে দেয়। কারণ পরিবারের যে প্রধান থাকে পরিবারকে যে পরিচালনা করে সেই ব্যক্তি কখনো কখনো দুর্ঘটনার শিকার হয়। যার কারণে সেই পরিবারটা যেন ভেঙে যায়। আর এই পরিবারগুলো পরিচালনা করা খুব কঠিন হয়ে যায়। আসলে মানুষের জীবন অনেক মূল্যবান, বিশেষ করে নিজের কাছে এবং পরিবারের কাছে। সেই মানুষটি যদি পরিবারের প্রধান কর্মকর্তা হয়ে থাকে তাহলে সেই পরিবারটা শেষ হয়ে যায়। তাই আমাদের সতর্কতার সাথে জীবন গড়া খুবই গুরুত্বপূর্ণ।
আমাদের গ্রামের পাশের গ্রামের পাশ দিয়ে বিশ্বরোড়ের রাস্তা রয়েছে। আর এই রাস্তার পাশে হাজারো বাড়িঘর রয়েছে। বিশেষ করে এই বাড়ি ঘরের পাশ দিয়েই সব সময় গাড়ি চলাচল করার কারণে বিভিন্ন রকমের দুর্ঘটনার খবর আমরা জানতে পারি। বিশেষ করে এই বাড়িগুলোর পাশ দিয়ে বৃদ্ধ এবং শিশুরা তারা রাস্তা পার হতে সতর্কতা অবলম্বন করে না। যার কারণে হঠাৎ করেই যেন এই দুর্ঘটনার শিকার হয়। আর এই দুর্ঘটনার কারণে গাড়িচালকদের যেমন ক্ষতি হয়, তেমনি পরিবারেরও অনেক ক্ষতি হয়ে যায়। বিশেষ করে একটি প্রাণ যখন চলে যায় তখন সেই পরিবারটা নিঃস্ব হয়ে যায়। তাই রাস্তার ঘাটের আশেপাশে যাদের বাড়ি রয়েছে, তাদের সন্তান এবং বৃদ্ধদের সতর্কতার সাথে রাস্তা পার হতে এবং রাস্তার পারে যাওয়া উচিত।
রাস্তার আশেপাশে যেসব মানুষ বসবাস করে, তাদের খুবই সতর্কতার সাথে চলাফেরা করা উচিত। এমনিতেই রাস্তা ভালো না। তারপরে কিছু গাড়ি চালক খুবই স্পিডে গাড়ি চালায়। এরা রাস্তার আশেপাশে কিছু দেখতে চায় না তাই তাদেরকে সতর্কতার সাথে রাস্তা পারাপার এবং রাস্তার পাশ দিয়ে হাঁটা উচিত। গতকাল আমাদের পাশের গ্রামের রাস্তার পাশে এক বৃদ্ধ চাচা হেঁটে যাচ্ছিল। তো বৃদ্ধ চাচা রাস্তা পার হবে এবং সে ভালোভাবে খেয়াল করেনি, যার কারণে সে রাস্তা পার হচ্ছিল ওপর পাশ থেকে একটি ফুল স্পিডে গাড়ি আসতে ছিল, সেই গাড়িটি হর্ন দিয়েছে কিন্তু বৃদ্ধ চাচা বুঝতে পারেনি। আর সেই গাড়িটি হাড ব্রেক করার কারণে গাড়িটি উল্টে গিয়েছিলো। আর গাড়িটি উল্টে গিয়ে পাশের খাদে পরে যায়।তখন গাড়ির ভিতর থেকে প্রায় ৪-৫ জন ওখানেই মারা গিয়েছে এবং বাকি অনেকেই অসুস্থ হয়েছিলো।
মুহূর্তের মধ্যেই এলাকার সকল মানুষ এই গাড়িটি উদ্ধার করার জন্য আসে এবং গাড়ির জানালা ভেঙে গাড়ির ভিতরে যারা যারা ছিল সকলকেই বের করে নিয়ে আসে এবং তখনই তাকে কিংবা অন্যান্য গাড়িতে করে সদর হাসপাতালে দিকে পাঠানো হয়। আসলে এত বড় মর্মান্তিক একটি ঘটনা যা খুবই কষ্টকর ছিল। বিশেষ করে যেসব পরিবারের মানুষ মারা গেল তাদের পরিবারের কিভাবে সান্তনা দেব এটাই যেন বুঝতে পারতেছিলাম না। তবে এই বৃদ্ধ চাচাকে বাঁচাতে গিয়ে বাসের ড্রাইভার ব্রেক করার কারণে পাঁচটি প্রাণ ওখানে শেষ হয়ে গেল। হসপিটালে গিয়ে আরো যে কয়টা মারা যাবে সেটা বলা যাচ্ছে না। আসলে এই গাড়ির ড্রাইভারদের একটু দোষ রয়েছে, তারা ফুল স্পিডে সব সময় গাড়ি চালায়।এই চাচার পরিবারের মানুষদের অসতর্কতার কারণে, এই বৃদ্ধ চাচার একা রাস্তা পার হচ্ছবলো যার জন্য এভাবে যেন তাজা প্রাণ গুলো ঝরে গেল। যদি আমরা বৃদ্ধ চাচার সাথে আর একজন তরুণকে রাখতাম সে যদি এই রাস্তা পারাপারে জন্য পরিবারের কারো সাহায্য নিতো, তহলে আর এত বড় দুর্ঘটনাও ঘটতো না।
আসলে আমাদের প্রত্যেকেই সতর্কতার সাথে চলাফেরা করা উচিত। একটু সতর্কতা থাকলেই এত বড় দুর্ঘটনা ঘটতো না। বিশেষ করে ছোট বাচ্চা ও বৃদ্ধদের দেখেশুনে রাখা উচিত। রাস্তার পাশে তারা যেকোনো সময় দুর্ঘটনায় আক্রান্ত হতে পারে। যে কোন সময় দুর্ঘটনায় পড়তে পারে। তাই তাদেরকে দেখেশুনে চলাফেরা করানো উচিত। রাস্তা পার হতে এই বৃদ্ধ চাচা সাথে যদি কেউ থাকতো তাহলে এত বড় দুর্ঘটনা ঘটতো না। আর এই দুর্ঘটনার কারণে বাস ড্রাইভার এর পা কেটে গিয়েছিলো। সে পরিবারের একমাত্র লোক ছিল তার ওপরে পরিবার টিকে ছিল। আর সে পঙ্গ হয়ে গেল এবং তার সাথে সাথে আরো অনেক মানুষই প্রাণ গেল এবং অনেকেরই পঙ্গ হয়েছে। এই দুর্ঘটনার কারণে অনেক পরিবার যেন ভেঙে গেলো।
https://x.com/rayhan111s/status/1841461260510224635?t=L0taRMj8oQ4TdM3qOiLskA&s=19
ভাই বৃদ্ধ আর শিশু বলে কথা নয় দিনকাল এমন একটা পর্যায়ে হয়ে গেছে মানুষ কেউ রুলস মেনে চলে না, যার জন্য যত প্রকার দুর্ঘটনা ঘটতে আছে প্রতিনিয়ত। তবুও তার মধ্য থেকে আমাদের অনেক সতর্ক থাকতে হবে। কারণ কথায় আছে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।
খুব সস্তান মূলক একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই পোস্ট পড়ে আমার কিন্তু অনেক ভালো লেগেছে। আপনার সচেতন দৃষ্টিভঙ্গি বেশ প্রশংসনীয়। কারণ আমাদের সবার এমন সজাগ ও সচেতন হওয়া প্রয়োজন রয়েছে। কারণ দুর্ঘটনা মানুষের বলে আসে না। দুর্ঘটনার হাত থেকে বাঁচতে হলে নিজেদের সাবধান হওয়া উচিত।