আজকে সকাল বেলা অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে সময়টা পার করেছি। অনেকদিন পর বন্ধু এসেছিল আমার বাসায়। আর বন্ধুকে সাথে নিয়ে একটু বেরিয়েছিলাম শহরের মধ্যে। বন্ধু কেনাকাটা করবে ও নাকি এদেশ থেকে বিদেশে যাওয়ার চিন্তা-ভাবনা করেছে। যার কারণে তার কাজ কিছু কাজ ছিলো।আর সেই কাজ করার জন্যই শহরে এসেছে, আর বন্ধুর সাথে কাজগুলো করলাম। অনেকটা সময় ব্যয় হয়ে গেল, তারপরে যখন বাসায় আসলাম, তখন গোসল দিয়ে খাওয়া দাওয়া করে কবিতা লেখা শুরু করে দিলাম। আর এই কবিতাগুলোই তখন বসে বসে লিখেছি, আর ভাবনাতে যেন প্রিয় মানুষের কথা বারবার মনে হচ্ছিল। তাই প্রিয় মানুষকে কেন্দ্র করে তিনটি অনু কবিতা লিখেছি। আর প্রকৃতির অপরূপ দৃশ্য রেখে বন্ধু বিদেশে চলে যাবে। তাই প্রকৃতির মায়া ভরা দৃশ্যগুলো যেন আমার খুবই ভালো লাগে। আমি এই মায়া ছেড়ে চলে যেতে চাই না, সেই প্রকৃতির মায়া নিয়ে দুটি অনু কবিতা লিখেছি।
বৃষ্টি ভেজা এই রাস্তা দিয়ে,
হেঁটে যাব আমি তোমার সাথে।
ঘাসের উপরে হাঁটবো আমরা,
ভালোবাসার গল্প বলতে বলতে।
ভালবাসার ঐ মুহূর্তগুলো,
ফুটে উঠবে নীল আকাশে রন্ধনুর সাজে।
আমার মনের স্বপ্ন জুড়ে,
আছো শুধু তুমি।
তোমায় নিয়ে স্বপ্ন দেখে,
তৈরি করেছি ভালোবাসার রাজ্যখানি।
ভালবাসার রাজ্যের রাণী হয়ে,
আসবে তুমি আমার ঘরে।
ভালোবাসার ফুল দিয়ে,
বরণ করবো তোমায় ভালোবাসার রাজমহলে।
টিপটিপ এই বৃষ্টির দিনে,
তোমার কথা খুবই মনে পড়ে।
তোমার হাতে হাত রেখে,
বৃষ্টিতে ভিজবো আমি,
তাই ভালোবাসার গান গাইতে গাইতে।
বৃষ্টিতে ভিজে হারিয়ে যাব আমি আপন মনে,
বৃষ্টিময় এই সুখের দিনে,
তোমার কথা তাই খুবই মনে পড়ে।
প্রকৃতির এই মায়ায় পরে,
হারিয়ে গিয়েছি আমি আপন ঘরে।
প্রকৃতির ভালোবাসা পেয়ে,
মন ছুটে গেছে আমার প্রকৃতির মাঝে।
তাইতো প্রকৃতির মাঝে বাঁচতে চাই আমি,
হাজার বছর ধরে।
ফিরে আসতে চাই আবারও আমি,
এই প্রকৃতির মায়া ভরা বুকে মাঝে।
শস্য শ্যামল ফসল ভরা,
আমাদের এই সোনার বাংলা।
সোনার দেশে সোনার ফসল,
ফোটে তাই সকাল দুপুর বেলা।
কৃষকের মুখে হাসি বুকে বল নিয়ে,
সোনার ফসল ঘরে তোলার তারা আনন্দে সাথে।
সেই আনন্দে মেতে ওঠে,
প্রকৃতি তার নতুন সাজে।
source
তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে কিছু অনু কবিতা শেয়ার করলাম। আর এই অনুক কবিতাগুলো প্রকৃতির মায়া ও ভালোবাসার মানুষকে কেন্দ্র করেই লেখা। মনের অনুভূতিগুলো যেন আমি এই অনু কবিতার মাধ্যমে প্রকাশ করেছি। আর অনু কবিতা লিখতে পেরে আমার অনেক ভালো লাগে। তাই আপনাদের মাঝে আজকে আমার লেখা এই অনু কবিতা গুলো শেয়ার করলাম। আশা করছি পড়ে আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন ভিন্ন অনু কবিতা নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।💗🙏💗।
আমার পরিচয়
আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।
👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
Posted using SteemPro Mobile
https://twitter.com/rayhan111s/status/1788526088081101289?t=47kRcA4M4jZQjWc7X6f4BA&s=19
আপনার অনু কবিতা গুলো পড়ে বেশ ভালো লাগলো। বিশেষ করে প্রকৃতিকে নিয়ে লেখা অনু কবিতাগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। খুব সুন্দরভাবে ছন্দ সাজিয়ে আপনি কবিতার লাইন গুলো লিখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ একগুচ্ছ অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ওহ ভাই কবিতাকে যে এত সুন্দর ভাব দিয়ে ফুটিয়ে তোলা যায় সেটা না কবিতা পড়েই স্পষ্টভাবে বুঝতে পারলাম। ভাইয়া আপনি ডাক্তারি পেশার পাশাপাশি কবিতা দেখাও শুরু করে দেন ভাইয়া আমার মন বলছে আপনি কবিতা লিখে একদিন দেশের একজন স্বনামধন্য কবিতে পরিণত হতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। আশা করছি আগামীতে আরো দারুন রকমের কবিতা আপনার পোষ্টের মাধ্যমে পড়তে পারব।
সত্যিই আপনার অনুকবিতা গুলো দারুন হয়েছে ভাইয়া। কবিতার প্রতিটা লাইন যেন মন ছুঁয়ে যাচ্ছিলো আমার। অসাধারণ হয়েছে আপনার কবিতা গুলো ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার লেখা একগুচ্ছ অনু কবিতা খুবই সুন্দর হয়েছে ভাইয়া। খুব সুন্দরভাবে আপনি কবিতা গুলো লিখে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করব ঠিক এভাবে আরো কবিতা লিখে শেয়ার করবেন।
আপনি সুন্দর অনুকবিতা লিখেন তা আমি জানি ভাই। আপনার অনু কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। মাঝে মাঝে যখন মন খারাপ থাকে আমি অনু কবিতা পড়ার চেষ্টা করি। কারণ অনু কবিতার মধ্যে অনেকগুলো কবিতা কিছু কিছু লাইন রাখেন আপনারা। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সুন্দর এই কবিতার লাইনগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ভালোবাসার মানুষকে কেন্দ্র করে খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতা তিনটি পড়ে খুবই ভালো লাগলো, আর প্রকৃতির ভালোবাসার মুহূর্ত গুলো ফুটিয়ে তুলেছেন আপনার পরবর্তী দুটি কবিতার মাধ্যমে। সত্যি আপনার অনু কবিতা গুলো পড়ে আমার অনেক বেশি ভালো লেগেছে।
ইদানিং সবাই সুযোগ পেলেই দেশ থেকে পালাতে চাচ্ছে। যাই হোক আপনার বন্ধু বিদেশ যাবে জেনে ভালো লাগলো। বন্ধুর সঙ্গে সময় কাটিয়ে বাসায় এসে কিন্তু খুব সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন। আমার অবশ্য ঘটা করে বসলে কবিতার কোন লাইন মাথায় আসে না। যাই হোক আপনার কবিতা লাইন গুলো খুব চমৎকার হয়েছে।