"আমার বাংলা ব্লগ"//কবিতা //আজও তোমার অপেক্ষায় 💞

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


woman-gbd3507e03_1920.jpg

source

প্রতি সপ্তাহের মতো আজকেও আমি একটি কবিতা পোস্ট নিয়ে হাজির হলাম। আজকের কবিতাটি ভালোবাসার কবিতা। আর এই কবিতাটি হল আজও তোমার অপেক্ষায়। ভালোবাসার প্রিয় মানুষটির জন্য হাজারো দিনরাত্রি অপেক্ষা করতে ইচ্ছা করে, যদি সেই ভালোবাসার প্রিয় মানুষটি ফিরে আসে। তখ সেই অপেক্ষার সার্থকতা পায় এবং ভালো বাসার পরিপূর্ণতা পায়। তাই অপেক্ষা নিয়ে আজকে আপনাদের সাথে এই কবিতাটি লিখে শেয়ার করলাম।অপেক্ষা করার সবচাইতে কষ্টের কিন্তু ভালোবাসা মানুষটির জন্য দিনরাত্রি অপেক্ষা করলেও যেন কষ্ট হয় না।ভালোবাসা প্রিয় মানুষটি যখন ফিরে আসে তখন মনের মাঝে শান্তি পাওয়া যায়।তো বন্ধুরা আশা করি আজকের এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।


আজও তোমার অপেক্ষায়
মোঃরায়হান রেজা

পাবো কি আমি তোমার দেখা,
আজও পথ চেয়ে আছি তোমার জন্য ,
নদীর কিনারায়, বট গাছের ছায়ায়।
তুমি আসবে বলে দিয়েছিল কথা,
তাইতো দাঁড়িয়ে আছি আমি সকাল সন্ধ্যা বেলা ।

তোমার অপেক্ষায় হাজার বিকেল পার করতে আমি রাজি। যদি তুমি আসো ফিরে,
অপেক্ষার প্রহর কাটিয়ে।
ভালবাসার বৃষ্টি ছড়িয়ে পড়বে নীল আকাশ থেকে।

তোমার অপেক্ষায় দাঁড়িয়ে পার করে দিতো,
আমি হাজার দিবারাত্রি।
যদি তুমি আসো ফিরে অপেক্ষা কষ্ট ভুলে,
ভালোবাসার আদরে ভরিয়ে দেবো তোমাকে।

অপেক্ষার সময় পার হয় না সহজে,
তবুও আমি দাঁড়িয়ে আছি হাসিমুখে।
তুমি আসবে বলে হাজারো কষ্ট,
মানে নিবো আমি হাসি মুখে।

তুমি আসবে বলে সকল কষ্ট ভুলে যাবো,
আমি এক নিমিষেই।
তোমার পরশে সকল কষ্ট দূর হবে ভালবাসার আদরে।
তাই তো আজও দাঁড়িয়ে আছি আমি তোমার পথ চেয়ে।

তোমার জন্য অপেক্ষা করতে,
সবসময় আমি রাজি।
যদি তুমি ফিরে এসে হাতটি বাড়িয়ে বলবো,
শুধু তোমায় ভালোবাসি।

আসবে কি তুমি আমার কাছে,
সকল বাধা দূর করে।
ভালোবাসার হাত বাড়িয়ে দেবে,
জড়িয়ে রাখবো তোমাকে আমার এই বুকেতে।

fox-ga73d03b37_1920.png

source

অপেক্ষার সকল কষ্ট দূর হয়ে যায় যখন ভালোবাসার প্রিয় মানুষটি নিজের কাছে ফিরে আসে এবং হাতটি বাড়িয়ে বলে তোমাকে আজও ভালোবাসি।তখন ভালোবাসার জন্য হাজারো দিন রাত্রি অপেক্ষা করার শক্তি আবার ফিরে আসে। তাই ভালোবাসার প্রিয় মানুষের জন্য অপেক্ষা করতেও ভাল লাগে যখন সেই মানুষটি নিজের কাছে ফিরে আসে সকল বাধা দূর করে। তো বন্ধুরা আজকে আপনাদের সাথে তাই ভালোবাসার প্রিয় মানুষটিকে কেন্দ্র করে আজও অপেক্ষায় দাঁড়িয়ে আছি এই কবিতাটি শেয়ার করলাম। আশা করি আজকের এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও আপনাদের মাঝে হাজির হবো, সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন,এই দোয়া রইলো। 💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 years ago 
 2 years ago 

সুন্দর কবিতা লিখলেন আজও তোমার অপেক্ষায় কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে। ঠিক বলছেন অপেক্ষা করা তখন সার্থক যদি সেই ভালোবাসার মানুষ নিজের কাছে ফিরে আসে। আর যদি সেই ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করেও ফিরে না আসে তাহলে জীবনটা ব্যর্থতায় ভরে যায়। তখন আর কিছু ভালো লাগে না সবকিছু দেখতে বিষন্ন লাগে।

 2 years ago 

আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 2 years ago 

পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কারো জন্য অপেক্ষা করা ।আর সেই অপেক্ষা কে কেন্দ্র করেই আপনি অনেক সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন আমাদের মাঝে। আপনার কবিতাটি অনেক ভালো লেগেছে পড়ে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 2 years ago 

অপেক্ষা জিনিস খুবই খারাপ। আমার কাছে কারও জন্য অপেক্ষা করতে একদমই ভালো লাগে না। যাই হোক আপনি খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু🌹

 2 years ago 

আজও তোমার অপেক্ষায় কবিতাটি বেশ ভালো লিখেছেন ভাই। প্রিয়জনের অপেক্ষায় প্রেমিক হৃদয় ব্যাকুল হয়ে পরে। চমৎকার ভাবাবেগ নিয়ে কবিতাটি লিখেছেন।
ধন্যবাদ ভাই কবিতাটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ 🌹

 2 years ago 

ভাইয়া আপনার কবিতাটি পড়ে অনেক ভাল লাগলো। যদি মনের মানুষ ফিরে আসে তাহলে অপেক্ষা করলে স্বার্থকতা পায়। কবিতার মাধ্যমে অনেক গুলো সুন্দর জায়গার কথা উল্লেখ করেছেন। কবিতাটি পড়ে অনেক ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া🌻🌹

 2 years ago 

অপেক্ষা করাটা ঠিক তখনই সৌন্দর্য যখন প্রিয় মানুষটা সঠিক হয় প্রিয় মানুষটা যদি সঠিক হয় তাহলে একটা না একটা সময় ফিরে আসবেই আর তখনকার সেই অপেক্ষা টা মনে হবে সার্থক। অপেক্ষা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর কবিতা আপনার থেকে আশা করব। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

 2 years ago 

হয়তো কোন একদিন অপেক্ষার প্রহর শেষ হবে। হয়তো সেদিন প্রিয়জন কাছে আসবে। এভাবেই হয়তো প্রতীক্ষার প্রহর কেটে যাবে। ভাইয়া আপনার লেখা কবিতাটি সত্যি চমৎকার হয়েছে। আমার কাছে তো দারুণ লেগেছে। দারুন লিখেছেন আপনি।

 2 years ago 

আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.032
BTC 88143.93
ETH 3070.82
USDT 1.00
SBD 2.78