📸🌱 গ্রামের সরিষা ফুলের সৌন্দর্যময় ফসলের মাঠের ফটোগ্রাফি🌱🌱 //আমরা বাংলা ব্লগ 🌻🌱📸//[10% Beneficiaries @shy-fox]🌱
আসসালামু-আলাইকুম/আদাব।
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বসবাস করি।
গ্রামের অপরূপ সৌন্দর্যময় প্রাকৃতিক পরিবেশের মধ্যে বসবাস করতেই ভালো লাগে। গ্রামের মতো অপরুপ সৌন্দর্য আর কোথাও নেই। প্রতিটা গ্রামে খুবই প্রাকৃতিক সৌন্দর্যময়। আমাদের গ্রামের নাম নলকা, এই গ্রামটি সিরাজগঞ্জ জেলায় অবস্থিত। গ্রামটি ছোট হলেও এই গ্রামের প্রাকৃতিক অপরুপ সৌন্দর্যময়। এই গ্রামের সৌন্দর্য আমার খুবই ভালো লাগে। এই গ্রামের মাটির বুকে আমার জন্ম। গ্রামের সবুজ শ্যামল প্রকৃতির সাথে আমার মনের সম্পর্ক জড়িয়ে আছে।
এখন শীতকাল আর শীতকালে গ্রাম অঞ্চলে সরিষা চাষ করা হয়। আর এই সরিষার প্রকৃতিক সৌন্দর্য মনমুগ্ধকর। সরিষা গাছ প্রথমে সবুজ থাকে, সবুজ ফসলের মাঠ অপরূপ সৌন্দর্যময় লাগে। আর এই সবুজ থেকে হলুদ বর্ণের রূপ নেয়।যখন সরিষার ফুল ফোটে তখন পুরো ফসলের মাঠ হলুদে ভরে যায়। দেখতে খুবই সুন্দর লাগে।
তাই আমি সরিষা ফুলের সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছি, যা আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি।
তো চলুন শুরু করা যাক
আমাদের গ্রামে বিশাল একটি ফসলের মাঠ রয়েছে। এই ফসলের মাঠের মাঝখান দিয়ে সুন্দর একটি রাস্তা রয়েছে। এই রাস্তাদিয়ে কৃষকেরা তাদের ফসলের জমি থেকে চাষকৃত ফসল তাদের বাড়িতে নিয়ে যায়। এই রাস্তাটি কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই রাস্তাদিয়ে আজকে আমি বিকেল বেলা সরিষা ফুলের সৌন্দর্য দেখতে এসেছি।
স্থানঃ নলকা,সিরাজগঞ্জ, বাংলাদেশ।
অবস্থানঃ https://w3w.co/reproached.motive.doubly
আমাদের এই ফসলের মাঠের শেষের দিকে একটি বিল রয়েছে। এই বিলের পাশে জমিগুলোতে পরে সরিষা চাষ করা হয়েছে। যার কারণে এই সরিষা জমি গুলো এখনো সবুজ রয়েছে।
স্থানঃ নলকা,সিরাজগঞ্জ, বাংলাদেশ।
অবস্থানঃ https://w3w.co/reproached.motive.doubly
সবুজ এই সরিষার মাঠ গুলো পরে সরিষা চাষ করার কারণে এগুলোতে এখনো হলুদ ফুল ফোটেনি তাই এগুলোর সবুজ রয়েছে, কিন্তু এই সবুজ সরিষার পাশেই হলুদে মাঠ সৌন্দর্যময় হয়েছে। এই সরিষা গুলো আগে চাষ করার কারণে পুরো ফসলের মাঠে হলুদের রুপ নিয়েছে।
স্থানঃ নলকা,সিরাজগঞ্জ, বাংলাদেশ।
অবস্থানঃ https://w3w.co/reproached.motive.doubly
সেখান থেকে আমি আমাদের সরিষার জমিতে আসলাম। আমাদের সরিষার জমিতে অনেক আগেই সরিষা চাষ করা হয়েছিল, যার কারণে আমাদের সরিষার মাঠটি পুরো হলুদের ভরে গেছে। আমার খুবই ভালো লাগলো অপরূপ সৌন্দর্যময় হলুদের পর হলুদ ফসলের মাঠ।
স্থানঃ নলকা,সিরাজগঞ্জ, বাংলাদেশ।
অবস্থানঃ https://w3w.co/reproached.motive.doubly
স্থানঃনলকা, সিরাজগঞ্জ, বাংলাদেশ।
অবস্থানঃ https://w3w.co/reproached.motive.doubly
সরিষা ফুলের অপরূপ সৌন্দর্যময় এই ফসলের মাঠ দেখে আমার খুবই ভাল লাগল। আসলে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যময় সৃষ্টিকর্তা এই ফসলের মাঠে দিয়েছে। যা দেখে আমাদের চোখ জুড়িয়ে যায়।
স্থানঃ নলকা,সিরাজগঞ্জ, বাংলাদেশ।
অবস্থানঃ https://w3w.co/reproached.motive.doubly
স্থানঃ নলকা, সিরাজগঞ্জ, বাংলাদেশ।
অবস্থানঃ https://w3w.co/reproached.motive.doubly
অপরূপ সৌন্দর্যময় ফসলের এই সরিষা মাঠের সৌন্দর্য দেখে আমার ভালো লাগতেছিল। তবে আমি শুনতে পেলাম আমাদের গ্রামে নাকি মৌচাষিরা আসবে মধু সংগ্রহ করার জন্য। তারা মৌমাছি দিয়ে এই সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে। তবে এতে ফসলের ক্ষতি হতে পারে এরকম ধারণা রয়েছে সবার কিন্তু মৌমাছি যখন এই ফুলে বসে তারা মধু সংগ্রহ করে তখন আরো ফসল ভালো হয়, সেজন্য তারা কিছুদিনের মধ্যেই আমাদের গ্রামে আসবে, এই মধু সংগ্রহ করার জন্য।
স্থানঃ নলকা,সিরাজগঞ্জ, বাংলাদেশ।
অবস্থানঃ https://w3w.co/reproached.motive.doubly
স্থানঃ নলকা,সিরাজগঞ্জ, বাংলাদেশ।
অবস্থানঃ https://w3w.co/reproached.motive.doubly
আমাদের গ্রামের বিশাল এই ফসলের মাঠের সৌন্দর্যময় পরিবেশ দেখলে আপনার মন মুগ্ধ হয়ে যাবে, কারণ বিশাল ফসলের মাঠ শুধু হলুদ আর হলুদ,হলুদে বিস্তৃতি মাঠ। আমাদের এই গ্রামের মাঝখান দিয়ে সুন্দর একটি রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। তাই আমাদের গ্রামে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই সুন্দর প্রকৃতি দেখার জন্য।
স্থানঃ নলকা,সিরাজগঞ্জ, বাংলাদেশ।
অবস্থানঃ https://w3w.co/reproached.motive.doubly
প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যময় পরিবেশে দেখলেই ভালো লাগে, মন মুগ্ধ হয়ে যায়। অপরূপ সৌন্দর্যময় এই প্রকৃতি আমার খুব ভালো লেগেছে। তাই আমি শহর থেকে গ্রামের এই সুন্দর প্রকৃতি দেখার জন্য এসেছি। গ্রামের সুন্দর প্রকৃতি দেখে আমার খুবই ভালো লেগেছে।
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi Note 6 Pro |
---|---|
ধরণ | গ্রামের সরিষা ফুলের সৌন্দর্যময় ফসলের মাঠের ফটোগ্রাফি🌱। |
ক্যামেরা.মডেল | Note 6 Pro |
ক্যাপচার | @rayhan111 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
https://twitter.com/rayhan111s/status/1473744446323785729?t=ipHbRX3WbsZGtLMIv8AsTw&s=19
সরিষা ফুলের মাঠ দেখতে আমার কাছে খুবই ভালো লাগে ।আমি খুবই ভালোবাসি গ্রামের এই মাঠ ঘাট দেখতে ।আপনি খুবই চমৎকার চমৎকার ছবি আমাদের সামনে শেয়ার করেছেন। যেটি দেখে আমার গ্রামের চিত্র মনে পড়ে যাচ্ছে ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।
ভাইয়া আপনার সরিষা ক্ষেতের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল।অনেকদিন আমার নিজেরও অনেকদিন সরিষা ক্ষেত দেখা হয় না ।আপনাদের ফটোগ্রাফিক দেখে তো অনেক সরিষা ক্ষেত দেখতে ইচ্ছে করছে ।ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমার সঙ্গে শেয়ার করার জন্য।
আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
সরিষা ফুলের ফটোগ্রাফিগুলো খুবই সুন্দর হয়েছে ভাইয়া। আপনি অনেক দক্ষতার সাথে এই সুন্দর ফটোগ্রাফি গুলো করেছেন। গ্রাম বাংলার অপরুপ সৌন্দর্য আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন ভাইয়া। দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।
প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, আপনার মুখে আমার প্রশংসা শুনে খুবই ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ।
সরিষা ফুলের খেত সাধারণত গ্রামেই লক্ষ্য করা যায়। আমাদের এলাকায় সরিষা খেত আছে। যদিও এখন নেই। তবে যখন লাগানো হয় তখন দেখতে যাই। সরিষা খেতে ফটোগ্রাফিগুলো অনেক সুন্দর হয়। আপনার ফটোগ্রাফিও অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে
আপনার প্রশংসা শুনে আমার খুবই ভালো লেগেছে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা
আপনার করা প্রতিটি ফটোগ্রাফি প্রকৃতির অপরুপ সৌন্দর্যকে জানান দেয়। সরিষার ফুল এই শীতের সময়ে পুরো যৌবনতা ফিরে পায়। এই সময়ে সরিষা ফুল মাঠকে মাঠ দেখতে পাওয়া যায়। প্রকৃতির এই সৌন্দর্য দেখলে মন ও প্রান জুড়িয়ে যায়। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর সরিষার ফুল ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা আপনার জন্য।
এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
অনেক সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। দেখে ইচ্ছে করছে এখনই সেখানে চলে যেতে। জায়গাগুলো অনেক বেশী সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটি ফটোগ্রফি অসাধারণ হয়েছে। বিশেষ করে দুই এবং তিন নম্বর ফটোগ্রাফি খুব ভালো লেগেছে আমার কাছে। কিছু অংশ সবুজ আবার কিছু অংশ হলুদ যার কারণে দেখতে অনেক বেশী সুন্দর লাগছে। ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
ভাইয়া সরিষা ক্ষেতের দারুন সব ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে আজকে উপস্থাপন। শীতের দিনের সরিষার ক্ষেত দেখলে চোখ এবং মন দুটোই জুড়িয়ে যায়।
ধন্যবাদ আপনাকে ভাইয়া খুব সুন্দর করে ছবিগুলো ধারণ করে তা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা রইল আপনার জন্য।
আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া🌻🌹
অসাধারণ আপনার ফটোগ্রাফি গুলো।দেখতে সেই লাগছে.মনে হয় স্বর্গে দোর গোড়ায় আসলাম।আপনার ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।উপস্থাপনা অনেক সুন্দর দিয়েছেন।এতে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।
বাহ আপনাদের গ্রাম দেখছি হলুদে মোড়ানো একদম। দেখে একদম প্রানটা জুড়িয়ে গেলো। আপনাদের সরিষা ক্ষেতটা দেখে ভালো লাগলো। মৌমাছি সরিষা থেকে মধু সংগ্রহ করে সরিষা আরও ভালো হয়। সরিষার ক্ষেতের মাঝ দিয়ে রাস্তাটি অনেক সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ ভাই আপনাকে হলুদে মোড়ানো গ্রামটা আমাদের সাথে শেয়ার করার জন্য
আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ