মানুষ মানুষের জন্য

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু আলাইকুম/🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আসলেই মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মানুষের মধ্যে যদি মানুষের প্রতি ভালোবাসা এবং মানুষের প্রতি যদি টান না থাকে তাহলে সেই মানুষত্বের কোন দাম নেই। মনুষত্বহীন মানুষ গুলো সমাজের বোঝা কিন্তু যাদের ভিতরে মানুষত্ব বোধ রয়েছে যারা একজনের বিপদ দেখলে অন্যজন ঝাঁপিয়ে পড়ে, নিজের কথা চিন্তা না করে, বিপদে পড়া সেই মানুষটির কথা চিন্তা করে সেটাই যেন প্রকৃত মানুষত্ববোধ। আর এই মনুষ্যত্ববোধ মানুষগুলোই যেন সমাজে শ্রেষ্ঠ মানুষ হয়ে থাকে। সমাজের মূল্যবান সম্পদ হয়ে থাকে। আসলে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে এখনো মানুষত্ব বোধ বিবেকবান মানুষ রয়েছে যার কারণে সমাজ ব্যবস্থা এখনো ভালোভাবে চলছে। যদি সমাজের মধ্যে মানুষত্বহীন বিবেকহীন মানুষেরাই বেশি থাকে তাহলে সেই সমাজটা ধ্বংস হয়ে যাবে, কিন্তু মানুষের মধ্যে যদি মানুষত্ব বোধ এবং বিবেক নিয়ে সকলেই চিন্তা করে এবং মানুষ একে অপরের বিপদে এগিয়ে আসে, এরকম মানুষ থাকলেই সমস্যা যেন দ্রুত এগিয়ে যাবে এবং সমাজে শান্তি বয়ে নিয়ে আসবে।


river-8540767_1280.jpg

source

কিছুদিন হলো আমাদের দেশে ভয়াবহ বন্যা হচ্ছে, আর এই বন্যার কারণে মানুষ তাদের আশ্রয় ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে জীবন বাচাতে,কিন্তু আশ্রয়ে যে যাবে সেখানে নিরাপদে যাওয়ার আসবাবপত্র তারা নিতে পারেনি। এরকম পরিস্থিতি হয়েছিলো বিশেষ করে ফেনী চট্টগ্রাম এলাকা দিয়ে মানুষের কষ্ট দেখলে যেন চোখ দিয়ে পানি আসে। আর এই কষ্টগুলো বিবেকবান মানুষগুলো চুপ থাকতে পারিনি, সারা বাংলাদেশের মানুষ যেন সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। আসলে এরকমই বাংলাদেশ আমরা চেয়েছিলাম। যে বাংলাদেশের মানুষ এক ভাই বিপদে পড়লে অন্য ভাই এগিয়ে আসবে। আসলে এটাই তো আমাদের চেষ্টা জাতির পরিচয়। একজন বিপদে পড়লে অন্য জন এগিয়ে আসবে ধর্ম বর্ণ নির্বিশেষে। সকলেই যেন এগিয়ে আসছে, সকল ধর্মের মানুষই সাহায্য করতে এগিয়ে এসেছে, এই দৃশ্যগুলো দেখতে পেয়ে সত্যি আমার অনেক বেশি ভালো লেগেছে। প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানা এবং প্রত্যেকটা গ্রাম থেকে শুরু করে মহল্লার প্রতিটা মানুষ যেন টাকা উত্তোলন করছে তাদের সাহায্য করার জন্য। মানুষ কতটা এগিয়ে এসেছে এই দৃশ্যগুলো দেখে যেন খুবই ভালো লাগলো। আসলে এভাবে যদি মানুষ পাশে থাকে তাহলে যে কোন বিপদ সহজেই মোকাবেলা করা খুবি সহজ হয়ে যায়।


আমাদের কলেজ থেকে একটা টিম করা হয়েছে এলাকার মানুষটির সাহায্য নেওয়ার জন্য। আর সেই টিমে দেখতে পেলাম সকলেই যেন দান করছে, কেউবা জমানো টাকা দিচ্ছে, কেউ বা হজ্ব করার জন্য রেখেছিল সেই টাকা দিচ্ছে, কেউবা স্বপ্নে দেখেছিল এই টাকা নিয়ে কোথাও ভ্রমণ করতে যাবে, কেউবা মোবাইল কেনার জন্য টাকাগুলো জমিয়ে ছিল, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা মাটির ব্যাংকে টাকা জমিয়ে ছিল, সেই টাকাগুলো দান করছে এই বন্যার জন্য। আসলে মানুষের ভিতরে কতটা মানবতা বোধ এবং কতটা মূল্যবোধ কাজ করলে তারা তাদের জমানো অর্থগুলো এই বন্যার্তদের জন্য দান করে দেয়। আসলে এই দৃশ্যগুলো দেখতেই যেন মনের ভিতরে অনুপ্রেরণা আসে, তাদের জন্য আমাদেরও কিছু করার। এভাবেই যেন এগিয়ে যাবে এবং যে কোন বিপদকে মোকাবেলা করা যাবে।


আমাদের সমাজে অনেক বড় মনের মানুষ রয়েছে। যারা পেশায় ছোট কাজ করলেও তাদের মন অনেক বড়। বিশেষ করে যারা রিক্সা চালিয়ে টাকা জমিয়েছে তারাও আজ এখানে দান করছে। কেউ বা ভিক্ষা করে জমিয়ে ছিল, সে টাকাও দিচ্ছে। এইগুলো দেখলেই যেন মনের ভিতরে এত অনুপ্রেরণা জাগে যা বলার মত নয়। একটা খবর দেখতে পেলাম, এক মহিলা টাকা নেই বলে সে তার কানের সোনার দুলও দান করে দিয়েছে এই বন্যার জন্য। আসলে এটাই তো মানবতা বোধ, একজনের বিপদে পড়লে তাকে উদ্ধার করতে চেষ্টা করা, জীবনের ঝুঁকি নিয়ে যারা এগিয়ে গিয়েছে তাদেরও অবদান কম নয়। জীবনের মায়া ত্যাগ করে অনেকেই এই বন্যার্তদের জন্য কাজ করছে, ওষুধ নিয়ে যাচ্ছে এবং তাদের খাবার পৌঁছে দিচ্ছে। তারা যেন জীবনের মায়া ত্যাগ করেছে, অনেকেই যেন এই উদ্ধার কাজ করতে গিয়ে শহীদ হয়েছে। তাদের জন্য দোয়া রইল। আসলে তারাই যেন শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তান। কারণ বিপদে নিজেকে নিয়ে ভাবেনি, দেশের এবং দেশের মানুষের কথা ভেবেছে।


কেউ বিপদে পড়লে অন্য জন এগিয়ে আসবে এটাই মনুষ্যত্ববোধ। আর আমাদের সমাজের সকলকে এটাই মেনেই চলতে হবে। তাহলে সমাজটা সুন্দর হবে, সমাজ এগিয়ে যাবে। দেশ এগিয়ে যাবে। প্রত্যেকটা মানুষের বিপদে আমরা একই সাথে কাজ করি, দলবদ্ধভাবে কাজ করি তাহলে যে কোন বিপদ আমরা মোকাবেলা করতে পারব। যেমন বন্যার্থদের সাহায্য করতে সারা দেশের মানুষ এক হয়েছে। এভাবেই যদি আমরা এক হয়ে কাজ করি, তাহলে কোন বিপদে আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। মানবতাবোধ এবং মানুষত্ববোধ নিয়েই আমাদের সমাজে চলতে হবে। তাহলেই যেন সমাজের শ্রেষ্ঠ এবং সমাজকে এগিয়ে নিতে পারব আমরা।


মানুষের সেবাই যেন সৃষ্ট ধর্ম। প্রত্যেকটা মানুষ একে অপরের সাহায্য এক করবে এবং অপরের বিপদে এগিয়ে আসবে, এটাই যেন প্রকৃত ধর্ম।তাই ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলেই একে অপরের বিপদে এগিয়ে আসব। এই শপথ নিয়ে যদি আমরা এগিয়ে যাই তাহলেই আমরা শান্তি এবং সুখময় একটা সমাজ বা একটি রাষ্ট্র পাব। যার কারণে কেউ যদি বিপদে পড়ে আমরা সেই বিপদ থেকে উদ্ধার করব দলবদ্ধ ভাবে। তাহলে সেই বিপদ মোকাবেলা করা খুবই সহজ হবে। তাই মনুষত্ববোধ বিবেকবান মানুষদের জন্যই সমাজটা আজ এগিয়ে যাচ্ছে। আল্লাহতালার কাছে দোয়া করি, এই বন্যার কবল থেকে যেন বাংলাদেশকে তাড়াতাড়ি মুক্ত করে এবং সেসব এলাকায় বন্যার মানুষেরা কষ্ট পাচ্ছে, তাদেন যেন এই কষ্ট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তারা যেন আবারো আগের অবস্থায় ফিরে আসে এবং শান্তিতে বসবাস করতে পারে।🙏🤲🙏


আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 days ago 

আসলে মানুষ মানুষের জন্য।আপনাদের কলেজ থেকে টিম করা হয়েছে এলাকার মানুষদের সাহায্য নেওয়ার জন্য। আর দেখলাম সবাই সবার জমে রাখা সপ্নগুলোকে সেখানে দান করছে। আর এটাই হলো মানুষ মানুষের জন্য। যা দেখে সত্যি আমারও অনেক ভালো লেগেছে।

 3 days ago 

বন্যার পরিস্থিতি যদি এমন না হতো তাহলে আমরা বুঝতাম না আমাদের দেশে এখনো ভালো মানুষ আছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঝাঁপিয়ে পড়ল বন্যা কবলিত এলাকায় সহযোগিতা করার জন্য। সত্যি এখনো ভালো মানুষ আছে আমাদের সমাজে। আমাদের সমাজে মনুষত্ববোধ সম্পন্ন মানুষ আছে যা তাদের কাজকর্ম দেখলে বোঝা যায়। অনেক মূল্যবান লেখা আপনি আমাদের সাথে শেয়ার করলেন।

 3 days ago 

একে অপরের বিপদে যদি আমরা এগিয়ে আসি তাহলেই আমাদের জীবন সার্থক হবে। বিপদে সাহায্য করা প্রত্যেক মানুষের কর্তব্য। ভাইয়া আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো। আপনি অনেক সুন্দর করে কথাগুলো উপস্থাপন করেছেন।

 3 days ago 

মানুষ মানুষের জন্য। মানুষের পাশেই একজন মানুষকে আসতে হবে এবং একে অপরের হাত ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাহলে কল্যাণময় সমাজ গড়ে তোলা সম্ভব। মানুষে মানুষে ঐক্যবদ্ধ হয়ে কিছু করতে চাইলে তা খুব তাড়াতাড়ি হয়ে ওঠে।মানুষ হিসাবে একজন মানুষের বিপদে পাশে থাকা আমাদের ঈমানী দায়িত্ব।সমাজের কাউকে ছোট করে দেখা যাবে না,মানুষ তো মানুষই। মানব ধর্ম পরম ধর্ম, এটি আমাদের মনে গেঁথে রাখতে হবে।আজকে আপনি খুব সুন্দর আলোচনা করেছেন। কথাগুলো পড়ে আমার অনেক ভালো লেগেছে।আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি টপিক নিয়ে আমাদের মাঝে পোস্ট করার জন্য।

 2 days ago 

বাহ,আপনাদের কলেজ থেকে নেওয়া উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়।মানুষের বিপদে মানুষকেই এগিয়ে যেতে হবে।আসলেই বন্যার ভয়াবহ পরিস্থিতি দেখে চোখে জল চলে আসে।সবকিছু দ্রুত স্বাভাবিক হয়ে যাক সেটাই প্রত্যাশা করি।মানুষের জীবন আগে, ধন্যবাদ ভাইয়া।

 2 days ago 

মানবতার কল্যাণে যে এগিয়ে আসে সেই বিবেকবান মানবিক মানুষ। দেশের অধিকাংশ জেলা গুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে করে সাধারণ মানুষ খুবই দুর্ভোগের মধ্যে পড়েছে। অনেকে জীবন রক্ষার জন্য আকুতি করছে। এই অবস্থায় মনুষত্ববোধ বিবেকবান মানুষ তার নিজের অবস্থান থেকে সর্বোচ্চ ভাবে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। সবার মাঝে মানবতা ফিরে এসেছে। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য। ‌

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59488.68
ETH 2538.17
USDT 1.00
SBD 2.52