💗বাবা দিবস উপলক্ষে পৃথিবীর সকল বাবার প্রতি রইল ভালোবাসা এবং শুভেচ্ছা🌹[10% shy-fox]🌹

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


প্রথমেই সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা জানাই। পৃথিবীর সকল বাবা তার সন্তানদের কাছে অনেক আদরে এবং ভালো থাকুক এই দোয়া করি। আসলে পৃথিবীর সকল বাবা মহান ব্যক্তি। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মহান ব্যক্তি এবং প্রত্যেকটা মানুষের জীবন সঠিক ভাবে পরিচালনার কারিগর হল বাবা। আর এই বাবা দিবস উপলক্ষে আমরা বাবাকে অনেক ভালোবাসি, আমরা বাবার সাথে সেলফি উঠে পোস্ট করি এভাবে আমরা বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করি,এই বাবা দিবসেই বাবার প্রতি আমাদের ভালোবাসা এবং দায়িত্ব শেষ হয়ে গেল। আর হাজার দিনে বাবার খোঁজ আমরা করি না,শুধু দিবস নয় বাবা-মাকে ভালবাসতে হবে প্রতিটা দিনই,আর এই প্রতিটা দিনই যেন একটি করে দিবস মনে হবে।আমরা শুধু দিবসে দিনে বাবা-মার সাথে সময় কাটাবো,বাবা-মাকে ভালোবাসা এবং অন্য দিনগুলোতে বাবা -মার খোঁজ নেব না এটা ভালোবাসা নয়,এটা কখনোই বাবা-মার প্রতি শ্রদ্ধাশীল নয়, দায়িত্বশীল নয়। আসলে বাবা মাকে ভালোবাসাতে হবে হৃদয় দিয়ে।বাবা মা যেমন আমাদের ভালোবাসে তার জীবনের চায়তে বেশি।বাবা মার জন্য আমরা এই পৃথিবীর আলো দেখতে পেয়েছি। তাদের ছাড়া আমরা কখনই এই পৃথিবীর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারতাম না। তাই বাবা দিবস উপলক্ষে আমি সকলকে বলতে চাই বৃদ্ধাশ্রম নয়, নয় কোন দিবস, বাবা- মা থাকবে প্রতিটা দিন আমার মাথার মুকুট হয়ে।


প্রত্যেকটা পুরুষই বাবা নয় কিন্তু প্রত্যেকটা বাবাই পুরুষ।পুরুষ যখন বাবা হয়। তখন তার চিন্তা-ভাবনা অনেকটা চেঞ্জ হয়ে যায়। যখন আমরা বাবা হবো তখন আমাদের নিজেদের নিয়ে ভাবার কোনো সময় থাকবে না।আমরা ভাববো আমাদের সন্তানকে নিয়ে। ঠিক তেমনি আমাদের সকলের বাবা-মা তাদেরকে নিয়ে কখনোই ভাবেনা। ভাবে আমাদের নিয়ে। আসলে আমরা যখন বাবা হবো, তখন কিন্তু আমরা এই বাবা মার মর্যাদাটা বুঝবো।তার আগে বাবা ভালোবাসাটা বুঝতে চেষ্টা করি না। আসলে বাবা মানে হাজার কষ্ট বুকে নিয়ে সন্তানের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা আর এই বাবা কখনোই কাঁদে না। আসলে বাবা হৃদয়টা খুবই শক্ত, সে কখনোই কাঁদে না। সে তার সন্তানের কান্না থামিয়ে দেয় সে কখনোই কষ্ট পায় না তার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। মাথার ঘাম পায়ে ফেলে হাজার কষ্ট বুকে নিয়ে সন্তানের চাহিদা মেটানোর চেষ্টা করে।তাই প্রতিটা বাবাই মহান ব্যক্তি।


father-g3e0a98abb_1920.jpg


Source


আমাদের প্রত্যেকেরই জীবনের বাবারাই প্রথম খেলার সাথী হয়ে থাকে। বাবারা ছোটবেলায় আমাদের কোলে করে নিয়ে খেলাধুলা শুরু করে। আসলে আমরা কিন্তু বাবার কাছ থেকেই খেলাধুলা শিখি। কারণ ছোটবেলা বাবা অনেক আদর করে আমাদের আকাশের দিকে ছুড়ে মারতো এবং আমরা তখন ভয় পেতাম না, আমরা হাসতাম, আমাদের আকাশে ছুড়ে মারতে আমরা হাসতে হাসতে বাবার বুকের সাথে মিশে যেতাম। তখন আমাদের ভয় ছিল না কারণে বাবা আমাদের অবশ্যই ধরবে। তাই বাবা কখনোই আমাদের হাত ছেড়ে দেয়নি। সেই ছোটকাল থেকেই বাবা আমাদের শক্ত করে ধরে আছে,কখনো হাত ছারেনি।


child-g0272a3321_1920.jpg


Source


বাবা শুধু আমাদের খেলার সাথী নয়। আমাদের দু পায়ে দাঁড়ানোর শক্তি হিসেবে বাবা কাজ করেছে।সব সময়। বাবা হাজার কষ্ট বুকে নিয়ে আমাদের জন্য কাজ করেছে। আমরা দু পায়ে শক্তি দিয়ে দাঁড়িয়ে যাবো, এ কাজটি বাবা করেছে। এটা শুধু কাজের ক্ষেত্র নয়, এটা জীবনের প্রতিটা ধাপে বাবা আমাদের সাহায্য করেছে। আসলে বাবা নামের বটগাছের মাথার উপরে আছে বলেই আমরা যে কোন জায়গায় দাঁড়াতে পারি এবং যেকোনো কাজ করতে পারি। আমাদের বাবা যদি না থাকতো তাহলে আমরা বুঝতাম জীবনের ধাপগুলো পার করতে কতটা কষ্ট হয়। আর এই কষ্টটা বাবা হাসিমুখে পালন করে যায়। বাবা সন্তানের উন্নতির জন্য সকল কিছু ত্যাগ করতে পারে। এই বাবা আমাদের জীবনের মহামূল্যবান। আসলে যাদের বাবা-মা নেই,মাথার উপরে বটগাছ ছায়া ছাড়া জীবন চলা যে কতটা কষ্টের তারাই বঝে,বাবা নামের এই বটগাছ ছায়া দিয়ে রাখে তার সন্তানদের সারা জীবন।


সেই ছোটবেলা থেকে বাবা আমাদের জন্য কাজ করে যাচ্ছে। কখনো বাবা বলোনা আমার সন্তান আমাকে এত কষ্ট দিয়েছে আমি আমার সন্তানের জন্য আর করতে পারবোনা। আমার সন্তান এখন যা ইচ্ছা তাই করুক। এটা কখনোই বলে না। হাজার কষ্ট দিলেও বাবা কখনোই আমাদের ছেড়ে চলে যেতে চায় না। কিন্তু আমরা অল্প কিছুতেই বাবা-মাকে ছেড়ে চলে যাই। আমরা বাবা-মাকে কষ্ট দেই। আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেই। আমরা বাবা-মাকে বোঝা মনে করি। আরে কাকে বোঝা মনে করি। যে ব্যক্তির জন্য আমি এই সুন্দর পৃথিবীতে আসতে পেরেছি এবং বসবাস করতে পারছি। কিভাবে আমরা বাবা-মাকে দূরে সরে দেই। আমরা কাকে দূরে সরে দেয়। যে আমাদের এই পৃথিবীর আলো দেখিয়েছে। যে হাজার কষ্ট বুকে নিয়ে আমাদের এত বড় করেছে।যাদের রক্তে মাংসে আমার দেহ গড়া। ছোটবেলা যদি বাবা-মা আমাদের বোজা মনে করে দূরে সরে দিত তাহলে আমাদের অবস্থা কি হত, রাস্তায় কুকুররা আমাদের মাংস ছিঁড়ে ছিঁড়ে খেত। আজ আমরা বড় হয়েছি আমরা বাবা মাকে রাস্তায় ফেলে দেই। কি কপাল আমাদের যে বাবা আমাদের এই পৃথিবীর আলো দেখে দিল। তাকে আমরা রাস্তায় ছুঁড়ে ফেলে দেই। শুধু বাবা দিবস উপলক্ষে আমরা বাবার দায়িত্ব পালন করি একটা সেলফি এবং ভালোবাসা দিয়ে কিছু অর্থ দিয়ে আর অন্য দিন গুলোতে কি খায় না খায় খোঁজও নেওয়া হয় না।তাহলে এই রকম দিবস দরকার নাই।আমাদের প্রত্যেকেরই উচিত প্রতিটা দিনই মা-বাবাকে ভালোবাসা।


bicycle-gf6b57b903_1920.jpg


Source


বাবা দিবস মানে, বাবার প্রতি সন্তানের দায়িত্ব মনে করিয়ে দেওয়া। আমরা অনেকেই ব্যস্ততার কারণে অনেক ইচ্ছা করে বাবা- মাকে ভুলে যাই। অবশ্য এই দিনটির কারণে আমরা সেই বাবা-মার কথা একটু হলেও স্মরণ করি, এখান থেকে যেন আমরা আবার নতুন করে আমারা আমাতের বাবা-মার প্রতি ভালোবাসার তৈরি করতে পারি এবং বাবা মাকে নিয়ে যেন জীবনের পথ চলতে পারি। এটা শিক্ষা নেওয়া। আসলে বাবা- মা আমাদের জন্য মহান ব্যক্তি।তারা আমাদের মাথার মুকুট হয়ে সারা জীবন যেন হাসি মুখে বেঁচে থাকতে পারে এই দোয়া করি। শুধু দিবস নয়, প্রতিটা দিনই যেন বাবা-মাকে আমরা আমাদের হৃদয় দিয়ে ভালোবাসতে পারি। তাই বাবা দিবস উপলক্ষে আমি সবাইকে বলতে চাই, সকল বাবা যেন তার সন্তানদের সাথে আনন্দময় মুহূর্ত এবং শান্তিতে বসবাস করতে পারে এই দোয়া রইল।পৃথিবীর সকল বাবার প্রতি রইল হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা🙏🌹🙏


banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Sort:  
 2 years ago 

বাবা দিবস উপলক্ষে খুব সুন্দরভাবে বাবাকে নিয়ে অনেক মূল্যবান কিছু কথা লিখেছেন। যা পরেও দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেছি। আসলে ভালোবাসা একটা দিনের জন্য নয় আমাদের ভালোবাসা বাবা-মার সাথে প্রতিটি দিন প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত যেন অটুট থাকে। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।আসলে বাবার কোন তুলনা হয়না।

 2 years ago 

বাবা দিবস উপলক্ষে আপনি চমৎকার একটি পোস্ট করেছেন আমাদের মাঝে। আসলেই পৃথিবীর দিকে লক্ষ্য করলে দেখা যায় বৃদ্ধ হয়ে গেলে সন্তানের কাছে অবহেলিত হয়ে যায়। তখন তাদের শেষ ঠিকানা হয়ে যায় বৃদ্ধাশ্রম। তাই এই বাবা দিবসের অঙ্গীকার হোক কোনো বাবাই যেন আর অবহেলিত না হয়।

 2 years ago 

বাবা সারাটা জীবন সন্তানদের জন্য কষ্ট করে যায়। কখনো নিজের কথা ভাবে না। শেষ বয়সে আমরা বাবা- মাকে খুবই অবহেলা করি।বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই, তাই বাবা দিবস উপলক্ষে প্রত্যেকটা বাবা যেন সুখে থাকতে পারে তাদের সন্তানদের কাছে, এই কামনা করি।

 2 years ago 

বাবা এমন একটি জিনিস যার ছায়া মাথার উপর থাকলে কষ্ট ছুঁতে পারেনা। আমাদের আগলে রাখেন মমতায়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় শেষ বয়সে বেশ কষ্ট পেতে হয় তাদের। সবার উচিত তাদের খেয়াল রাখা।
ভালো পোস্ট ছিলো ভাই।

 2 years ago 

বাবা মানেই বটগাছ, বট গাছের ছায়ার মতো সন্তানদের সব সময় আগলে রাখে। আসলে এই বাবার কোন তুলনা হয় না। বাবা ছাড়া জীবনটা খুবই কষ্টের। আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাই বাবা দিবস উপলক্ষে আমাদের মাঝে আপনি চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় বৃদ্ধ হয়ে গেলে বাবা-মা সন্তানের কাছে অবহেলিত হয়ে যায়। তখন তাদের শেষ ঠিকানা হয়ে যায় বৃদ্ধাশ্রম। তাই এই বাবা দিবসের অঙ্গীকার হোক কোনো যা বাবাই যেন আর অবহেলিত না হয়। আপনার পুরো পোস্টটি পড়েছি ভাই খুব চমৎকার ভাবে সাজিয়ে গুছিয়ে বাবাদের সন্তানের প্রতি ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত সবগুলো বিষয় তুলে ধরেছেন যা পুরো হৃদয় নাড়া দিয়ে দিল। অসংখ্য ধন্যবাদ ভাই শুভকামনা অবিরাম আপনার জন্য।

 2 years ago 

বাবারা সুপারহিরো সব সময় সন্তানদের জন্য কাজ করে যায়, আর সেই বাবাদের আমরা অবহেলা করি। তাই বাবা দিবস উপলক্ষে সবাইকে জানাই কোন বাবা যেন কষ্ট এবং শেষ বয়সে বৃদ্ধাশ্রমে না যায়, আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে কিন্তু একটাও খারাপ বাবা নেই। কথাটার গভীরতা কিন্তু অনেক ভাই এবং একেবারে সত্য একটা কথা। একজন মানুষ তখনই বুঝে তার বাবা তার জন্য কতকিছু করেছে যখন সে নিজে বাবা হয়। পৃথিবীর সকল বাবা ভালো থাকুক। ভালো লিখেছেন ভাই।।

 2 years ago 

আসলে ভাই পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, কিন্তু একটাও খারাপ বাবা নেই। বাবা এমন একটা শব্দ যখন বাবা হয় তখন মানুষ বোঝে বাবার দায়িত্বটা। বাবারা সবসময় সুপার হিরো হিসেবে সন্তানের জন্য কাজ করে যায়।

 2 years ago 

বাবা হচ্ছে বটবৃক্ষ। সন্তানকে আগলে রাখে তার সবটুকু দিয়ে। যাদের বাবা বেচে নেই তারা আসলে বুঝে বাবা কি জিনিস। আমি আমার বাবাকে অনেক ভালবাসি। আজ বাবা দিবসকে কেন্দ্র করে অনেক ভাল একটি কন্টেন্ট বানিয়েছেন ভাই। পড়ে ভাল লাগলো। পৃথিবীর সকল বাবাকে জানাচ্ছি অনেক অনেক ভালবাসা ও শ্রদ্ধা।

 2 years ago 

আসলেই বটের ছায়ার মত সন্তানদের আগলে রাখে বাবা। কখনোই সন্তানদের কষ্ট বুঝতে দেয় না। আসলে এই বটগাছটা যখন মাথার উপর থেকে চলে যায়, তখন বোঝা যায় বাবা ছাড়া জীবনটা কত কষ্টের।

প্রথমে আপনাকে বাবা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। বাবা-মানেই সুপারহিরো। প্রত্যেকটি পরিবারকে বাবা যেভাবে আগলে রাখে এবং সাপোর্ট দেয় এক কথায় বলে শেষ করা যাবে না ।আপনার পোস্টটি পড়ে অসম্ভব ভালো লেগেছে ভাই। দোয়া করি এরকম সামনে আরো অনেক কিছু পোস্ট করবেন

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে এই প্রত্যেকটা বাবাই সুপারহিরো আর এই সুপার হিরোরা সবসময় সন্তানদের জন্য কাজ করে যায়।

 2 years ago 

বাবাকে নিয়ে আর কি বলব যতই বলব ততই কথা বাড়তেই থাকবে শেষ হবেনা প্রথম খেলার সাথী প্রথম হাটা শেখা প্রথম সাঁতার শেখা জীবনে চলার পথ নির্ধারক সবিতার থেকে শুরু। আপনি খুব সুন্দর আলোচনা করেছেন খুবই ভালো লাগলো পড়ে। ভাল থাক পৃথিবীর সকল বাবা

 2 years ago 

আসলেই ভাই বাবা-মার কোন তুলনা হয় না। জীবনে প্রথম শিক্ষক এবং প্রথম প্রশিক্ষণ মা- বাবার কাছ থেকে শেখা হয়। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

 2 years ago 

প্রত্যেকটা পুরুষই বাবা নয় কিন্তু প্রত্যেকটা বাবাই পুরুষ।পুরুষ যখন বাবা হয়। তখন তার চিন্তা-ভাবনা অনেকটা চেঞ্জ হয়ে যায়।

কথাটি যথা যত সত্য বলে মনে করি। কারন আমি তার প্রমান। বাবা মা এই দুটি শব্দের অনেক কঠিন সব আর্থ প্রকাশ করে যা , শুধু সেই উপলব্ধি করতে পারে যে এর বাস্তবের সম্মুক্ষিন হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য। দোয়া এবং ভালোবাসা রইল প্রতিটি বাবা-মার জন্য

 2 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া🌹

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60340.89
ETH 2615.66
USDT 1.00
SBD 2.56