ফ্যাশন ফটোগ্রাফি||২০জুন২০২১

আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভাল আছেন, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি খুব ভাল আছি। আজকে আমি আমার একটি ফটো শেয়ার করবো।

IMG_7852.JPG

IMG_7865.JPG

লোকেশনঃভিন্নজৎগত, রংপুর।

শিক্ষা সফরে গিয়েছিলাম। ফুলবাড়ী সরকারি অনার্স কলেজ থেকে। অনেক মিস করি সেই দিন গুলোর কথা।প্রায় দুই বছর ধরে কলেজ কিংবা ভ্রমনের জন্য মায়া হয়নি। আপনারা সকলে সেটা জানে যে করোনা মহামারী রোগের কারনে। আল্লাহর কাছে দুই হাত তুলে সবাই দোয়া করি যেন তারা তারি যেন এই মহামারী থেকে মুক্তি পায় । আমরা যেন সকলেই স্কুল- কলেজে যেতে পারি। আবারো এই ভাবে শিক্ষা-সফরে যেতে পারি।

আসা করি আমার ফ্যাশন ফটোগ্রাফি টি আপনাদের ভালো লাগবে। কোনো কিছু ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাইকে

@rashesd05

Sort:  

অনেক সুন্দর ফটোগ্রাফি গুলো হয়েছে।

ধন্যবাদ

 4 years ago 

অসাধারন

ধন্যবাদ ভাই

 4 years ago 

খুব সুন্দর হয়েছে ভাইয়া!

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.033
BTC 119956.46
ETH 4439.59
SBD 0.79