আমার তোলা কিছু ফটোগ্রাফি //আমার বাংলা ব্লগ।♥//


আসসালামু আলাইকুম,


সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে যে যেখানে, যে অবস্থায় আছেন ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তায় অশেষ রহমতে ভালো আছি। হাজির হয়ে গেলাম, আপনাদের সাথে আবার আমার নতুন একটা পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আমার গোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন শুরু করি আমার আজকের পোষ্টটা-


আমি যখনই রুমে থাকি, তখনই কোনো না কোনো পোকা, প্রজাপ্রতি বা কিছু একটা আমার রুমের টেবিলের উপর এসে বসে। বেশির ভাগ সময় প্রজাপ্রতি এবং প্রজাপ্রতির মতো দেখতে একটা পোকা আসে। যাকে আমরা পর্দা বলে থাকি।তবে এটার হয়ত অন্য নামও থাকতে পারে। আমার মা আমাকে বলে রুমের মধ্যে নাকি প্রজাপ্রতি বা পর্দা আসাটা অনেক ভালো লক্ষ্য। তবে আমি এটার কারণ যানি না। কালকে যখন আমি আমার বিছানার উপর বসেছিলাম তখন লক্ষ্য করলাম। একটা প্রজাপ্রতির মতো দেখতে কিছু একটা ছোট পোঁকা আমার বিছানার উপর বসল। আমি সেটাকে উড়িয়ে দিলাম না। আমি আমার ফোনটা নিয়ে তার কিছু ছবি তুুলাম। যদিও কাছ থেকে ছবি তুলতে গেলে উড়ে যেতে পারত।তবুও আমি ছবি তুললাম কিছু। দেখতে অনেক সুন্দর ছিল। তাই আমি তার কিছু ছবি তুললাম। ছবি তোলার মাঝে উড়ে গিয়ে আবার আমার একটা খাতার পেপারের উপর বসলেন।



IMG_20210806_222108_375.jpg

Device : Itel vision 1.
w3w link
photographyer: @rasel72.


IMG_20210806_222054_885.jpg
Device : Itel vision 1.
w3w link
photographyer: @rasel72.


IMG_20210806_222032_814.jpg

Device : Itel vision 1.
w3w link
photographyer: @rasel72.


IMG_20210806_222021_795.jpg

Device : Itel vision 1.
w3w link
photographyer: @rasel72.


IMG_20210806_222002_061.jpg

Device : Itel vision 1.
w3w link
photographyer: @rasel72.


IMG_20210806_221944_911.jpg

Device : Itel vision 1.
w3w link
photographyer: @rasel72.


IMG_20210806_222044_999.jpg

Device : Itel vision 1.
w3w link
photographyer: @rasel72.




উপরেরটা ছিল এক ধরনের। এবার তার থেকেও ছোট একটা পোকার ছবি দেখাবো।যেটাও দেখতে প্রজাপ্রতির মতো। কিন্তু আসল কথা হলো আমি এদের একটাও সঠিক নাম জানি না। আমি পড়তে বসলে বা টেবিলের কাছে গেলেই এদের দেখতে পায়। তাই আজকে কিছু ছবি তুলে নিলাম।



IMG_20210806_222133_289.jpg

Device : Itel vision 1.
w3w link
photographyer: @rasel72.


IMG_20210806_222145_772.jpg

Device : Itel vision 1.
w3w link
photographyer: @rasel72.




আশা করি ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন-সুস্থ থাকবেন।


আমি @rasel72 অঙ্গিকার করছি যে, উপরের সকল লেখা এবং তোলা ছবি আমার নিজের ব্যাক্তিগত।


সবাইকে অনেক ধন্যবাদ আমার পোষ্টটা পড়ার জন্য।





Sort:  
 3 years ago 

বাহ! বেশ দারুন তো, ছোট বেলায় আমরা শুনেছি প্রজাপতি ঘরে আসে পানি খাওয়ার জন্য, আবার অনেকেই বলতো সুখবর নিয়ে আসে। ফটোগ্রাফিগুলো ভালো হয়েছে। ধন্যবাদ

আমিও শুনেছি ভাইয়া। তবে আমার মা বলে এরা নাকি বাড়ীর মুরবিরা আসে। যারা মারা গেছেন। আমির বিশ্বাস হতে চায় না।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি ভাই সব সময়ই এক কথায় অসাধারণ

ধন্যবাদ ভাই।

 3 years ago 

সুন্দর প্রজাপতির ফটোগ্রাফি।আমাদের বাড়িতে সবজি খেতে অনেক প্রজাপতি আছে।আবার সন্ধ্যায় ঘাস ফড়িং এবং প্রজাপতি ঘরেতেও চলে আসে।আমি তো প্রজাপতিকে চিনি এবং ঘাসফড়িংকে ভাত খেতে দিই মাঝে মাঝে।ধন্যবাদ দাদা সুন্দর প্রজাপতি শেয়ার করার জন্য।

আপনাকে ধন্যবাদ বোন। আপনার মতামতটা জানানোর জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67282.50
ETH 2627.94
USDT 1.00
SBD 2.68