খুব সহজে ফলের ঝুড়ি অংকন (ধাপে ধাপে)....



আসসালামু আলাইকুম,


সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার একটা নতুন ড্রইং নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি খুব সহজেই কিভাবে একটা সুন্দর ফলের ঝুড়ি অংকন করা যায়, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টটা করব। আশা করি আপনাদের কাছে আমার আজকের ড্রইংটা ভালো লাগবে। চলুন শুরু করি ড্রইংটা -


IMG_20210805_151426.jpg

ফলের ঝুড়ি অংকন


উপকরণ-

১।পেপার।
২।পেন্সিল ২বি এবং ১০বি।
৩।রাবার।
৪।কাটার।
৫। বিভিন্ন কালার রঙ।


প্রথম ধাপ-
IMG_20210805_144444.jpg

প্রথমে আমি ২ বি পেন্সিল ব্যবহার করে আমি হালকা করে ঝুড়ি অংকনের জন্য একটা বৃত্ত অংকন করলাম।


দ্বিতীয় ধাপ-

IMG_20210805_144518.jpg

এরপর আমি কোনো দরকম একটা ঝুড়ির আকৃতি অংকন করে নিলাম।


তৃতীয় ধাপ-

IMG_20210805_144641.jpg

এরপর আমি পূরা একটা ঝুড়ি অংকন করে নিলাম।


চতুর্থ ধাপ-
IMG_20210805_144833.jpg

IMG_20210805_144945.jpg

এখন আমি ঝুড়ির মধ্যে ধাপে ধাপে কিছু ফল অংকন করে নিলাম। যেমন- আপেল, কলা, আঙ্গুর, কাঠাঁল ও আনারস।


পঞ্চম ধাপ-
IMG_20210805_145430.jpg

IMG_20210805_145606.jpg

অংকন করা শেষ। এবার আমি কালার করা শুরু করলাম। প্রথমে আমি ফলগুলো কালার করলাম।


ষষ্ঠ ধাপ-

IMG_20210805_145817.jpg

এরপর আমি ঝুড়িটা কালার করার জন্য বিভিন্ন জায়গায় বাদামি কালারটা ব্যবহার করলাম।


সপ্তম ধাপ-

IMG_20210805_150012.jpg

IMG_20210805_150203.jpg

এরপর আমি ধাপে ধাপে ঝুড়িতে কাঠ কালার এবং অ্যাস কালারটা দিয়ে ঝুড়ির বেশির ভাগ অংশটুকু কালার করলাম।


অষ্টম ধাপ-

IMG_20210805_150401.jpg

এরপর আমি ঝুড়ির বাকি অংশটুকু কালার করলাম।


নবম ধাপ-

IMG_20210805_151145.jpg

সব জায়গায় কালার করা শেষ। এবার আমি ১০বি পেন্সিল ব্যবহার করে সকল দাগগুলো গাঢ় করে দিলাম। যাতে সকল কিছু বোঝা যায় এবং দেখতে সুন্দর লাগে।


দশম ধাপ-

IMG_20210805_151426.jpg

এরপর আমি ১০বি পেন্সিল দিয়ে ঝুড়িতে বেতের যে দাগগুলো দেখা যায় সেটা দেওয়া চেষ্টটা করলাম।


আর এভাবেই ধাপে ধাপে খুব সহজে আমি আমার আজকের ড্রইংটা শেষ করলাম। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছন। আমি খুব সহজেই দেখানোর চেষ্টটা করেছি।


আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের ড্রইংটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন-সুস্থ থাকবেন। আবার দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।


সবাইকে অনেক ধন্যবাদ আমার পোষ্টটা দেখার জন্য।



Cc:
@rme.
@hafizullah.



logo.gif



আমার বাংলা ব্লগ এর লগটার অ্যানিমেশনটা @rme দাদার বানানো। আমি তার পোষ্ট থেকে ডাউনলোড দিয়ে এখানে আপলোড দিয়েছি।



RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2kFULPYJ54Xb4fwnoWiqhnsVGNxUzm11EdnGCa7fkkDE1L3RcvRuixigDGPZV8mEE3dfWRPrqDE6fkyJYE.png

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর হয়েছে ভাই আপনাকে ধন্যবাদ

ধন্যবাদ ভাই।

 3 years ago 

দাদা ঝুড়ি ভর্তি ফলমূল নিয়ে কি আজ রাতে হ্যাংআউটে যাবেন।বিজয়ীদের দেওয়ার জন্য। আমি মজা করলাম।সুন্দর হয়েছে।

🤭হ্যা বোন। যেতেই পারি। তবে গেলে আপনাকে আগে দিব।ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে ও ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

সুন্দর হয়ছে ভাই আর্টটা।

ধন্যবাদ।

 3 years ago 

অসাধারন হয়েছে।

ধন্যবাদ।

দারুন অংকন করেছেন।পোস্ট টা খুব ভাল হয়েছে

ধন্যবাদ।

ওরে ভাই এত ধৈর্য নিয়ে কিভাবে আর্ট করেন! আমি ছোটবেলা থেকে এত চেষ্টা করি কিন্তু কখনোই ভালোমতো ছবি আর আঁকতে পারলাম না। এটা অনেক বড় একটা আক্ষেপ আমার। পোস্টটা দেখে ভালো লাগলো অনেক। পরবর্তী কাজের জন্য শুভকামনা রইল।

আপনে ধৈর্য ধরে চেষ্টটা করেন অবশ্যই সফলতা পাবেন। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে ভাই। ধন্যবাদ শেয়ার করার জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60352.73
ETH 2410.03
USDT 1.00
SBD 2.44