খুব সহজে হেমন্ত কালীন ধান কাটার গ্রামীন দৃশ্য অংকন......
আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। হাজির হয়ে গেলাম আপনাদের সাথে আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আমার নিজের আকাঁ একটা ড্রইং শেয়ার করব। আশা করি সবার কাছে ভালো লাগবে। আজকে আমি একটা ধান কাটার দৃশ্য অংকন করার চেষ্টটা করেছি। যেখানে মাঠে কিছু মানুষ ধান কাটছেন এবং আরেকজন মাথায় করে নৌকাতে তুলছেন।সেগুলো নিয়ে যাওয়ার জন্যে। আমি ধাপে ধাপে কিভাবে ছবিটা অংকন করেছি তা আপনাদেরকে দেখানোর চেষ্টটা করব। চলুন শুরু করি-
উপকরণ-
১। পেপার
২।পেন্সিল ২বি এবং ৬বি।
৩।রাবার।
৪।কাটার
৫।বিভিন্ন কালার রং।
প্রথম ধাপ-
প্রথমে আমি ২বি পেন্সিল ব্যবহার করে দুইজন কৃষককে অংকন করলাম। যারা বসে ধান কাটছেন।
দ্বিতীয় ধাপ-
এরপর আমি দূরের গ্রাম এবং দুইটা বাড়ী অংকন করলাম।
তৃতীয় ধাপ-
এরপর আমি পাশে একটা নদী এবং নদীতে নৌকা অংকন করলাম। যার উপর ধানের বোঝা রাখা আছে।
চতুর্থ ধাপ-
এরপর আমি আরও একটা নৌকা এবং একজন মানুষকে অংকন করলাম, যে মাথায় করে ধানের বোঝা নিয়ে যাচ্ছে। এবং পাশে কিছু ধানের বোঝা অংকন করলাম।যেগুলো আটি বাধা আছে।
পঞ্চম ধাপ-
সব কিছু অংকন করা শেষ। এবার আমি কালার করা শুরু করলাম।আমি প্রথমে আকাশ এবং নদীর কালারটা করলাম।
ষষ্ঠ ধাপ-
এরপর আমি মাঠের ধানের কালারটা করলাম হলুদ কালার দিয়ে। এর সাথে সাথে নৌকায় রাখা ধানের কালারটাও করলাম।
সপ্তম ধাপ-
এরপর আমি মাঠের ধানের কালারের উপর হালকা সবুজ কালার করলাম। যাতে দেখতে ভালো লাগে।
অষ্টম ধাপ-
এরপর আমি দূরের গ্রাম সহ বাড়ীর কালার করলাম।
নবম ধাপ-
এরপর আমি কৃষক সহ মাঠের বাকি অংশটুকু কালার করলাম।
দশম ধাপ-
মোটামুটি কালার করা শেষ। এবার আমি ৬বি পেন্সিল ব্যবহার করে দৃশ্যটার সকল দাগগুলো গাঢ় করে দিলাম।যাতে সকল দাগগুলো ভালো করে বোঝা যায় এবং দেখতে সুন্দর লাগে।
এগারোতম ধাপ-
এরপর আমি পেন্সিল ব্যবহার করে ধানের যে শিশগুলো হয় সেগুলো দেওয়ার চেষ্টটা করলাম। এবং সবার শেষে আমি কারেন্টের লাইনগুলো দিলাম।
এভাবে আমি আমার আজকের দৃশ্যটা অংকন করেছি। আশা করি আপনাদের সকলের কাছে আজকের দৃশ্যটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।
সবাইকে অনেক ধন্যবাদ আমার পোষ্টটা দেখার জন্য।
খুব সুন্দর হয়েছে আর্টটি।ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে সুন্দর ছবি এঁকেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া।
ভালো একেছেন ভাই।
ধন্যবাদ।
খুব সুন্দর হয়েছে আর্টটি।ধন্যবাদ রাসেল ভাই শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ ভাই।