খুব সহজে বনের মাঝের ঝড়না অংকন।//ধাপে ধাপে। ||10% beneficiaries @shy-fox. ||



আসসালামু আলাইকুম,


সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম, আপনাদের সাথে আমার নতুন একটা পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আমার একটা ড্রইং শেয়ার করব। আশা করি সবার কাছে ড্রইংটা ভালো লাগবে। আজকে আমি একটা ঝড়নার ছবি অংকন করেছি। যেখানে একটা উচু জায়গা থেকে পানি নিচের দিকে পড়তেছে। আমি ধাপে ধাপে খুব সহজে আপনাদেরকে দেখানোর চেষ্টটা করব। আশা করি সবাই খুব সহজেই বুঝতে পারবেন। চলুন শুরু করি ড্রইংটা -


IMG_20210820_104921.jpg


খুব সহজে ঝড়না অংকন-


উপকরণ-

১।পেপার
২।পেন্সিল ২বি এবং ১০বি।
৩।বিভিন্ন কালার রঙ।


প্রথম ধাপ-

IMG_20210820_101509.jpg

প্রথমে আমি পেপারের উপর হালকা করে ঝড়নাটা অংকন করে নিলাম।


দ্বিতীয় ধাপ-

IMG_20210820_101625.jpg

এবার আমি পানিতে থাকা কিছু পাথর অংকন করলাম। যেগুলো গাছের আশে পাশে থাকবে।


তৃতীয় ধাপ-

IMG_20210820_102012.jpg

এরপর আশে পাশের সকল গাছগুলো অংকন করা শেষ করলাম।


চতুর্থ ধাপ-

IMG_20210820_102433.jpg

এখন কালার করার পালা। প্রথমে আমি ঝড়নার পানির কালারটা করে নিলাম। এখানে আমি পানিতে তিনটা কালার ব্যবহার করেছি।


পঞ্চম ধাপ-

IMG_20210820_102559.jpg

এরপর আমি পাথরগুলোতে কালার করলাম। এখন আমি শুধু একরা কালার দিয়ে পাথরের কালার করেছি।


ষষ্ঠ ধাপ-

IMG_20210820_102931.jpg

IMG_20210820_103224.jpg

এরপর আমি দুইটা ধাপে আশে পাশের সকল গাছের এবং পাহাড়ের যে অংশটুকু দেখা যাচ্ছিল সেটার কালার করলাম।


সপ্তম ধাপ-

IMG_20210820_103835.jpg

এবার আমি গাছের যে ডাল পালাগুলো আছে তার কালারটা করে নিলাম।


অষ্টম ধাপ-

IMG_20210820_104527.jpg

মোটামুটি সব কালার করা শেষ। এবার আমি ১০বি পেন্সিল দিয়ে সকল দাগগুলোকে গাঢ় করে দিয়ে নিলাম।যাতে দেখতে সুন্দর এবং বোঝা যায়।


নবম ধাপ-

IMG_20210820_104921.jpg

এরপর সর্বশেষ আমি ১০বি পেন্সিল দিয়ে পাথরের কিছু আলো ছাড়া এবং কালার করে দিলাম। যাতে সুন্দর লাগে।

IMG_20210820_105035.jpg


আর এভাবেই আমি আমার আজকের ড্রইংটা খুব সহজেই শেষ করলাম। আমি আশা করি পূরো বিষয়টা খুব সহজেই আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। অবশ্যই নিজের সুরক্ষা নিজে নিয়ে চলবেন।


সবাইকে অনেক ধন্যবাদ আমার পোষ্টটা দেখার জন্য। আমার আজকের ড্রইংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার জন্য শুভ কামনা রইল।



logo.gif



Sort:  
 3 years ago 

তোমার আর্টের প্রশংসা আর নতুন করে করব না। খুব সুন্দর হয়েছে আর্ট। এরকম প্রাকৃতিক দৃশ‍্যে অংকনের জন্য ধন্যবাদ।

ধন্যবাদ।

 3 years ago 

🙂

 3 years ago 

দুর্দান্ত ।খুব সুন্দর হয়েছে অঙ্কন টি।শুভেচ্ছা রইলো ভাই।

ধন্যবাদ ভাই।

 3 years ago 

অসম্ভব সুন্দর হয়েছে আপনার ধাপে ধাপে ঝরনা অংকন শুভকামনা আপনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে♥

ধন্যবাদ আপু।

 3 years ago 

বাহ আপনার আঁকা খুব সুন্দর, একজন পেইন্টিং পেশাজীবীর মত

ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ

আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

খুব সুন্দর আঁকিয়েছেন। যখন আমি আর্ট শিখতাম তখনকার কথা মনে হয়ে গেলো।ঠিক এমনই একটা ঝর্নার স্কেচ করেছিলাম যেখান থেলে একটা সিংহ পানি পান করতেছিল।

ধন্যবাদ ভাইয়া মতামতটা জানানোর জন্য।

 3 years ago 

আপনার ড্রইং ছিল অনেক ভালো এবং আপনি প্রতিনিয়তই অনেক সুন্দর সুন্দর ছবি আমাদেরকে উপহার দেয় এভাবেই কাজ করে যান এবং আমাদেরকে এভাবে সুন্দর সুন্দর নতুন নতুন দৃশ্য উপহার দিয়ে যান আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা।

 3 years ago 

 3 years ago 

আপনার অংকন টি অনেক সুন্দর হয়েছে। শুভ কামনা রইলো আপনার জন্য।

ধন্যবাদ।

 3 years ago 

চমৎকার ছবি অংকন করেছেন ভাইয়া।ঝড়নাটির প্রবাহিত জলের নীচে পাথরগুলো বেশ ভালো লেগেছে আমার।শুভকামনা রইলো ভাইয়া।

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64071.08
ETH 2763.75
USDT 1.00
SBD 2.66