DIY-[এসো নিজে কিছু করি]||কালার কলম দিয়ে আমাদের সবার প্রিয় "দাদার" স্টিমাইট আইডির নাম অংকন।||10% beneficiaries @shy-fox||



❤️আসসালামু আলাইকুম,


🌾সবাইকে স্বাগতম🌾



১৪ ডিসেম্বর , ২০২১.
মঙ্গলবার।


সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার একটা নতুন পোষ্ট শেয়ার করতে যাচ্ছি। আশা করি এই পোষ্টটা আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। চলুন শুরু করি-



আমাদের সবার মাঝেই সৃজনশীলতা রয়েছে। যা আমরা বিভিন্ন ভাবে সেটাকে বাইরে প্রকাশ করি। আমি ছবি আঁকতে খুব ভালোবাসি। তাই মাঝে মাঝে সময় পেলেই ছবি আঁকতে শুরু করি। যদিও তেমন একটা ভালো আঁকাতে পারি না। তবুও চেষ্টটা করে যাচ্ছি। আজকে আমি আমার সবার প্রিয় @rme দাদার স্টিমাইট আইডির নাম কালার কলম ব্যবহার করে অংকন করার চেষ্টটা করেছি যানি না কেমন লাগবে আপনাদের কাছে। আমি অক্ষরগুলোকে কালার কলম দিয়ে ডিজাইন করে ফুটিয়ে তোলার চেষ্টটা করেছি। চলুন তাহলে শুরু করি-



IMG_20211213_195219.jpg

আমাদের সবার প্রিয় দাদার স্টিমাইট আইডির নাম কালার কলম দিয়ে অংকন।


উপকরণ-

১.পেপার।
২.পেন্সিল।
৩.কালো এবং নীল কালার কলম।
৪.রাবার।
৫.কাটার।



ধাপ- ১.

IMG_20211213_183948.jpg

প্রথমে আমি পেন্সিল দিয়ে আর(R), এম(M), E,,, অক্ষরগুলো অংকন করে নিলাম।



ধাপ- ২.

IMG_20211213_185520.jpg

এরপর আমি অক্ষরগুলোকে কালো কলম দিয়ে আবারও লেখে নিলাম এবং আর অক্ষরটার কিছুটা অংশ কালার কলম দিয়ে ডিজাইন করে নিলাম।



ধাপ- ৩.

IMG_20211213_190217.jpg

এরপর আমি আর অক্ষরের এক পাশ পূরোটা কালার কলম দিয়ে ডিজাইন করে নিলাম।



ধাপ- ৪.

IMG_20211213_191626.jpg

এরপর আমি আর অক্ষরটার বাকি অংশ কালার কলম ব্যবহার করে ডিজািন করলাম।



ধাপ- ৫.

IMG_20211213_192740.jpg

এরপর আমি এম অক্ষর এর এক পাশ ডিজাইন করলাম।



ধাপ- ৬.

IMG_20211213_193421.jpg

এখন আমি এম অক্ষরটা সম্পূর্ণ ডিজাইন শেষ করলাম।



ধাপ- ৭.

IMG_20211213_194047.jpg

এরপর আমি বাকি একটা অক্ষর এর কিছু অংশ ডিজাইন করলাম।



ধাপ- ৮.

IMG_20211213_194742.jpg

এরপর আরও কিছু অংশ কালো এবল নীল কালার কলম ব্যবহার করে ডিজাইন করে নিলাম।



ধাপ- ৯

IMG_20211213_195152.jpg

এরপর আমি বাকি সকল জায়গায় ডিজািন করা শেষ করলাম।



IMG_20211213_195235.jpg

IMG_20211213_195225.jpg

IMG_20211213_195219.jpg

IMG_20211213_195330.jpg

আর এভাবেই আমি @rme দাদার স্টিমাইট আইডির নামটা ডিজাইন করে অংকন করার চেষ্টটা করেছি। আমি আপনাদের প্রতিটা ধাপ খুব সহজে বোঝানোর চেষ্টটা করেছি। আশা করি আপনারও বুঝতে পেরেছেন। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে। আজকের মতো এই পর্যন্ত।



ইতি, @rasel72.



সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য এবং আপনাদের সুন্দর মতামত জানানোর জন্য।



আমার পরিচয়


IMG_20210909_192130_163.jpg

আমি মো:রাসেল আহমেদ। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট এর ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের তৃতীয় পর্বে অধ্যায়ন রত আছি। আমি ছবি আঁকতে এবং ফটোগ্রাফি করতে এবং যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমাইট প্লাটফর্মে কাজ করতে।



logo.gif


Sort:  

সত্যি ভাই আপনার তুলে না হয় আপনি দারুন ভাবে "দাদার" স্টিমাইট আইডির নাম অংকনটি করছেন।দেখতে বেশ সুন্দর লাগছে ।আর্টের সাথে উপস্থাপনা অনেক সুন্দর লাগছে।এতে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া।
 3 years ago 
সত্যি ভাইয়া মুগ্ধ হয়ে গেলাম আপনার দক্ষতা দেখে। আপনি কালার কলম দিয়ে আমাদের সবার প্রিয় দাদার স্টিমিট আইডির নাম আপনি অঙ্কন করেছেন। তার ভেতর ম্যান্ডেলা অঙ্কন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া। আমার খুবই ভালো লাগলো।
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
 3 years ago 

ওয়াও ভাইয়া সত্যি অসাধারণ করে আপনি আমাদের সবার প্রিয় দাদার স্টিমিট আইডির নামটি ডিজাইন করেছেন। সত্যিই খুবই সুন্দর হয়েছে। দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। সত্যি ভাই আপনি প্রশংসনীয় একটি কাজ করেছেন। এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য রইল শুভকামনা।

ধন্যবাদ আপু।
 3 years ago 

ভাইয়া আপনি আমাদের সবার প্রিয় "দাদার" স্টিমাইট আইডির নাম অংকন। করেছেন কালার পেন দিয়ে দেখতে অসাধারন হয়েছে। অনেক সুন্দর করে শুরু হতে শেষ পর্যন্ত উপস্থাপনা করেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনার প্রশংসা করতে হয় আপনার জন্য শুভকামনা রইলো

ধন্যবাদ ভাই। আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।
 3 years ago 

কালার কলম দিয়ে খুবই সুন্দর দাদা স্টিমের এর আইডির নাম লিখেছেন। আপনার এই অংকনটি আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য রইল শুভকামনা।

ধন্যবাদ ভাই।
 3 years ago 

কালার কলম দিয়ে দাদার নাম অংকন অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক ধৈর্য্য সহকারে এবং নিখুঁতভাবে কাজটি করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

জি আপু কাজটা করতে অনেকটা সময় লাগছে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
 3 years ago 

কি ডিজাইন করলেন ভাইয়া, আমার কাছে তো একেবারে অসাধারণ লাগছে। লেখাটির অক্ষর গুলো এরকম সুন্দর হয়েছে, ভিতরের ডিজাইন গুলো ক্ষুদ্র ক্ষুদ্র পাবে অনেক সুন্দর নকশা তৈরি করেছেন। সব মিলিয়ে দেখে এত সুন্দর দেখাচ্ছে বলে বুঝানো সম্ভব নয়। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের দাদার প্রতি ভালোবাসা জানিয়ে এত সুন্দর একটি ডিজাইন করার জন্য।

ধন্যবাদ আপু এতো সুন্দর একটা মন্তব্যের জন্য।
 3 years ago 

সম্পূর্ণ মুগ্ধ হয়ে গেলাম আপনার সৃজনশীল মূলক কাজ দেখে। অসাধারণ সুন্দর হয়েছে RME অংকন। দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। ভিতরে মান্ডালা করেছেন। প্রতিটি ধাপ খুবই চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনার এতো সুন্দর একটা মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
 3 years ago 

RME শুধু একটি নাম নয়, একটি আবেগ, একটি ভালোবাসা , আর কিছু স্বপ্ন জড়িয়ে আছে এর সাথে। অনেক সুন্দর করে দাদার নাম টি রঞ্জিত করেছেন। প্রশংসনীয় একটি কাজ। অনেক শুভেচ্ছা রইল।

ধন্যবাদ আপু, এতোটা সুন্দর মন্তব্যের জন্য।
 3 years ago 

অনেক সুন্দর দাদার নামে একটি ম্যান্ডাল করেছে। দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

আপনার সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ বাড়িয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 99357.59
ETH 3318.45
USDT 1.00
SBD 3.07