শহরের বুকে জেগে ওঠা কাশঁফুলের স্থানে কাটানো কিছু মুূহূর্ত। ||10% beneficiaries @shy-fox. ||🍂🍂



❤️আসসালামু আলাইকুম,


🌾সবাইকে স্বাগতম🌾



২৯ সেপ্টেম্বর, ২০২১.
বুধবার।


সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই হয়ত শুধু শহরের বুকে গড়ে ওঠা বড় বড় বিল্ডিং গুলোই চোখে দেখি। কিন্তু শহরের বুকেও যেন বিল্ডিংয়ের মাঝে কখনও কখনও প্রকৃতির অপরূপ রূপটা প্রকাশ পাই। আমি যেখানে থাকি তার পাশেই একটা ফাকাঁ জায়গা রয়েছে। যেখানে হয়ত কিছু দিনের মধ্যেই বড় বিল্ডিং তৈরি করা হবে। আমি সেই জায়গাটার পাশ দিয়েই প্রতিদিন নামাজ আদায় করতে যায়। কিন্তু সেই জায়গাটা এখন যেন শহরের বুকে ফুটে ওঠা এক সুন্দর জায়গা। অনেকেই বিকালে সেখানে কিছুটা সময় কাটান। আজকে সেই জায়গায় যাওয়ার কিছু মুূহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে।


↘️"চলুন শুরু করি"↙️


PicsArt_09-29-02.54.22.jpg

শহরের বুকে জেগে ওঠা কাশঁফুলে মাঝে কাটানো কিছুটা মুূহূর্ত


শহর যে শুরু বিল্ডিংয়ে ঢাকা থাকে তা কিন্তু নয়। অনেক সময় প্রকৃতির সমাহরও সেখানে দেখা যায়। আমার ম্যাচের পাশেই একটা ফাকাঁ জায়গা আছে। সেখানে প্রকৃতি এক নতুন সাজে সেজেছে। সেখানে ফুটে আছে সাদা কাশঁফুল। যা মানুষের মনটাকে কেড়ে নিয়েছে। কয়েক দিন আগেই পরিক্ষা শেষে আমরা তিন বন্ধু সিদ্ধান্ত নিলাম, সেই জায়গাতে আমরা যাব। তো, বিকালে রেডি হয়ে বেড়িয়ে পরলাম। কয়েক মিনিট হেটে সেই জায়গাতে আমরা পৌছে গেলাম। আসলে শহরের বুকে সব সময় নানা স্থাপনায় গড়ে ওঠে। কিন্তু শহরের বুকে কাশঁ ফুল ফুটতে খুব কমই দেখা যায়। যেখানে এখানে ফাকাঁ জায়গায় সাদা কাশঁফুলের মেলা বসেছে। তাই সেন মনটা একটু দেখতে চাইছিল। তাই তিন বন্ধু চলে গেলান।



IMG20210926171144.jpg

IMG20210926171206.jpg

আমরা তিন বন্ধু
Device: realme 8.
w3w link


আসলে যদিও অল্প জায়গায় ফুলগুলো ফুটেছিল। কিন্তু জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগছিল। পূরো জায়গাটা বড় বড় কাশঁফুল ফুটে উঠেছে। যা শহরের সৌন্দর্যটাকে আরও একটু বাড়িয়ে দিয়েছে। মূল্যত আমরা একদিন নামাজ থেকে আসার সময় হঠাৎই জায়গাটা আমাদের চোখে পড়ে। তারপর সেখানে যাওয়ার কথা আমরা ভাবি। কাশঁফুল গুলো লম্বায় প্রায় ৭/৮ ফুটের মতো। সবগুলো ফুল ফোটায় জায়গায় সবুজ এবং সাদায় যেন একটা নতুন রূপে সেজেছে।



IMG_20210928_200634_670.jpg

সবুজ এবং সাদা ফুলে ভরা কাশঁফুল
Device: realme 8.
w3w link


দিনের শেষে যখন সূর্য পাটে নামে তখন, সূর্যের সেই অন্তিম লাল আভা যখন সাদা কাশঁ ফুলের উপর পড়ে তখন যেন, জায়গাটা এক অন্যন্য প্রকৃতির সমাহর সৃষ্টি করে। সাদা সাদা কাশঁ ফুলের ফাকাঁ জায়গাগুলো দিয়ে যখন, সূর্যের অন্তিম যাত্রা দেখা, তখন যেন প্রকৃতির আসল সৌন্দর্যটা উপভোগ করা যায়। যদিও বেশির ভাগ কাশঁ ফুলগুলো নদী বা খাল-বিলের ধার দিয়ে ফুটে ওঠেন। কিন্তু শহরের বুকে এভাবে কাশঁ ফুল ফুটতে খুব কমই দেখা যায়। যার ফলে শহরের মানুষদের জায়গাটা দেখার ইচ্ছাটা একটু বেশি।



IMG20210926171057.jpg

IMG20210926171044.jpg

IMG20210926170949.jpg

IMG20210926171110.jpg

IMG20210926171006.jpg

কাশঁফুলের স্থান তোলা কয়েকটা ছবি
Device: realme 8.
w3w link


আমরা কিছুটা সময় সেখানে কাটিয়েছিলাম। সময়টা বেশ ভালোই লাগছিল। তবে সেখান থেকে কোনো ফুল ছেড়া যাবে না। সেখানে থাকা এজটা ছেলে বললো। আসলে ফুল গাছেই বেশি সৌন্দর্য পায়। আমরা মাগরিবের কিছুটা সময় আগেই সেখান থেকে চলে আসি। সেখানে গিয়ে আমি এবং আমার বন্ধুরা মিলে অনেক ছবি উঠলাম। সময়টা বেশ ভালো ছিল।


শহরের বুকে জেগে ওঠা কাশঁফুলের স্থানে কাটানো কিছিটা সময়ের মুূহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন।



সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য এবং আপনাদের মূল্যবান মতামতটা জানানোর জন্য।



আমার পরিচয়


IMG_20210909_192130_163.jpg

আমি মো:রাসেল আহমেদ। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট এর ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের তৃতীয় পর্বে অধ্যায়ন রত আছি। আমি ছবি আঁকতে এবং ফটোগ্রাফি করতে এবং যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমাইট প্লাটফর্মে কাজ করতে।



logo.gif


Sort:  
 3 years ago 

আপনারা খুবই সুন্দর আনন্দঘন মুহূর্ত পার করেছেন সেই সাথে সুন্দর ফটোগ্রাফি করে সুন্দর বর্ণনা করেছেন আর এত সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ

ধন্যবাদ❤️

 3 years ago 

কাশফুলের ছবি গুলো অসাধারণ ছিলো সাথে আপনার উপস্থাপনাটা অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভ কামনা রইলো।

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে আপনার ফটোগ্রাফ গুলো করেছেন।আর আপনি অনেক সুন্দর করে বর্ণনা দিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

কাশ ফুলের নরম তুলার ছোয়ায় ছুঁতে কার না ভালো লাগে। সত্যি কাশ ফুলের প্রকৃতির দারুন সময় কাটিয়েছেন বন্ধুদের নিয়ে। খুবই দিনটি উপভোগ্য ছিলো। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

কাশফুল বাহ্ ।ধন্যবাদ আপনার সুন্দর মূহুর্ত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া সময় বের করে আমার পোষ্টটা দেখার জন্য। আমি খুব খুশি। শুভ কামনা রইল আপনার জন্যও।

 3 years ago 

কাশফুলের মধ্যে সময়টা খুব আনন্দে কাটিয়েছ সেটা বোঝাই যাচ্ছে। কাশফুল তো একটা ট্রেন্ড এখন। আমার এটা ভেবে ভালো লাগছে আমাদের রাসেলও এখন ট্রেন্ড মেনে চলে🙂🙂।

জীবনে অনেক কিছুই মেনে চলতে শিখছি গো🙄🤭🤔

 3 years ago 

কিছুদিন আগে সূর্যমুখী ছিল কিছুদিন আগের ট্রেন্ডিংয়ে এখন কাশফুল ট্রেন্ডিংয়ে চলছে। সোসিয়াল সাইটে ঢুকে যাচ্ছে না শুধু কাশফুল আর কাশফুল। আপনি অত্যন্ত সুন্দরভাবে সময়টুকু কাটিয়েছেন কাশফুলের সাথে অনেক মনমুগ্ধকর মুহূর্ত ছিল।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

কাশফুলের ফোটোগ্রাফিগুলি অসাধারণ হয়েছে ভাইয়া।শুভ্র কাশফুলের মাঝে আপনি দারুণ সময় কাটিয়েছেন বন্ধুদের সঙ্গে।আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

ধন্যবাদ বোন।

 3 years ago 

অনেক সুন্দর সময় কাটিয়েছেন। আর কাশফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64364.24
ETH 3416.30
USDT 1.00
SBD 2.48