" খুব সহজে একটা প্রজাপ্রতি অংকন করার পদ্ধতি"..||10% beneficiaries @shy-fox. ||♥



আসসালামু আলাইকুম,


সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন ড্রইং নিয়ে। আজকে আমি খুব সহজে কিভাবে একটা সুন্দর প্রজাপ্রতি অংকন করা যায়। সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টটা করব। আশা করি আমার আজকের ড্রইংটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমি সহজেই ড্রইংটা বোঝানোর জন্য চেষ্টটা করব। আমার পোষ্টের ১০% বেনিফিশিয়ার @shy-fox কে।চলুন কথা না বাড়িয়ে ড্রইংটা শুরু করি-


IMG_20210825_143950_326.jpg


খুব সহজে প্রজাপ্রতি অংকন


উপকরণ-

১। পেপার।
২। পেন্সিল ২বি এবং ১০বি।
৩।বিভিন্ন কালার রঙ।


প্রথম ধাপ-

IMG_20210820_112126.jpg

প্রথমে আমি ২বি পেন্সিল ব্যবহার করে প্রজাপ্রতির পাখার অর্ধেক অংশ করলাম।


দ্বিতীয় ধাপ-

IMG_20210820_112250.jpg

এরপর আমি বাইরের দিকের প্রজাপ্রতির আকারটা অংকন করে নিলাম। যা দেখে বোঝা যাচ্ছে এটা একটা প্রজাপ্রতি।


তৃতীয় ধাপ-

IMG_20210820_112448.jpg

এরপর আমি প্রজাপ্রতির ডানাগুলোর ছিতরের বিভিন্ন ডিজাইন করা থাকে যার মধ্যে বিভিন্ন ধরনের কালার করা থাকে। সেগুলো দিয়ে দিলাম।


চতুর্থ ধাপ-

IMG_20210820_112648.jpg

এরপর আমি বাকি সকল জায়গায় সব কিছু অংকন করে নিলাম। আমি ফাকা জায়গাগুলোতে গোল গোল বৃত্ত দিয়ে দিলাম।


পঞ্চম ধাপ-

IMG_20210820_112852.jpg

IMG_20210820_113131.jpg

মোটামুটি প্রজাপ্রতিটা অংকন করা শেষ। এবার আমি কালার করা শুরু করলাম। প্রথমে ডানার ভিতরে থাকা বিভিন্ন আকৃতির জায়গাগুলো লাল এবং কমলা কালার ব্যবহার করে, কালার করলাম।


ষষ্ঠ ধাপ-

IMG_20210820_113411.jpg

IMG_20210820_113708.jpg

এরপর আমি ১০বি পেন্সিল দিয়ে প্রজাপ্রতিটার সকল দাগগুলো গাঢ় করে দিলাম।


সপ্তম ধাপ-

IMG_20210820_114204.jpg

IMG_20210820_114427.jpg

IMG_20210820_114755.jpg

এরপর আমি বাকি সকল ফাকা জায়গাগুলো ১০বি পেন্সিকের সাহায্যে কালো কালার করে দিলাম। তবে খেয়াল রাখতে হবে গোল গোল যে বৃত্তগুলো দেওয়া হয়েছে সেগুলো ফাকা রাখতে হবে। জায়গাগুলো সাদা কালার থাকবে।


IMG_20210820_114834.jpg

আর এভাবেই আমার খুব সহজে আজকে প্রজাপ্রতিটা অংকন করলাম।আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমি খুব সহজে ধাপে ধাপে দেখানোর চেষ্টটা করেছি।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো নতুন ড্রইং নিয়ে। তত ক্ষণ সবাই ভালো থাকুন।


সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের ড্রইংটা দেখার জন্য।আমার আজকের ড্রইংটা কেমন লাগল, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার জন্য আমার পক্ষ থেকে ভালোবাসা এবং শুভ কামনা।



logo.gif

Sort:  
 3 years ago 

কিভাবে একটি প্রজাপতি আঁকা ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ, এটা খুব সহজ আমরা উরু

ধন্যবাদ বন্ধু।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে ভাই আমার অনেক পছন্দ হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

ধন্যবাদ ভাই। আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আমি প্রথমে প্রজাপতির দৃশ্যটি দেখে মনে করেছিলাম এটা কোন ফটোগ্রাফি হবে। কিন্তু আপনার অঙ্কনের পর্যায়গুলো এবং ধাপে ধাপে সেগুলো দেখার পরে বুঝতে পারলাম সত্যিই এটি আপনি অঙ্কন করেছেন

সত্যিই অসাধারণ করেছেন আপনি সেটি বলার মত নয়

আপনাকে অনেক ধন্যবাদ। এতো সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে প্রজাপতিটা। তোমার আর্ট তো বরাবরই ভালো। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছ।

ধন্যবাদ প্রশংসা করার জন্য। এটা আমাকে এগিয়ে যেতে সাহায্য করে।

 3 years ago 

🙂🙂

 3 years ago 

অসাধারণ হয়েছে ভাই। খুবই নিপুনতার সাথেই প্রজাপতিটি অঙ্কন করেছেন। অনেক অনেক শুভেচ্ছা রইলো ভাই।

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে প্রজাপতিটা। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপু।

ভাই তুমি ছোটবেলা থেকে অনেক ট্যালেন্ট। তোমাকে আমি অনেকদিন ধরেই দেখছি সত্যিই অসাধারণ প্রতিভা তোমার।

ধন্যবাদ ভাইয়া। আপনার এতো সুন্দর উৎসাহ মূলক মতামতের জন্য।শুভ কামনা।

 3 years ago 

@rasel72 ভাই সত‍্যই আসাধারণ।

ধন্যবাদ ভাই।

 3 years ago 

অসাধারণ হয়েছে ড্রয়িং ও কালারিং দুটোই, খুব সুন্দর ভাবে ধাপগুলি দেখিয়েছেন এবং বর্ণনাও করেছেন দেখে ভালো লাগলো।

ধন্যবাদ আপু।

 3 years ago 

কাঁলার কম্বিনেশন টা চমৎকার হয়েছে

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67689.07
ETH 3801.39
USDT 1.00
SBD 3.55