"আমার বাংলা ব্লগ" প্রকৃতির ফটোগ্রাফি প্রতিযোগিতা||10% beneficiaries @shy-fox. ||🍂🍂



❤️আসসালামু আলাইকুম,


🌾সবাইকে স্বাগতম🌾



২৮ সেপ্টেম্বর, ২০২১.
মঙ্গলবার।


সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই প্রকৃতি প্রেমি। তাই সব সময় প্রকৃতির রূপটাকে নিজেদের ক্যামেরাই বন্দি করে রাখে। কয়েক দিন আগে "আমার বাংলা ব্লগ" কর্তৃক @shuvo35 ভাইয়া একটা সুন্দর প্রতিযোগিতার আয়োজন করেছেন। প্রতিযোগিতার বিষয় হলো "প্রকৃতির ফটোগ্রাফি"। প্রকৃতির মাঝে আমরা বেচেঁ থাকি, তাই এই বিষয়ে নিজেদের ফটোগ্রাফি গুলো আমরা বেশিই করি। আমি নিজে প্রকৃতি ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহন করতে যাচ্ছি। আমি আমার তোলা কিছু প্রকৃতির ফটোগ্রাফি শেয়ার করব এবং তার সাথে চেষ্টটা করব কিছুটা বিবরণ দেওয়ার।



↘️চলুন শুরু করি আমার তোলা কিছু প্রকৃতির ফটোগ্রাফি↙️👇


PicsArt_09-28-10.31.29.jpg

প্রকৃতির ফটোগ্রাফি



আমরা সবাই প্রকৃতির মাঝে বেচেঁ থাকি। ঘড়ির কাটার সময় বদলের সাথে সাথে প্রকৃতি তার রূপ লাবণ্য বদলায়। প্রতিটা মুূহূর্তে সে যেন নতুন সাজে সেজে আমাদের মাঝে উপস্থিত হয়। যা আমরা আমাদের দু'চোখে দেখে শান্ত হই। কখনও হয়ত বাইরে অন্ধকারে লুকিয়ে থাকার প্রকৃতির রূপ, সকালের সূর্যের রশ্মি, বিকালের আকাশের নানা বিধ রঙের খেলা, সুবজ খেত ভরা মাঠ। সবই প্রকৃতির অপরূপ রূপ দ্বারা ভরপুর। যার মাঝে আমরা সব সময় বেচেঁ থাকি।


IMG_20210928_140555_665.jpg

IMG_20210928_140541_868.jpg

IMG_20210928_140531_841.jpg

IMG_20210928_140506_637.jpg

IMG_20210928_140454_225.jpg

Device :Itel vision 1.
w3w link


আমরা সবাই চেষ্টটা করি যেন শত ব্যস্ততার মাঝে বিকালের সময়টা একটু বাইরে গিয়ে হাওয়া বদল করতে। হাওয়া বদল মানেই প্রকৃতির মাঝে ঘুরে আসা। তবে অনেক সময় হাওয়া বদলটা নিজ বাড়ীর ছাদেও হয়ে থাকে। চার দেওয়ালের মাঝ থেকে বেরিয়ে আমরা বেশির ভাগ মানুষই নিজ বাড়ীর ছাদে উঠে কিছুটা সময় যেন আকাশের সাথে গল্প করি, আর গাঁয়ে একটু বিকালের হাওয়া লাগাই। তবে বিকালের সূর্য ডোবার অন্তিম সময়ে আকাশ যেন নানা রঙে রঙ ধনুর মতো সেজে থাকে। আমি প্রতিদিনই প্রাই ম্যাচের ছাদে বিকালে উঠে কিছুটা সময় কাটাই। তবে আকাশের সেই বিকালের দৃশ্যটা যেন মনটা ছুয়ে যায়। এই ছবিগুলো আমি ম্যাচের ছাদ থেকে তুলেছি।



IMG_20210928_200536_868.jpg

IMG_20210928_200518_027.jpg

IMG_20210928_200502_893.jpg

IMG_20210928_200447_898.jpg

IMG_20210928_165519.jpg

Device :Itel vision 1.
w3w link


বাংলাদেশ নদী মাতৃক দেশ। বাংলাদেশের ভিতর দিয়ে বয়ে চলেছে অসংখ্য নদ-নদী। নদীর দুই ধারের প্রকৃতি যেন প্রকৃতির এক অপরূপ সৃষ্টি। আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছেন গড়াই নদী। আমি এখানে নদীর তীরবর্তী কয়েকটা ছবি শেয়ার করেছি। এই নদীতে নৌকায় মানুষ নদী পাড়া-পাড় হয়। এই ছবিগুলো আমি নদীর ধার থেকে তুলেছি।



IMG_20210928_204002.jpg

IMG_20210928_202911.jpg

IMG_20210928_202903.jpg

IMG_20210928_202833.jpg

IMG_20210928_202745.jpg

IMG_20210928_202621.jpg

Device :Itel vision 1.
w3w link


রাতের বেলা প্রকৃতি যেন, এক নতুন রূপে সেজে ওঠে। অন্ধকারে যেন প্রকৃতির রূপটা ফুটে ওঠে। আলো যেন মাঝে মাঝে আলোকে দূর করার চেষ্টটা করে যায়। আমাদের আশে পাশেই যেন, প্রকৃতির নানা বিধ রূপ রয়েছে। কিন্তু আমরা সেদিকে কখনও খেয়াল করি নাই। এই ছবিগুলো আমি রাতের বেলা তুলেছি।
কালোর মাঝে যেন সবুজের ছোয়ায় নতুন রূপ ফুটে উঠেছে।



IMG_20210928_140702_926.jpg

IMG_20210928_140650_002.jpg

IMG_20210928_140628_828.jpg

Device :Itel vision 1.
w3w link


বাংলাদেশ সবুজ শস্য শ্যামল, মাঠ ভরা খেতের দেশ। এদেশের মাঠে ফলে সোনালি ধান। কৃষক রৌদ, বৃষ্টির মাঝে কপালের ঘাম ঝরিয়ে ফসল ফলাই।এখন এদেশের মাঠে মাঠে কৃষক ধান লাগিয়েছে। সবুজে যেন মাঠ একাকার হয়ে গেছে। মাঠ যেন সবুজের এক নতুন রূপ লাভ করেছে। এই ছবিগুলো আমি আমাদের এলাকার ধান খেত থেকে তুলেছি।


আমি আমার তোলা কয়েকটা প্রকৃতির ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। প্রকৃতির মাঝে কাটানো সময়গুলো সব সময়ই সুন্দর হয়।সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন।



সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য এবং আপনাদের মূল্যবান মতামতটা জানানোর জন্য।



আমার পরিচয়


IMG_20210909_192130_163.jpg

আমি মো:রাসেল আহমেদ। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট এর ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের তৃতীয় পর্বে অধ্যায়ন রত আছি। আমি ছবি আঁকতে এবং ফটোগ্রাফি করতে এবং যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমাইট প্লাটফর্মে কাজ করতে।



logo.gif


Sort:  
 3 years ago 

এক কথায় অসাধারন ছিল মেঘলা আবহাওয়া থাকার কারণেও আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। আকাশের সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য তুলে ধরেছেন। আপনার বর্ণনা অনেক ভাল ছিল আমাদের বুঝতে সক্ষম হয়েছে। আপনি রাত্রে এবং কিছু সুন্দর গাছ তুলে ধরেছেন খুবই সুন্দর ভাবে এবং যেগুলো আমরা সচরাচর এমনিই পড়ে থাকে আপনি ওইটা কি অত্যন্ত সুন্দরভাবে ফটোগ্রাফি করে আমাদের মাঝে বর্ণনা দিয়েছেন। অনেক ভাল লাগল। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া

এতো সুন্দর একটা মন্তব্যের জন্য ধন্যবাদ।💞

 3 years ago 

প্রকৃতির ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ভাই আপনার জন্য শুভকামনা রইলো

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আমাদের কমিউনিটির প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

প্রকৃতির ছবিগুলো অনেক সুন্দর হয়েছে ভাই। সেইসাথে প্রকৃতি নিয়ে আপনার উপস্থাপনা অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে ভাই।

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার সবগুলো ফটোগ্রাফি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। আপনার পোষ্টের ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে আপনি দারুন ফটোগ্রাফি করতে পারেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর প্রকৃতির ফটোগ্রাফিগুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর পোষ্ট সাজিয়েছেন ভাই। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে আর ফটোগ্রাফির পাশা পাশি যেসব বৈশিষ্ট্যমূলক উপস্থাপন করেছেন ভাই

 3 years ago 

ছবিগুলো সুন্দর ছিল। প্রথম ছবিটা আমার অনেক ভালো লেগেছে। আর একদম শেষের দিকের পুঁইশাক দেখে তো আমার পুঁইশাক ভাজি খাওয়ার ইচ্ছা করতেছে।

🥰🥰ভাইয়া আমি অনেক খুশি যে আমার পোষ্টটা আপনার ভালো লেগেছে। পুঁইশাক খেতে মন চাচ্ছে যেহেতু, তাহলে ভাবিকে বলেন ভেজে দিবে। খেতে পারবেন। ধন্যবাদ ভাইয়া আমার পোষ্টটা দেখার জন্য।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.11
JST 0.034
BTC 64332.82
ETH 3146.25
USDT 1.00
SBD 4.17