আমার তোলা কিছু ফটোগ্রাফি। ||৩১/০৭/২০২১.||আমার বাংলা ব্লগ।



আসসালামু আলাইকুম,


সবাই কেমন আছেন? আশা করি আপনারা যে যেখানে যেভাবে আছে সবাই ভালো আছেন। আজকে আমি আবার আপনাদের সাথে আমার একটা নতুন পোষ্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আমার তোলা কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন শুরু করি-



IMG_20210731_183014_364.jpg

Device : Itel vision 1.
w3w link

ছবিটা আমি সন্ধার কিছু সময় আগে তুলেছিলাম। বিকালে নদীর ধারে ঘুরতে গিয়ে আমি আমার ফোনের ক্যামরায় এই অপরূপ সুন্দর দৃশ্যটা তুলেছি।যেখানে নদী যেন এক নতুন রূপ লাভ করেছে। দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগছিল।



IMG_20210731_182522_634.jpg

Device : Itel vision 1.
w3w link

এটা হলো পানি ছবি। নদীতে পানির উপর ঢিল ছুড়ে মারলে পানি এভাবে উপরে উঠে আসে। শুধু নদী নয় যে কোনো পানিতেই ঢিল ছুরলে এমন হয়। আমি ছবিটা নদীর ধার থেকে ঢিল ছুড়ার পর তুলেছিলাম।



IMG_20210731_182719_619.jpg

IMG_20210731_182700_013.jpg

Device : Itel vision 1.
w3w link

এটা হলো সকালের সূর্যের অপরূপ দৃশ্য। যখন সূর্য ওঠে তখন তার ছায়া নদীর পানির উপর পড়লে সেটা দেখতে খুবই সুন্দর দেখায়। আমি ছবিটা সকাল বেলা নদীর ঘাট থেকে তুলেছিলাম।



IMG_20210731_182737_324.jpg
Device : Itel vision 1.
w3w link

আমরা অনেকেই তালের শাশ খেয়ে থাকি। বাজারে এগুলো অনেক সময় বিক্রয় করা হয়। যেটাকে বলা হয় তাতের আটি। তাল পূণ ভাবে হওয়ার আগেই এগুলো কেটে বাজারে বিক্রয় করা হয়। তালের ভিতরের নরম তালটা খেতে হয়। বেশির ভাগ তালে তিনটা আটি থাকে। আটিগুলো তুলে নেওয়ার পর দেখতে এই ছবির মতো হয়।এটা হলো তালের আটির ছবি।



IMG_20210731_183103_640.jpg

IMG_20210731_182436_005.jpg

IMG_20210731_182416_593.jpg

Device : Itel vision 1.
w3w link

ছবিটাতে আমি আকাশের মেঘের ছবি দেখানোর চেষ্টটা করেছি। মেঘ তার রূপটা ঘন্টায় ঘন্টায় পরিবর্তন করছেন। কখনও মেঘ তো আবার পরেই দেখা যায় আকাশ পরিষ্কার সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে।আকাশের অপরূপ দৃশ্য আমরা প্রতিনিয়ত উপভোগ করে যাচ্ছি।



IMG_20210731_182343_335.jpg

IMG_20210731_182323_021.jpg

Device : Itel vision 1.
w3w link

আকাশের সুন্দর সুন্দর অপরূপ প্রকৃতি সব সময় আমাদের মনকে ছুয়ে যায়।



আশা করি আমার তোলা ছবিগুলো আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন-সুস্থ থাকবেন।আবার দেখা হবে নতুন কোনো পোষ্ট নিয়ে।


সবাইকে অনেক ধন্যবাদ আমার পোষ্টটা দেখার জন্য।



Cc:
@rme
@hafizullah.



RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2kFULPYJ54Xb4fwnoWiqhnsVGNxUzm11EdnGCa7fkkDE1L3RcvRuixigDGPZV8mEE3dfWRPrqDE6fkyJYE.png



Sort:  
 3 years ago 

আসলে বেশি সুন্দরের মাঝ থেকে কিছু সুন্দরকে বাছাই করা অনেক কঠিন যাইহোক আপনার ছবিগুলো সবগুলো সুন্দর হয়েছে তবে আমার কাছে বিশেষ করে নৌকার উপর দাঁড়িয়ে সূর্যাস্তের ছবি গুলো বেশি ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.27
JST 0.044
BTC 100757.57
ETH 3633.00
SBD 2.47