আমার বাংলা ব্লগে আমার গলায় করা একটি বাংলা কভার গান||২৭-০৮-২০২১.
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার।
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি বাংলা গান শেয়ার করতে যাচ্ছি।
যে গানটি করব তার নাম হলো "তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল"।
★গানটির লিংক★
গানটির কভার গেয়েছি @ranarahman,
গানটির শিল্পী হলেন: সুবির নন্দি ও অনুপমা মুক্তি।
তুমি সুতোই বেধেছো শাঁপলার ফুল,
নাকি তোমার মন? (২)
আমি জীবন বেধেছি,মরণ বেধেছি,
ভালবেসে সারাক্ষন,ভালবেসে সারাক্ষন।
তুমি সুতোই বেধেছো শাঁপলার ফুল,
নাকি তোমার মন?
তুমি কেন এত ভয় ভয় করো, আসনা আমার কাছে,
তুমিতো জানো কত কথা এই অন্তরে জমা আছে,
অন্তরে জমা আছে।
সাত পাঁচ ভেবে ফিরে যাই আমি,আসিনা তোমার কাছে,
নিন্ধুকেরই কলঙ্ক হায়, পাও যদি তুমি পাছে,
পাও যদি তুমি পাছে।
আমি তোমার জন্যে শয়ে যাব শত নিন্ধারী ধ্বংসন,
নিন্ধারী ধ্বংসন।
তুমি সুতোই বেধেছো শাঁপলার ফুল,
নাকি তোমার মন?
তুমি আর আমি কাহিনী হব,বাংলার ঘরে ঘরে,
মিলনে বিরহে পাশাপাশি রব, হাজার বছর ধরে,
হাজার বছর ধরে।
দুটি হৃদয়ের বয়ে যাবে নদী,কত না উজান ভাঁটি,
আকাশে বাতাসে ধনিত হবে,এই প্রেম চির খাঁটি,
এই প্রেম চির খাঁটি।
আমি তোমাকে হাড়ালে,অবিরাম হবে দু চোখে বর্ষণ।
দু চোখে বর্ষণ।
তুমি সুতোই বেধেছো শাঁপলার ফুল,
নাকি তোমার মন? (২)
আমি জীবন বেধেছি,মরণ বেধেছি,
ভালবেসে সারাক্ষন,ভালবেসে সারাক্ষন।
লোকেশন
এটা হাজার বছর ধরে সিনেমার গান। হাজার বছর ধরে সিনেমা টা খুবই পছন্দের। এবং এই গানটাও ওই ছবির বিখ্যাত একটি গান।খুব সুন্দর গেয়েছেন ভাই আপনার জন্য শুভকামনা।
ধন্যবাদ আপনাকে।