ব্যার্থতা VSধৈর্য = সফলতা

শুভ সন্ধ্যা

"আমার বাংলা ব্লগ" এর সকল সদস্যদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম-আসসালামু আলাইকুম। আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি যে বিষয়টি সবার সাথে শেয়ার করতে চাই সেটি হলো-ব্যর্থতা,ধৈর্য ও সফলতা। আশা করি মন্দ হবে না বটে।

zac-durant-_6HzPU9Hyfg-unsplash.jpg

Image Source by unplash

আমাদের মানবজীবনে মোটামুটি সব মানুষেরই অতীতে ঘটে যাওয়া কালো অধ্যায় থাকে। এমন অনেক কিছুই মনের দেয়ালে ভয়ানক স্মৃতি হয়ে লিখা থাকে যা ভুলে যাওয়া অনেক দুরহ ব্যাপার। যে ঘটনা বা কথা মনে আঘাত করে সেইটা সহজে মোছা যায় না। দুদিনের এই জীবনে আমরা কতই না স্বপ্ন নিয়ে বেঁচে থাকি। কিছু স্বপ্ন পূর্নতা পায় আর কিছু অপূর্নই থেকে যায়। আমার মনে হয় মানুষের সপ্নগুলো ছোট ছোট হওয়া উচিৎ, যেন সহজেই সেই স্বপ্নগুলো পূর্নতা পায়।ভালো থাকার সবচেয়ে সহজ উপায় এটি। একটা কথা আমাদের মাথায় খুব ভালোভাবে রাখতে হবে সেটি হলো-ব্যার্থতা মানুষের জীবনে আসবেই,সামলে নেয়াটায় বড় কথা। স্বভাবতই আমাদের উচিৎ নিজেকে সামলে নিয়ে অগ্রগতি বহাল রাখা,অবশ্যই নিজেকে সৎ রাখতে হবে। যখন আপনি নিজেকে নিয়ে চিন্তিত ও উদ্বিগ্ন থাকবেন, তখন আপনাকে অবশ্যই ধৈর্য রাখা শিখতে হবে।আমরা সবাই জানি,ধৈর্যের চাবি সফলতার দরজা খুলে দেয়। কিন্ত তারপরও আমরা কেন জানি ধৈর্যকে প্রাধান্য না দিয়ে অযোগ্য ব্যাক্তি হয়েও আত্মসম্মান নিয়ে বেশি ভাবি। আত্মসম্মান সব মানুষেরই থাকে,কিন্ত অনেক বিষয় আছে যেখানে নিজের মঙ্গল কামনার্থে আত্মসম্মান প্রকাশ করতে হয় না।

drew-hays-Kt8eGw8_S8Y-unsplash.jpg

Image Source unplash

আজ আপনি সমাজের মানুষের সামনে যদি ভালো কিছু করে দেখাতে পারেন,তাহলে আপনাকে বাহবা দেয়ার লোকের অভাব হবে না। হতে পারে আপনি এতেও সফল না, কারন সবকিছুতেই বাহবা দেয়া আর আপনার প্রতিটা কথায় সায় দেয়া মানুষ এরা সমাজের গোল আলু কারন এই স্তরের মানূষ কখনোই আপনার সফলতা মন থেকে মেনে নিতে পারে না, আমার তাই মনে হয়। যদি কখনো এমন হয় আপনার সফলতা দেখে হিংসা করার মতো অনেক মানুষ আছে, তাহলে ভাব্বেন আপনি আসলেই সফল। ব্যার্থতা মানুষের জীবনে অভিশাপ স্বরুপ,আমরা এটাই জেনে এসেছি। কিন্ত এর মাঝেও কিছু বোঝার থাকে, অনেক সময় ব্যর্থতায় সফলতার মূলমন্ত্র হয়ে থাকে। যদি এমনভাবে উদাহরণ দেই যে, খারাপ সময়কে ধরলাম রাত হিসেবে আর ভালো সময়কে ধরলাম দিন হিসেবে। এখন আপনার খারাপ সময় যাচ্ছে মানে এখন আপনার জীবনে অন্ধকার নেমে এসেছে। ধরলাম আপনার এখন মাঝরাত , দিনের আলো তথা সফলতা দেখতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। কিন্ত অধৈর্য হয়ে যদি আপনি কিছু করেন তাহলে সেইটা হবে ঐ সময়ের জন্য ক্ষতিকর ।এমনকি এর প্রভাব আপনার ভবিষ্যতেও থাকতে পারে।

সবমিলিয়ে এই মেসেজটায় দিতে চাই সবাইকে যে "ধৈর্যই সফলতার চাবিকাঠি"।

bekir-donmez-eofm5R5f9Kw-unsplash.jpg

Image Source by unplash

অগ্রগতিই মূলমন্ত্র

mahdi-dastmard-5B8Pw-t9_Wo-unsplash.jpg

Image Source by unplash

আপনার পাশে দাঁড়িয়ে ভরসা দেয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্ত পিছনে দাঁড়িয়ে আপনাকে নিয়ে সমালোচনা করার লোকের অভাব নেই এখান থেকেই আপনাকে বুঝে নিতে হবে-পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। স্বার্থপরতা তো কিছু মানুষের স্বভাবে মিশে গেছে,এমন মানুষ আমাদের সমাজে ক্রমাগত বেড়েই চলেছে। তাই বলে কি আপনি দিশেহারা হয়ে যাবেন? কখনোই না,নিজের ভেতরে একটি আত্মবিশ্বাস তৈরী করতে হবে,নিজেকে জানতে হবে,নিজেকে বুঝতে হবে। আমি কি পারি আর কি পারি না,কেন পারি না ? এসব প্রশ্ন নিজেই নিজেকে করতে হবে। কেন সবার থেকে আমি পিছিয়ে থাকবো? আমিও তো একজন পরিপূর্ন মানুষ। তাই দিন শেষে যেন ব্যর্থতা আমাদের সাথী না হয়,ধৈর্যই যেন হয় আমাদের মূলমন্ত্র তাহলে সফলতা এসে ধরা দিবেই। অবশ্যই আমাদের বাস্তব জ্ঞানমুখী এবং পরিশ্রমী হতে হবে।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

একবার না পারিলে দেখো শতবার! ব্যার্থ হলেই থেমে যাওয়া ঠিক না।আমাদের উচিত ধৈর্য্য ধারন করা তাহলেই এক না একদিন সফলতা অর্জন হবেই।অনেক সুন্দর ভাবে বিষয়টা উপস্থাপন করেছেন।আপনার জন্য শুভকামনা রইলো।

আপনি একদম ঠিক কথা বলেছেন আপু, আমাদেরকে নাছোরবান্দা হয়ে বার বার চেষ্টা করতে হবে। আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

সফলতা ব্যর্থতা ঘিরেই আমাদের জীবন। আমরা যেহেতু মানুষ তাই আমাদের জীবনে এসব আসবেই কিন্তু আসল কথা হচ্ছে খারাপ সময় কে সামলিয়ে কতটা এগিয়ে পারি সেটায় বিবেচ্য বিষয়।

ঠিক বলেছেন আপু,খারাপ সময় কে সামলিয়ে কতটা এগিয়ে পারি সেটায় বিবেচ্য বিষয়।
আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

আসলে আপনি ঠিকই বলেছেন ব্যর্থতাই সফলতার কারণ হতে পারে। এই খারাপ সময়টাকে যদি সামলে নিতে পারেন তবে নিশ্চয়ই আপনিও একদিন সফল। অনেক ভালো লিখেছেন শুভ কামনা আপনার জন্য ইনশাআল্লাহ একদিন আপনিও সফল হবেন।

দোয়া রাখবেন দাদা। সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

আসলেই আমাদের জীবনে সফলতা ব্যর্থতা দুটোই আছে। আজকে যদি আমি ভালো কোন কাজ ভালো অবস্থানে যেতে পারি তাহলে প্রতিটি মানুষ আমার পাশে থাকবে। আমার সাথে চলাচল করবে। যদি আজ আমি ব্যর্থ হই তাহলে একটা মানুষ ও থাকবেনা সাহায্য করার আর যদি আপনার একটি বাইক থাকে আপনার বন্ধুর অভাব হবে না।আসলে আমাদের সফলতা অর্জন করায় মুখ্য এবং আপনি খুবই সুন্দর বর্ণনা দিয়েছেন ভালো লাগলো

সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 
আপনার পাশে দাঁড়িয়ে ভরসা দেয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্ত পিছনে দাঁড়িয়ে আপনাকে নিয়ে সমালোচনা করার লোকের অভাব নেই এখান থেকেই আপনাকে বুঝে নিতে হবে-পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না।
নিঃসন্দেহে এই কথাটি 100% খাটি! আসলেই দরকার ছাড়া এই সমাজে কেউ কারো নয়! মানুষ শুধু প্রয়োজনে অন্য মানুষকে ব্যবহার করে! আর সঠিক জায়গায় পরিশ্রম + ধৈর্য = সফলতা এটাই তো সফলতার সূত্র!

আপনি আজকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই পোষ্টের মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করেছেন। যার কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ

আপনার মন্তব্যে খুবই খুশি হইলাম ভাই। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়া আপনার এই পোস্টটি পড়ে আমি সত্যিই অনেক কিছু জানতে পারলাম। সত্যি ভাইয়া কোন কিছুতে ব্যর্থ হয়ে হতাশ হওয়া ঠিক না আমাদের উচিত সবাইকে ধৈর্য ধরা। কারণ কথায় আছে সবুরে মেওয়া ফলে। ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনার জন্যও শুভকামনা রইলো ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.029
BTC 59060.44
ETH 2608.94
USDT 1.00
SBD 2.43