অমৃত সুর ( স্বরচিত কবিতা) (payout 10% to the shy-fox)
প্রিয় বন্ধুরা,
"আমার বাংলা ব্লগ" এর সকল সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম-আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান রাব্বুল আল-আমীন এর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি আপনাদেরত দোয়া ও ভালোবাসায়। কবিতা ভালোবাসে না এমন মানুষ পাওয়া আসলে খুবই দুষ্কর। কবিতার প্রতি সেই ভালোবাসা থেকেই আজকে আমি এক কবিতা লিখলাম। আমার স্বরচিত কবিতা আপনাদের আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন।ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক...............
অমৃত সুর
দেলোয়ার রহমান রাজু
তোমাকে ভেবে বসে আছি আজ আমি
ছুটিনি কাহারো পিছুতে,
অপেক্ষা নিয়ে বসে আছি আজ
পরন্ত বিকেলে ডাকবে আমাকে পুরনো সেই সুরে
নিন্দ নাহি মোর আখিতে
হৃদয় সপেছি তোমারই মাঝে,
জীবনের অমৃত তাণ তুলব বলে ।
সে তুমি পিছুটান দিলে বৃষ্টিপাতের দিনে।
হারিয়ে গেলে মেঘলা আকাশ হয়ে ,
হৃদয়ে ভাড়ী বর্ষণ দিয়ে।
ভাসছি আজি প্রসান্ত হয়ে ,
সমুদ্রের অতল গভীরে।
সেখানে তো অশ্রু মিলে না,
আছি তারি মাঝেই আপনাকে নিয়ে!
তোমার পিছুটান-
বট বৃক্ষের সিকরের ন্যায় ছেয়ে আছে,
মোর হৃদয় মৃত্তিকায়।
ডেকো মোরে সেই সুরে,
মেঘনার ভঙ্গুর মৃত্তিকায়।
আমি @Raju47(dilowar) আমার জীবনের মূল উদ্দেশ্য অন্য সবার থেকে অনেকটা আলাদা।আমি আমার জীবনের যথার্থতা খুজি সবসময়।আমাকে দিইয়ে যা সম্ভব আমি সেইটা নিয়ে ভাবিনা,আমি ভাবি যেসব আমাকে দিয়ে সম্ভব না কেন সম্ভব না সেই কারনগুলো খোজার চেষ্টা করি সবসময়। সুন্দর মুখভরা বুলির থেকে বাস্তব কাজে বিশ্বাসী আমি। নিজের দর্শনকে সবার মাঝে তুলে ধরা আমার এক রকম নেশা। নিজের মানষিক প্রশান্তির কারন আমি নিজের মাঝেই খুজি আর এটাই বুঝি সবার ক্ষেত্রে হওয়া উচিৎ কারন বর্তমান সময়ে নিজেকে ছাড়া কাউকেউই বিশ্বাস করা যায় না সেহেতু .........
অমৃত সুর
দেলোয়ার রহমান রাজু
তোমাকে ভেবে বসে আছি আজ আমি
ছুটিনি কাহারো পিছুতে,
অপেক্ষা নিয়ে বসে আছি আজ
পরন্ত বিকেলে ডাকবে আমাকে পুরনো সেই সুরে
নিন্দ নাহি মোর আখিতে
হৃদয় সপেছি তোমারই মাঝে,
জীবনের অমৃত তাণ তুলব বলে ।
সে তুমি পিছুটান দিলে বৃষ্টিপাতের দিনে।
হারিয়ে গেলে মেঘলা আকাশ হয়ে ,
হৃদয়ে ভাড়ী বর্ষণ দিয়ে।
ভাসছি আজি প্রসান্ত হয়ে ,
সমুদ্রের অতল গভীরে।
সেখানে তো অশ্রু মিলে না,
আছি তারি মাঝেই আপনাকে নিয়ে!
তোমার পিছুটান-
বট বৃক্ষের সিকরের ন্যায় ছেয়ে আছে,
মোর হৃদয় মৃত্তিকায়।
ডেকো মোরে সেই সুরে,
মেঘনার ভঙ্গুর মৃত্তিকায়।
আমি @Raju47(dilowar) আমার জীবনের মূল উদ্দেশ্য অন্য সবার থেকে অনেকটা আলাদা।আমি আমার জীবনের যথার্থতা খুজি সবসময়।আমাকে দিইয়ে যা সম্ভব আমি সেইটা নিয়ে ভাবিনা,আমি ভাবি যেসব আমাকে দিয়ে সম্ভব না কেন সম্ভব না সেই কারনগুলো খোজার চেষ্টা করি সবসময়। সুন্দর মুখভরা বুলির থেকে বাস্তব কাজে বিশ্বাসী আমি। নিজের দর্শনকে সবার মাঝে তুলে ধরা আমার এক রকম নেশা। নিজের মানষিক প্রশান্তির কারন আমি নিজের মাঝেই খুজি আর এটাই বুঝি সবার ক্ষেত্রে হওয়া উচিৎ কারন বর্তমান সময়ে নিজেকে ছাড়া কাউকেউই বিশ্বাস করা যায় না সেহেতু .........
আপনি আপনার প্রিয়জনকে নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ভাই। ভাবতেও পারিনি আপনার কবিতাতে আপনার প্রিয় জন পিছুটান দিবে। সব মিলিয়ে আপনার কবিতাটি অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।
দারুণ হয়েছে ভাই। যদিও আমি তেমন কবিতা পড়ি না তবুও আপনার কবিতাটা ভালোই লেগেছে। কমিউনিটিতে এখন কবিতার সংখ্যা খুব কম। অনেক দিন পর একটা কবিতা পোস্ট পড়লাম। ধন্যবাদ আপনাকে
অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
ভাই আপনি অসাধারন কবিতা লিখেন দেখছি। প্রিয়জনের পিছুটান রয়েই যাবে আজীবন। আমার কাছে বেশ ভালো লেগেছে কবিতাটি ভাই। আরও নতুন নতুন কবিতা দেখার অপেক্ষায় রইলাম।
অসংখ্য ধন্যবাদ ভাই। ইনশাল্লাহ পরবর্তী আরও ভালো ভালো কবিতা নিয়ে আসবো।