রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট (10% beneficiaries to @shy-fox)

Hello,

@amarbanglablog- আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভাল আছেন? আমি অনেক অনেক ভালো আছি? আজকে আপনাদের সামনে এসেছি আমার তৈরি ওয়ালমেট নিয়ে। অন্তর থেকে ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল মডারেটর ভাইদের এবং এডমিন ভাইদের। তাদের অনুপ্রেরণা এবং দিকনির্দেশনা আমরা আমাদের লেখা-লেখির কাজ চালিয়ে যেতে পারছি।

রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট

IMG-20211011-WA0000.jpg

প্রথম ধাপে আমি অলমেটের পরিপূর্ণ রূপ আপনাদের সামনে উপস্থাপন করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

ধাপঃ০১

IMG20211010211516.jpgIMG20211010211516.jpg
IMG20211010210807.jpgIMG20211010205934.jpg

এই ধাপে কিছু রঙিন কাগজ এবং খাতার কভার পেজ নিয়েছি। কভার পেজ নিয়েছি লাভ অংকন করার জন্য। কাবার পাশে লাবন ফোন করলে একটু শক্ত হবে। লাভ এ কে নিয়ে দেড় আঙুল করে রেখে চতুর্পাশে কেটে নিয়েছে

IMG_20210923_101201.jpg

ধাপঃ০২

IMG-20211011-WA0009.jpgIMG-20211011-WA0009.jpg

এখানে লাল রঙিন কাগজ নির্দিষ্ট পরিমাণে কেটে নিয়েছে। এবং তার মাঝখানে কম্পাস দিয়ে বৃত্তাকৃতি কেটে নিয়েছি। এবং রঙিন কাগজ দিয়ে আঠা লাগিয়ে দিয়েছে। আমি কাগজ গোল করে কেটে নেওয়ার জন্য কম্পাস ব্যবহার করেছি আপনারা চাইলে মেয়ে মানুষের ব্যবহৃত চুরি ও ব্যবহার করতে পারেন।

IMG_20210923_101201.jpg

ধাপঃ০৩

IMG-20211011-WA0025.jpgIMG-20211011-WA0017.jpg
IMG-20211011-WA0013.jpgIMG-20211011-WA0014.jpg

কাগজ কেটে নিয়ে ফুল বানিয়ে লাভের চারিদিকে আঠা বসিয়ে আঠার উপর সুন্দর করে কেটে নেওয়া রঙিন কাগজের ফুল গুলো বসিয়ে দিয়েছি।

IMG_20210923_101201.jpg

ধাপঃ০৪

IMG-20211011-WA0005.jpgIMG-20211011-WA0004.jpg

এই ধাপে প্রদর্শিত করেছি লাভের চতুর্পাশে রঙিন কাগজের কেটে নেওয়া ফুলগুলো বসিয়েছি।

IMG_20210923_101201.jpg

ধাপঃ০৫

IMG-20211011-WA0019.jpgIMG-20211011-WA0028.jpg

কলমি টিকে আরও একটু আকর্ষণীয় করে তোলার জন্য টিয়া কালারের কাগজ কেটে ছোট ছোট ফুল বানিয়ে নিয়েছি। এই ছোট ফোনগুলো ওয়ালমেটে ব্যবহৃত লালপুর গুলোর মাঝখানে বসিয়ে নিয়েছি।

IMG_20210923_101201.jpg

ধাপঃ০৬

IMG-20211011-WA0012.jpgIMG-20211011-WA0015.jpg

এখানে প্রদর্শিত করেছি লাল ফুলগুলোর মাঝখানে কাল কাগজের ফুল বসিয়ে দিয়েছি।

IMG_20210923_101201.jpg

ধাপঃ০৭

IMG-20211011-WA0011.jpg

এইভাবে টিয়া কালারের কাগজের ফুলের উপরে গাম দিয়ে পুথি বসিয়ে নিয়েছে। আমির খানের সাদা রঙের পুথি বসিয়েছি। আপনারা চাইলে অন্য কালার ব্যবহার করতে পারেন।

ধাপঃ০৮

IMG-20211011-WA0000.jpg

আমি প্রথমে দিয়েছিলাম। অর্থাৎ রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি হয়ে গিয়েছে। আমরা চাইলে রঙিন কাগজ দিয়ে বিভিন্ন রকমের ওলমেট তৈরি করতে পারি তাতে আমাদের মন এবং ঘর দুটোই আকর্ষণীয় হবে।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

খুব সুন্দর হয়েছে ভাইয়া। তবে আপনি যদি নিচের কাগজটিও উপরের ডিজাইন বরাবর কেটে ফেলতেন। এবং তা যদি দেওয়ালে টাঙ্গিয়ে দিতেন। তাহলে অনেক বেশি ভালো লাগতো দেখতে।
আপনার আরো কাজ দেখতে চাই।

 3 years ago 

ওয়াও ভাইয়া অসাধারণ ভাবে ওয়ালমেট বানিয়েছেন। খুব ভালো লাগছে ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক অনেক সুন্দর হয়ছে আপনার কাগজ দিয়ে বানানো ওয়ালমেটটি। উপস্থাপনাও অনেক ভালো হয়ছে। শুভকামনা রইল

ধন্যবাদ ভাইয়া

 3 years ago (edited)

ভাই আপনিতো খুব সুন্দর একটি কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। আমার কাছে খুবই সুন্দর লেগেছে। সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ প্রিয় আপু

 3 years ago 

বাহ ভাই অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন, পুতির সাহায্য চারদিকে অনেক সুন্দর ভাবে সাজিয়েছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। শুভকামনা রইলো আপনার জন্য

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে ভাইয়া। প্রতিটি ধাপ বেশ ভালো ভাবে উপস্থাপন করেছেন। আমি মেস এ থেকে এরকম ডাই বানানো সুযোগেই পাই না। আপনার বানানো ডাই টা আমার বেশ ভালো লাগে। ভাই

ভাই ম্যাচ লাইভ অনেক কষ্টের আশা করছি আপনার মেস লাইফ টা খুব তাড়াতাড়ি শেষ হবে এবং আপনি ডাই বানানোর সুযোগ পাবেন। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনার তৈরি ওয়ালমেট টিঅনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা♥

ধন্যবাদ প্রিয় কবি আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক গোছালো উপস্থাপনার সাথে আপনার নিপুণতার সাথে বানানো diy টি সত্যিই অসাধারণ ।শুভেচ্ছা রইলো অনেক।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64364.24
ETH 3416.30
USDT 1.00
SBD 2.48