গ্রাম বাংলার কিছু মোবাইল ফটোগ্রাফি (10% beneficiaries for @shy-fox)
প্রিয় বন্ধুরা,
"আমার বাংলা ব্লগ" এর সকল সদস্যদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম-আসসালামু ওয়ালাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন পর্যন্ত। আজকে আমি আমার গ্রাম অঞ্চলের কিছু মোবাইল ফটোগ্রাফি পোস্ট করতে যাচ্ছি সাথে ভিডিও রেখেছি সুবিধার্থে। আশা করি আপনাদের ভালো লাগবে। গ্রাম অঞ্চলের এমন মনোমুগ্ধকর দৃশ্য কার না ভালো লাগে। প্রান জুড়ানো এমন দৃশ্য শুধু গ্রাম অঞ্চলেই পাওয়া সম্ভব। গ্রামের সেই সরিষাক্ষেত থেকে শুরু করে আলুক্ষেত পর্যন্ত যেসব শীত মৌসুম এর ফসল তার মধ্যে আলু সরিষাই প্রধান তারপর আছে ধান। যাই হোক কথা না বাড়িয়ে চলুন দেখে নেয়া যাক আজকের ফটোগ্রাফি......
মোবাইল ডিভাইসঃSamsung galaxy J5 prime
আমার শান্তির নীড় হলো আমার গ্রাম। গ্রামের যে কতটা সুন্দর তা খুব ভালো করে জানার কথা যারা গ্রামে থাকে। চারিদিকে সবুজের সমারোহ,গ্রামের কাচামাটির সরু রাস্তা আর সবুজ ঘাসের প্রেমে বার বার পড়ে যেতে চায় এ মন। গ্রামের এমন প্রকৃতি টাকা দিয়ে কখনোই ক্রয় করা সম্ভব না। শীতের এমন মৌসুমে আসলে প্রকৃতির রুপ নতুন ভাবে ধরা দেয় সবার চোখে।
কাঞ্চন ফুল
এই ফুলটি আমার বাসার বেলকুনির পাশেই ফুটে উঠেছে, সকালে ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে আমি বেলকুনি/সাদে যাই ফ্রেস বাতাস নেয়ার জন্য প্রতিনিয়ত। আজকে বেলকুনিতে গিয়ে দেখি আমার কাঞ্চন গাছে এই প্রথম ফুল ফুটেছে। এইটাই ফুল ফোটার সময় কি না আমি শিউর জানি না। কিন্ত বেশ ভালো লেগেছে আমার।
কাশফুলের কৈশরকাল
Sep.02.2021
মোবাইল ডিভাইসঃInfinix hot10 play
ছবিটা ধারণ করেছিলাম যদিও অনেক আগে কিন্ত বেশ ভালো লেগেছিলো আমার। বিভিন্ন সোশ্যাল সাইটে যখন কাশফুল নিয়ে ভরপুর পোস্ট করতেছিলো সবাই তার কিছুদিন আগে আমি এই চিত্রটি সংগ্রহ করেছিলাম। তখন কাশফুল ফোটার সময় সবেমাত্র।
গ্রামের আকাশে গোধুলীলগ্ন
Sep.02.2021
মোবাইল ডিভাইসঃInfinix hot10 play
এটি ছিলো আমার গ্রামের গোধূলীলগ্ন। আর আজকের মতো আমার ফটোগ্রাফি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।
ধন্যবাদ সবাইকে
Follow @amarbanglablog for last updates
Join the Discord Server for more Details
আমি @Raju47(dilowar) আমার জীবনের মূল উদ্দেশ্য অন্য সবার থেকে অনেকটা আলাদা।আমি আমার জীবনের যথার্থতা খুজি সবসময়।আমাকে দিইয়ে যা সম্ভব আমি সেইটা নিয়ে ভাবিনা,আমি ভাবি যেসব আমাকে দিয়ে সম্ভব না কেন সম্ভব না সেই কারনগুলো খোজার চেষ্টা করি সবসময়। সুন্দর মুখভরা বুলির থেকে বাস্তব কাজে বিশ্বাসী আমি। নিজের দর্শনকে সবার মাঝে তুলে ধরা আমার এক রকম নেশা। নিজের মানষিক প্রশান্তির কারন আমি নিজের মাঝেই খুজি আর এটাই বুঝি সবার ক্ষেত্রে হওয়া উচিৎ কারন বর্তমান সময়ে নিজেকে ছাড়া কাউকেউই বিশ্বাস করা যায় না সেহেতু .........
ভিডিওটা সুন্দর হইছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও ভালোই মানাইছে । শুভেচ্ছা রইল আপনার জন্য।
আপনার মন্তব্য পেয়ে আমার উৎসাহ অনেকাংশে বেড়ে গেছে ভাইয়া। অসংখ্য ধন্যবাদ প্রিয় শুভ ভাই।
গ্রামবাংলার মোবাইল ফটোগ্রাফি ভালোই করেছেন। সরষে ফুলের সমাহার। হেডলাইনে ফটোগ্রাফির সাথে ভিডিওগ্রাফি কথাটা সংযুক্ত করলে আরো ভালো হতো। ধন্যবাদ।
ঠিক বলেছেন ভাই, ধন্যবাদ আপনাকে।
অসাধারন হয়েছে ভাই ভিডিও এবং ফটোগ্রাফি গুলো সব মিলিয়ে দারুন হয়েছে।গুছিয়ে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইল
ধন্যবাদ ভাই।
ভাই আপনি ভিডিও সহকারে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন আপনার জন্য শুভকামনা রইলো
অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
ভিডিওটি দেখে অনেক ভালো লাগলো ভাই ।আপনার ভিডিওটির মধ্যে গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য ও সৌন্দর্য ফুটে উঠেছে সেই সাথে আপনি ফটোগ্রাফি গুলো দারুন করেছেন এবং খুব ভালোভাবে বর্ণনা দিয়েছেন। পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ ভাই।
ভালো পোস্ট ভাই ♥️
তবে ফটোগ্রাফি পোস্টে আরো কিছু ছবি সংযুক্ত করলে আরো ভালো হবে।
তবে আমি বলবো যথেষ্ট মান সম্পন্ন পোস্ট ছিলো এটি।
এভাবেই এগিয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে 👌
অসংখ্য ধন্যবাদ প্রিয় ইমরান ভাই।
গ্রাম বাংলার মোবাইল ফটোগ্রাফি টা খুবই ভালো ছিল ভাইয়া সত্যি অসাধারণ লাগছিল সরিষা ক্ষেতটা। দেখে যেন চোখ জুড়িয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ আপু।
ওয়াও! অসাধারণ ভাই আপনার ভিডিও গ্রাফি।
এখানে আপনি দেখিয়েছেন মোবাইলের মাধ্যমেও প্রফেশনাল ভিডিও করা যায়। আর কি বলবো গ্রামের সরষে ক্ষেতের সৌন্দর্যে আমি মুগ্ধ।
❤️❤️❤️❤️❤️
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর উৎসাহমূলক মন্তব্য করার জন্য।
আহ কী সুন্দর গ্রামের সৌন্দর্য। সবুজ কাশফুল গোধূলি সন্ধ্যা আলাদা একটা মায়া লাগায় দেয়। এবং সরিষা ক্ষেতের ভিডিও টা দারুণ হয়েছে কিন্তু 👌👌। সবমিলিয়ে দারুণ একটি পোস্ট ছিল।।
অসংখ্য ধন্যবাদ ভাই উৎসাহমূলক সুন্দর মন্তব্য করার জন্য।