👅😋ডিম দিয়ে খিচুড়ি😋(10% beneficiaries to the @shy-fox))

শুভ সন্ধ্যা,

@amarbanglablog-আআসসালামু ওয়ালাইকুম। মালিকের রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহ্ তায়ালার রহমতে। আজকে আমি আপনাদের মাঝে একটা মজার রেসিপি নিয়া চলে আসলাম। রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন।

IMG_20210923_101201.jpg

ডিম দিয়ে খিচুড়ি

ধাপঃ১

IMG_20210921_191734.jpg

উপকরণঃ

উপকরণের নামপরিমান
চাল১ কেজি
মসুর ডাল২৫০গ্রাম
পিয়াজ২৫০ গ্রাম
মরিচ২০০গ্রাম
সরিষা তেলপরিমান মত
লবনপরিমান মত
হলুদ১ স্পন চামচ
তেজপাতা২/৩টি
আদা২০গ্রাম
রসুন২০গ্রাম
মসলা২৫গ্রাম

ধাপঃ২

IMG20210920232843.jpg

আদা, রসুন পিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন ছোবলা না থাকে। ছোবলা থাকলে খাওয়ার সময় তা ঐরকমি থাকবে।

ধাপঃ৩

IMG20210920230536.jpg

এখানে পিয়াজ,মরিচ,সরিষা তেল, আদা, ডিম,রসুন ও কাচা মরিচ পরিস্কার করে নেওয়ার পূবে।

ধাপঃ৪

IMG20210920230446.jpg

সরিসার তেল, তবে আমি সোয়াবিন তেল দিয়েও রান্না করতে পারতাম কিন্তু আমি কেন সরিষার তেল দিয়া রান্না করলাম। সরিসার তেলের একটা সুন্দর স্বাধ পাওয়া যায় বিশ্বাস না হইলে আপনারাও রান্না করে দেখতে পারেন।

ধাপঃ৫

IMG20210920230413.jpg

আমি এখানে ১ কেজি চালের জন্য ২ টা ডিম নিয়েছি তবে আপনারা ৩/৪ টা ডিম দিতে পারেন তাহলে স্বাধ ভালো পাবেন।

ধাপঃ ৬

IMG20210920230355.jpg

আদা ও রসুন ছোব্লা ছাড়িয়ে নিয়ে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে।

ধাপঃ৭

IMG20210920230337.jpg

কাচা মরিচ বোটা ছারিয়ে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আমি কাচা মরিচ নিয়েছি আপনারা গুড়ো মরিচ নিতে পারেন

ধাপঃ ৮

IMG20210920230313.jpg

পিয়াজ ছোবলা ছাড়িয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে অথবা পিশে নিলে ভালো হয়।


ধাপঃ ৯

IMG20210920232849.jpg

IMG20210920232901.jpg


IMG20210920232937.jpg

সকল প্রস্তুত করা মসলা এবং চাল একটি পাতিল বা কারায়ে দিয়ে নেই।



ধাপঃ ১০

IMG20210920233053.jpg

IMG20210920233002.jpg

এখন লবন এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। সুন্দর স্মেল পাওয়া যাচ্ছে।

ধাপঃ ১১

IMG20210920233428.jpg

IMG20210920233432.jpg

IMG20210920234013.jpg


এখন কাড়ায়ে চাল গুলো কিছুক্ষন ভেজে নিতে হবে অর্থাৎ ৩/৪ মিনিট ভেজে নিলেই হবে। কিছু গরম পানি রাখতে হবে চাল ভাজা শেষ হইলে গরম পানি দিতে হবে।



ধাপঃ ১২

IMG20210920234021.jpg

IMG20210920234021.jpg

IMG20210920235221.jpg

IMG20210920235208.jpg

পরিমাণ মতো মাপি দিয়ে ১৪/১৮ মিনিট ঢাকিয়ে রাখতে হবে। এই সময়ের ফাকে ডিম গুলিয়ে নিতে হবে।



ধাপঃ ১৩

IMG20210920235149.jpg

এমন যখন পানি শুকিয়ে আসার উপক্রম হবে তখন ডিম দিয়ে একটু নাড়া-চাড়া দিয়ে নিতে হবে যাতে ডিম ভালোভাবে মিশে যায়।



ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago (edited)

আমি মাঝে মাঝে সকালে খিচুড়ি খাই। দেখে মনে হচ্ছে আপনার খিচুড়ি অনেক মজা হয়েছে।

হুম ভাই সত্যিই অনেক মজার হইছিলো।

 3 years ago 

আসলে ডিম দিয়ে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। আপনি যেভাবে পরিবেশন করেছেন মনে হচ্ছে এখনি খেয়ে ফেলে
।অনেক ভালো লাগলো ভাইয়া অত্যন্ত সুন্দরভাবে আপনি ধাপে ধাপে পরিবেশন করেছেন আপনার জন্য শুভকামনা রইল

ভাই যে পরিমাণে স্বাধ হয়েছে

খিচুড়ি আমার খুবই পছন্দের খাবার।আপনি খিচুড়ির রেসিপি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।অনেক সুস্বাদু হয়েছে মনে হচ্ছে।ধন্যবাদ আপনাকে আপনার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটা মন্তব্যের জন্য।

 3 years ago 

ডিম দিয়ে খিচুড়ি তৈরি করেছেন। দেখে বোঝা যাচ্ছে খুব স্বাদের হয়েছিলো। শুভেচ্ছা রইলো ভাইয়া।দারুন বানিয়েছেন

 3 years ago 

হলে খুব ডিম খিচুড়ি খেতাম আপনার রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে।

 3 years ago 

অনেক সুন্দর রেসিপি বানিয়েছেন।রেসিপির ছবিগুলো সুন্দর হয়েছে।দেখে জিভে জল এসে গেল।

 3 years ago 

ডিম খিচুড়ি ।মনে হচ্ছে দারুণ মজার হয়েছিল রেসিপিটি।ধন্যবাদ ভাইয়া।

হুম আপু দারুই হয়েছিলো। সবাইকেই ভালো লেগেছে কিন্তু লাজুক খ্যাককে ভালো লাগেনি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59388.79
ETH 2578.59
USDT 1.00
SBD 2.47