DIY-এসো নিজে করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চিত্রাঙ্কন। (10% beneficiaries for @shy-fox)

প্রিয় বন্ধুরা,

"আমার বাংলা ব্লগ" এর সকল সদস্যদের জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম-আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি চিত্রাঙ্কন করতে যআচ্ছি এমন একটা মানুষের যিনি না থাকলে আমাদের বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে পেতো না, যিনি না থাকলে স্বাধীন এই বাংলাদেশ নামক ভূখন্ড হয়তো বা পেতাম না যার অবদানে আজকে আমরা স্বাধীন তিনিই হলেন আমাদের বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখেই আমি আজকে তার চিত্রাঙ্কন করলাম। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক.........

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চিত্রাঙ্কন

20220104_004549.jpg

উপকরণ
  • সাদা পৃষ্ঠা
  • পেন্সিল
  • পেন্সিল কাটার
  • স্কেল
  • রাবার।

20211129_183637.jpg

ধাপ-১
প্রথমেই আমি চোখ আর ভ্রু খুব সাবধানতার সাথে আর্ট করে নিলাম। আমি বেশিরভাগ সময়ই চোখ থেকেই চিত্রাঙ্কন শুরু করি। আর প্রতিটা চিত্রাঙ্কনের শুরুর আগে কয়েকবার প্র্যাকটিস করে নেই।

20220103_232830.jpg

ধাপ-২

এইবার আমি পরবর্তী চোখ আর ভ্রু আর্ট করে নিলাম।

20220103_233548.jpg

ধাপ-৩

এইবার মুখের শেপ এর কিছু অংশসহ কান আর্ট করে নিলাম। বলে রাখা ভালো,এটি কিন্ত খুবই সাবধানতার সাথে আর্ট করতে হবে কারন একটু ভুল হইলে মূল চেহারা ফুটে তোলা কঠিন হয়ে যাবে।

20220103_234258.jpg

ধাপ-৪

এই ধাপে আমি ঠোঁট এবং গোঁফ আর্ট করে নিলাম।

20220103_234919.jpg

ধাপ-৫

এবার ঠোঁটের কাজ শেষ করে নাক এবং স্যাডো এর কাজ কিছু টা করেই নিলাম।

20220103_235727.jpg

ধাপ-৬

এই ধাপে আমি খুব সাবধানতার সাথে চুল এর কাজ করে নিয়েছি। চুল এর চিত্রাঙ্কন টা আমার কাছে একটু জটিলই মনে হয় কারন চুলের সাথেও ব্যাক্তির মূল চেহারার পরিবর্তন ঘটে থাকে। এই ধাপে মাথা এবং চেহারার কাজ মোটামুটি শেষ।

20220104_000552.jpg

ধাপ-৭

এই ধাপে আমি চশমা আর্ট করে নিয়েছি।সুন্দর করে প্রথমেই ফ্রেম আর্ট করে নিতে হবে এবং পরবর্তীতে পেন্সিল ঘসে ঘসে কালার করে দিতে হবে। এছাড়াও চোখের ভেতরের অংশ পেন্সিল দিয়ে ঘসে কালো কালার করে দিয়েছি।

20220104_002842.jpg

ধাপ-৮

সর্বশেষ ধাপ এটি, এই ধাপে আমি ড্রেস এর কাজ করে নিয়েছি। ড্রেস এর কাজ খুবই সাবলীলভাবেই করেছি আমি।জটিলভাবে ড্রেস এর কোনো কাজ আমি পারি না। এই ধাপে আমি ড্রেস এর কাজ করে নিয়ে ফিনিশিং এর জন্য কিছু কিছু জায়গায় স্যাডো এবং কিছু কিছু জায়গায় মিশিয়ে আবার সুন্দর করে আর্ট করে দিয়েছি।

20220104_004538.jpg

আমার আজকের চিত্রাঙ্কন আপনাদের কেমন লেগেছে? আশা করি ভালো লাগবে।আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর মন্তব্য করে জানিয়ে দিবেন, ভুল ত্রুটি হইলেও মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন যেন পরবর্তীতে আমি ভুল শুধরানোর সুযোগ পাই এবং আপনাদের মাঝে সুন্দর চিত্রাঙ্কন নিয়ে আসতে পারি।

ধন্যবাদ সবাইকে

Blue Red Classic Watercolor Americana Veterans Day Folded Card (2).jpg

আমি @Raju47(dilowar) আমার জীবনের মূল উদ্দেশ্য অন্য সবার থেকে অনেকটা আলাদা।আমি আমার জীবনের যথার্থতা খুজি সবসময়।আমাকে দিইয়ে যা সম্ভব আমি সেইটা নিয়ে ভাবিনা,আমি ভাবি যেসব আমাকে দিয়ে সম্ভব না কেন সম্ভব না সেই কারনগুলো খোজার চেষ্টা করি সবসময়। সুন্দর মুখভরা বুলির থেকে বাস্তব কাজে বিশ্বাসী আমি। নিজের দর্শনকে সবার মাঝে তুলে ধরা আমার এক রকম নেশা। নিজের মানষিক প্রশান্তির কারন আমি নিজের মাঝেই খুজি আর এটাই বুঝি সবার ক্ষেত্রে হওয়া উচিৎ কারন বর্তমান সময়ে নিজেকে ছাড়া কাউকেউই বিশ্বাস করা যায় না সেহেতু .........

Sort:  
 3 years ago 
ভাইয়া আপনি খুবই সুন্দর করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিত্র এঁকেছেন। ছবিটি দেখে সত্যিই খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মহৎ এই ব্যক্তির ছবি এঁকে তা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

অসংখ্য ধন্যবাদ আপনাকে রাজু ভাই আমাকে এভাবে উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

আমি আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চিত্রাঙ্কন করেছেন দেখতে হবাহু একই রকম দেখতে। আপনার প্রশংসা করতে হয় নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন দেখে অনেক ভালো লাগলো আপনার জন্য শুভকামনা রইলো

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর উৎসাহমূলক মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার পেন্সিল স্কেচ গুলো বরাবরই খুব সুন্দর হয়। আপনি খুব নিখুঁতভাবে এই পেন্সিল স্কেচ গুলো করে থাকেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্কেচটি অসাধারণ হয়েছে। একদম আসল ছবির মত লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি স্কেচ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

অসংখ্য ধন্যবাদ আপু আমাকে এভাবে উৎসাহ দেয়ার জন্য।

 3 years ago 

আপনার আজকের পেন্সিল স্ক্যাচটা অসাধারণ হয়েছে 👌
একদমই বঙ্গবন্ধুর মতো দেখতে।
খুব ভালো লাগলো অংকন।
চালিয়ে যান, শুভ কামনা রইল 🥀

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার পেন্সিল স্কেচ গুলো খুবই সুন্দর হয় ভাইয়া আমিতো দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। একদম হুবহু শেখ মুজিবুর রহমানের ছবি আপনি সুন্দর করে চিত্রাংকন করেছেন। সত্যিই অসাধারণ হয়েছে ভাইয়া আপনি খুব সুন্দর করে নিখুঁত ভাবে মুখের হাসিটা আপনার আর্ট এর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি স্কেচ আমাদের সাথে শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপু এমন উৎসাহমূলক মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার গানের পরেই আপনার আর্ট করা চিএগুলো আমার দারুণ লাগে। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটি দারুণ হয়েছে ভাই। আমি হিমালয় দেখেনি কিন্তু আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর কে দেখেছি। সত্যি দারুণ ভাই।।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। ভালোবাসা অবিরাম ভাই।

 3 years ago 

জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার ভাবে শেখ মুজিবুর রহমানের একটি চিত্র অঙ্কন করে আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে শেয়ার করেছেন ভাইয়া। আপনার অঙ্কিত এই চিত্রটি দেখে সত্যিই আমি মুগ্ধ। কি চমৎকার ভাবে আপনি অঙ্কন টি সম্পন্ন করেছেন সত্যিই আপনার অংকন এর প্রশংসা করতেই হয়। ধন্যবাদ আপনাকে এরকম একটি চিত্র আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইলো ভাইয়া।

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

  • আপনি খুব সুন্দর একটি অঙ্কন করেছেন। আপনার অঙ্কন কোনটি আমার খুবই ভালো লেগেছে। শেখ মুজিবুর রহমানকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা ও ভালোবাসা রইলো ভাই আপনাদের

অসংখ্য ধন্যবাদ ভাই।

ওয়াও অসাধারণ হয়েছে ভাইয়া আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবর এর আঁকা পেন্সিল স্কেচ। যা একবারেই এই সত্তিকারের মত লাগছে আমার কাছে। এবং দেখে খুবই ভালো লাগলো আপনার চিত্রটি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চিত্র আমাদের মাঝে তুলে ধরার জন্য। শুভেচ্ছা এবং শুভকামনা রইল এরকম প্রতিনিয়ত আমাদের মাঝে এত সুন্দর সুন্দর কিছু উপহার দেন

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76491.72
ETH 3050.14
USDT 1.00
SBD 2.62