ছোট মাছ দিয়ে এঁটে ভাজি(10% beneficiaries to @shy-fox)

শুভ সন্ধ্যা,

আশা করি সকলেই অনেক ভালো আছেন আল্লাহ্ তায়ালার রহমতে। আমিও আল্লাহ্ তায়ালার রহমতে ভালো আছি।

ছোট মাছ দিয়ে এঁটে ভাজি


উপদানঃ

  • মুরগি
  • ছোট মাছ
  • এঁটে
  • মশলা
  • পিয়াজ
  • মুরগির মাংসে দেওয়ার জন্য কিছু আলু
  • সোয়াবিন তেল
  • আদা-রসুন
  • লবণ
  • মরিচ
  • এঁটের ভাজির মধ্যে দেওয়ার জন্য আলু চিকন চিকন করে কেটে নিতে হবে।
  • হলুদ
  • কিছু গুড়া মরিচ

IMG20211003122848.jpg

IMG20211003124140.jpg

IMG20211003124127.jpg

IMG20211003122905.jpg

স্পেশাল রেসিপি দুপুরে খাবার জন্য। মাঝে মাঝে এমন খাবার দুপুরে খাইতে ভালোই লাগে তাই আজকে প্রফুল্লচিত্তে বানিয়ে ফেললাম। এখানে বিশেষ একটা সবজি যুক্ত করেছি যা শহরে পাওয়া খুবই দূর্লভ।

IMG_20210923_101201.jpg

ধাপঃ০১

IMG20211003100735.jpg

পুঁটিমা মাছ আধা কেজি পরিমান। মাছ গুলোর আশঁ এবং কেটে ভুড়ি পরিষ্কার করে নিতে হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে মাছের ভুড়ি থাকতে মাছ তেতো স্বাধ লাগবে তাই পরিষ্কার করার সময় ভালোভাবে খেয়াল রাখতে হবে।

IMG_20210923_101201.jpg

ধাপঃ০২

IMG20211003104728.jpg

IMG20211003104724.jpg

পরিমান মতো মসলা গুড়ো করে নেওয়া হয়েছে এখানে।

IMG_20210923_101201.jpg

ধাপঃ০৩

IMG20211003100853.jpg

২কিলোগ্রাম মুরগি পিচ পিচ করে কেটে নিতে হবে এবং সকল প্রকার মসলা পরিমান মতো মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে।

IMG_20210923_101201.jpg

ধাপঃ০৪

IMG20211003100749.jpg

আদা রসুন ছোবা ছাড়িয়ে নিয়ে পিশিয়ে নিতে হবে।

IMG_20210923_101201.jpg

ধাপঃ০৫

IMG20211003122852.jpg

IMG20211003122848.jpg

এঁটে ভাজি কমপ্লিট। এই রেসিপিটির বিশেষত্বের ২ দুটি একটি ছোট মাছ এবং ডিম ভেঙ্গে দেওয়া হয়েছে।

IMG_20210923_101201.jpg

ধাপঃ০৬

IMG20211003124127.jpg

IMG20211003124111.jpg

আমাদের রেসিপিটি থেকে ফ্লেভার নেওয়ার জন্য কিছু লেবু কেটে নিয়েছি।

IMG_20210923_101201.jpg

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর রান্না করেছেন আপনি।
দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে।

ধন্যবাদ আপু

 3 years ago 

আপনার রেসিপির উপস্থাপনা ও ছবিগুলো সুন্দর হয়েছে। আমাদের কমিউনিটিতে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

সুন্দর মন্ত্যের জন্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনার রেসিপিটি অনেক সুন্দর ছিলো।আপনার জন্য শুভ কামন।

আপনার জন্যও অনেক অনেক শুভকমনা

 3 years ago 

আপনার তৈরি করা ছোট মাছ দিয়ে এঁটে ভাজি দেখতে অনেক লোভনীয় এবং সুস্বাদু মনে হচ্ছে, এই ধরনের ভাজকে আমাদের এলাকায় চরচরী বলা হয়।
আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

অহহ আচ্ছা , ভাই আমাদের এলাকায় ডাটা শাক দিয়ে তরকারিকে চরচরি বলা হয়। আপনার সুন্দর এবং গঠনমূলক মন্তব্যে জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59588.19
ETH 2572.25
USDT 1.00
SBD 2.50