বাংলা ভাষার গুরুত্ব

শুভ রজনী,

"আমার বাংলা ব্লগ" এর সকল সদ্যদের প্রতি রইলো আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম-আসসালামু আলাইকুম। আশা করি সবাই সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি "বাংলা ভাষার গুরুত্ব" নিয়ে কথা বলবো। আশা করি বুঝতে অসুবিধা হবে না। ভুল হইলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং মন্তব্য জানাবেন।

hossain-chisty-Caahugp6eZ8-unsplash.jpg

Image Source by unplash

ভাষাতত্ত্ব আদিম এবং আধুনিক মানুষের ভাষাগুলোকে বিশ্লেষন করে। লিখিত ভাষা অনুপস্থিত আছে এমন সমাজে মৌখিক ভাষা ও লিখিত ভাষা উভ্যয়ই ভাষাতত্ত্বে আলোচনা হয়।এক জেনারেশন সংস্কৃতি তথা জীবনপ্রনালী পরবর্তী জেনারেশনে ভাষার মাধ্যমে বর্তিয়ে থাকে।ভাষার মাধ্যমেই আমরা দৈনন্দিন জীবনে আগামী দিনের পরিকল্পনা করতে পারি, মনের ভাব প্রকাশ করতে পারি,ঐতিহ্য,প্রথা ইত্যাদি লিপিবদ্ধ করতে পারি, তাই আমাদের ভাষার যথাযত ব্যবহার জানতে হবে। এখনো অনেক সমাজ আছে যেখানে লিখিত ভাষার আবির্ভাব ঘটেনি ,সেসব সমাজে মৌখিক ভাষার মাধ্যমেই বংশপরম্পরায় সাংস্কৃতিক জীবন প্রনালির ধারা বয়ে চলে।যদিও, ঐতিহ্যগত ভাবে নৃতাত্ত্বিক দৃষ্টিভঙির ভাষাতত্ববিদ অলিখিত ভাষার উপরেই বেশি গুরুত্ব দিয়ে এসেছেন। আমাদের ভাষার গুরুত্ব কতখানি তা আমাদের অবশ্যই জানতে হবে। আমাদের পরবর্তী জেনারেশন আমাদের প্রিয় বাংলা ভাষাকে কতটা গুরুত্ব দিবে তা নিয়ে আমরা সান্দেহীন। কারন আমাদের এই প্রজন্মে নিজের ভাষাকে বিশেষ কিছু স্থানে প্রকাশ করতে লজ্জা পায়। আমি এমনো দেখেছি, বাংলা ভাষায় কথা বলার অপশন যেখানে আছে সেখানেও গুগল ট্রান্সলেটর ব্যবহার করে ইংলিশ বলতে চায়। কেন ভাই?আমাদের বাংলা ভাষা কি খারাপ? কত রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা অর্জন করেছি, কত তাজা প্রানের বিনিময়ে এই ভাষা অর্জন করেছি। তোমাদের জানতে হবে আমাদের বাংলা ভাষার ইতিহাস,বুঝতে হবে বাংলা ভাষার গুরুত্ব। যে জানে সে তো গর্বের সাথে বাংলা ভাষায় কথা বলে, যে জানে সে তো বুক উচিয়ে বাংলা ভাষায় কথা বলে।

20211027_134246.jpg
Image Source by me

যদি বাংলা ভাষার গর্বের ইতিহাস জানতে চাও তাহলে দেখে নিও-জাতির পিতা বঙ্গবন্ধু কিভাবে জাতিসংঘে বাংলা ভাষায় তার বক্তব্য রেখেছিলো,কিভাবে লক্ষ লক্ষ জনতার মাঝে রক্ত আগুন জ্বলা জ্বালাময়ী ভাষন দিয়েছিলো সেই ৭১ এর সময়।
বাংলা ভাষা আমাদের অহংকার ,বাংলা ভাষা আমাদের জাতির অহংকার। তাজা প্রানের রক্তে রাজপথ রঞ্জিত করে আমাদের বাংলা ভাষা অর্জিত হয়েছে,অর্জিত হয়ে সেই সময়ের লক্ষ লক্ষ মানুষের বাকসাধীনতা। আমাদের বাংলা ভাষা বর্তমান বিশ্বে প্রায় ৩০ লক্ষ মানুষের মুখের ভাষা। আমরা জানি বর্তমান বিশ্বে প্রায় ৮ হাজার ভাষা প্রচলিত আছে,তার মধ্যে আমাদের বাংলা ভাষা স্বমর্যাদায় ৫ম স্থান অধিকার করে আছে। ভাষার জন্য যুদ্ধ,রক্তের বিনময়ে ভাষা অর্জন,এমন উদাহরণ পৃথিবীর আর কোথাও আজ পর্যন্ত ঘটেনি। আমাদের বাংলা ভাষার অপব্যবহার আমাদের রোধ করতে হবে। আমাদের বাংলা ভাষা সম্পর্কে জানতে হবে আমাদের।আমাদের প্রজন্ম যেন বাংলা ভাষা সম্পর্কে অবগত হয় সে ব্যাপারে আমাদের সচেতন হতে হবে।

ধন্যবাদ সবাইকে


Sort:  
 3 years ago 

বাংলা ভাষার গর্বের ইতিহাস আপনার মাধ্যমে কিছুটা হলেও জানতে পারলাম।বাংলা আমার মায়ের ভাষা, বাংলা মানে ভালোবাসা।আমাদের বর্তমান প্রজন্ম বাংলা ভাষা যেন সঠিক ভাবে ব্যবহার করতে পারে সেই সাথে সঠিক মুল্যয়ন করতে পারে সেইটায় প্রত্যাশা।

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভ কামনা রইলো।

বাংলা ভাষা হলো মায়ের ভাষা ।
অনেক ভালো লিখেছেন শুভকামনা রইলো।

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাংলা ভাষা জন্মের পরে মায়ের মুখে শেখা এক ভালোবাসার নাম।আপনি অনেক সুন্দর ভাবে অনেক গুলো বিষয় লিখেছেন এবং চিত্র উপস্থাপন করেছেন ভাইয়া।খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট শুভ কামনা রইলো।

আমার পোষ্ট পড়ার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক দন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো আপনার প্রতি

 3 years ago 

বাংলা ভাষা আমাদের অহংকার ,বাংলা ভাষা আমাদের জাতির অহংকার। তাজা প্রানের রক্তে রাজপথ রঞ্জিত করে আমাদের বাংলা ভাষা অর্জিত হয়েছে,অর্জিত হয়ে সেই সময়ের লক্ষ লক্ষ মানুষের বাকসাধীনতা।

আসলেই বাংলা ভাষা আমাদের অহংকার। আমরা নিজের মাতৃভাষায় কথা বলতে পেরে আমরা অনেক আনন্দিত। আমরা স্বাধীন ভাবে চলতে পারি। 30 লক্ষ প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। অনেক রক্তের ত্যাগের বিনিময়। বাংলা ভাষায় অনেক মানুষ কথা বলে প্রায়ই আপনি বললেন 30 লক্ষ মানুষের মুখের ভাষা বাংলা ভাষা । বাংলা ভাষায় একটা আবেগ কাজ করে।

আমি মুগ্ধ, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

বাংলা ভাষা আমাদের অহংকার। বাংলা আমাদের মাতৃভাষা বাংলা। আমার মায়ের মুখের ভাষায়।এই ভাষার গুরুত্ব অপরিসীম। এই ভাষার জন্য জীবন দিয়ে শহীদ হয়েছে এদেশের সালাম বরকত রফিক জব্বার মাতৃভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়ে তারা এই ভাষাকে রক্ষা করেছে। সত্যি ভাষার গুরুত্ব অপরিসীম।

জ্বী ভাই। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই, শুভ কামনা রইলো ভাই ।

 3 years ago 

আপনার পোষ্টটি পড়ে অনেক কিছু সম্পর্কে জ্ঞান অর্জন করলাম। বাংলা ভাষা নিয়ে আপনি খুব সুন্দর একটি পোস্ট তৈরী করেছেন। বাংলা হল আমাদের মাতৃভাষা আর এই ভাষার উপর আমাদের যে ভালোবাসা রয়েছে পৃথিবীর অন্য কোন ভাষার প্রতি সেই ভালোবাসা কখনো তৈরি হবে না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

আপনার সুন্দর ও গঠনমূলক মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু, আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।

 3 years ago 

আপনার পোস্টটি পড়ে বাংলা ভাষার অনেক কিছু জানতে পারলাম। শুভকামনা রইলো আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

বাংলা ভাষার গুরুত্ব সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। শুভ কামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 58075.38
ETH 2463.77
USDT 1.00
SBD 2.38