🐦🐦টিয়া পাঁখি 🐦🐦( ১০% লাজুক খ্যাঁকের জন্য)

@amarbanglablog- আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আল্লাহ তায়ালার রহমতে। আজকেও আমার নতুনত্ব নিয়া আপনাদের সামনে এসেছি। আজকে আমি টিয়া পাখি অঙ্কন নিয়ে আসেছি। একটা কথা বলতে খুবই ইচ্ছে করতেছে সেটা হলো আমি যা জানতাম না, যা কোন দিন করতাম না, এখন সেসব করতে হয় এবং অনেক ভালো লাগে।

IMG_20210923_101201.jpg


টিয়া পাঁখি

স্টেপঃ১

IMG20210924003739.jpg

IMG20210924003656.jpg

IMG20210924003352.jpg

প্রথম স্টেপে আমি আমার অঙ্কনকৃত টিয়া পাঁখির সম্পূর্ণ ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের এবং লাজুক খ্যাঁকের চোখে পরবে।

IMG_20210923_101201.jpg

স্টেপঃ২

IMG20210924000408.jpg

IMG20210924000408.jpg

টিয়া পাঁখি অঙ্কনের জন্য পেন্সিল দিয়ে আকিয়ে নেই। প্রথমে সামনের অংশ অঙ্কন করতে হবে তাহলে পিছনের অংশ অঙ্কন সুন্দর হবে তাই খুব সাবধানে সামনের অংশ আঁকতে হবে।

IMG_20210923_101201.jpg

স্টেপঃ৩

IMG20210924000619.jpg

IMG20210924000546.jpg

IMG20210924000522.jpg

এখন টিয়া পাঁখির ঠোঁট এবং গলার মাঝে ডোরাকৃতি দিয়ে নিয়েছি ও চোখ একেছি।এখন অনেকটাই পাঁখির চেহারা চলে এসেছে।

IMG_20210923_101201.jpg

স্টেপঃ৪

IMG20210924014009.jpg

এই স্টেপে টিয়া পাঁকির পাখা অঙ্কন করে নিয়েছিলাম। প্রথমে পেন্সিল দিয়ে অঙ্কন করেছিলাম এবং পরে কালো কালির কলম দিয়ে গাড়ো করেছিলাম। এখনে একটা বিষয় লক্ষণীয় যে আমি কোন কালার ব্যবহার করিনি। আমি পেন্সিলে সৌন্দর্য ফুটিয়ে তুলেছি।

IMG_20210923_101201.jpg

স্টেপঃ৫

IMG20210924001322.jpg

IMG20210924001155.jpg

এখানে একটা কাঠের ডাল একে নিয়েছি এবং দু'পাশে ডালের চেয়ারা দেয়ার জন্য পেন্সিল দিয়ে ভরাট করে নিয়েছি।

IMG_20210923_101201.jpg

স্টেপঃ৬

IMG20210924002859.jpg

IMG20210924002234.jpg

IMG20210924002019.jpg

IMG20210924001819.jpg

##### এই স্টেপে আমি টিয়া পাঁখির পাঁ এবং কাঠের মাঝে পেন্সিল দিয়ে একেঁ নয়েছি। এবং পাঁখির ঠোটের মাঝে @siam ভাইয়ের সেই কাল্পনিক ভালোবাসা টুম্পা ভাবিকে চিঠি দিয়ে স্বাগত জানালাম। আমারও তো একটা দায়িত্ব আছে।

IMG_20210923_101201.jpg

স্টেপঃ৭

IMG20210924003529.jpg

IMG20210924003352.jpg

এই স্টেপে আমি প্রাণ পণ চেষ্টা করেছিলাম একটু ফুটিয়ে তোলার জন্য। তবে আমি তা পেরেছি সেটা কালো কালির কলম দিয়া।

IMG_20210923_101201.jpg

স্টেপঃ৮

IMG20210924003739.jpg

IMG20210924003656.jpg

IMG20210924003610.jpg

IMG20210924003739.jpg

হয়ে গেলো আমার টিয়া পাখি। আশা করি সবার ভালো লাগবে।

IMG_20210923_101201.jpg

GEMSFDhtdLIvjdxEgZbygRtZaGO.jpg

আমি @raju47 দিনের কিছু সময় নিজের জন্য এবং পরিবারের জন্য রাখতে গিয়ে কমিউনিটিতে খুব একটা সময় দেওয়া হয় না। জানিনা আমি কমিউনিটির প্রতি ভালোবাসা তৈরি করতে পেরেছি কি না তবে দীর্ঘদিন কাজ করার বড্ড ইচ্ছে আছে।আমার জন্য দোয়া করবেন।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর হয়েছে ভাই আপনার টিয়া পাখি 🐦 রং করলে হয়তো আরও বেশি সুন্দর হতো

ভাই রঙ করলে আরো ভালো হইতো ঠিক বলছেন।
পরবর্তীতে করবো ইনশাআল্লাহ

 3 years ago 

অসাধারণ হয়েছে ভাইয়া। শুভ কামনা রইল

ধন্যবাদ আপনাকে আপু

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ।

জাযাকাল্লাহ দিদি

 3 years ago 

অনেক সুন্দর টিয়া পাখি এঁকেছেন। আর সিয়াম ভাইয়ের কাল্পনিক টিয়া পাখিকে চিঠি দিয়েছেন, বিষয়টা খুব মজার ছিল। ধন্যবাদ ভাই।

মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই আপনাকে

অসাধারণ হয়েছে ধন‍্যবাদ ভাইয়া সুন্দর একটা টিয়া পাখি আমাদের মাঝে উপহার দেয়ার জন‍্য।

বিশেষ করে সিয়াম ভাইয়ের টুম্পা ভাবিকে দিয়েছি। ধন্যবাদ

 3 years ago 

অনেক সুন্দর আর্ট করেছেন টিয়া পাখিটি। ধাপে ধাপে না
উপস্থাপনা খুব সুন্দর করেছেন

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

সুন্দর হয়েছে ভাই পাখির আর্টটি।

ধন্যবাদ খান সাহেব

 3 years ago 

ভাই আপনার টিয়া পাখি অংকন টি আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর লাগছে টিয়া পাখি অংকন। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় চেনা মুখ ভাই আমার।

আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় চেনা মুখ ভাই আমার।

 3 years ago 

ভাই আপনি আকাআকির কাজটি খুব সুন্দরভাবে করতে পারেন এবং আপনারা আকার হাত অনেক অসাধারণ। আশা করছি ভবিষ্যতেও আমাদেরকে এরকম সুন্দর সুন্দর অঙ্কন উপহার দিবেন। ধন্যবাদ ও শুভকামনা।

ইনশাআল্লাহ ভাই। ভাই সেই ৮ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত আর্ট করেছিলাম।আমার বাংলা ব্লগের সন্ধ্যা৷ পেয়ে আবার পুরাতন কাজটি শুরু করলাম। দোয়া করবেন ভাই।

 3 years ago 

সন্ধ্যা হয়ে গেছে একটি শব্দ। হবে সন্ধান। ভাল লাগল এবং আরো আর্ট এর অপেক্ষায় রইলাম

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57174.31
ETH 3071.24
USDT 1.00
SBD 2.40