🐦🐦টিয়া পাঁখি 🐦🐦( ১০% লাজুক খ্যাঁকের জন্য)
@amarbanglablog- আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আল্লাহ তায়ালার রহমতে। আজকেও আমার নতুনত্ব নিয়া আপনাদের সামনে এসেছি। আজকে আমি টিয়া পাখি অঙ্কন নিয়ে আসেছি। একটা কথা বলতে খুবই ইচ্ছে করতেছে সেটা হলো আমি যা জানতাম না, যা কোন দিন করতাম না, এখন সেসব করতে হয় এবং অনেক ভালো লাগে।
টিয়া পাঁখি
টিয়া পাঁখি
স্টেপঃ১
প্রথম স্টেপে আমি আমার অঙ্কনকৃত টিয়া পাঁখির সম্পূর্ণ ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের এবং লাজুক খ্যাঁকের চোখে পরবে।
স্টেপঃ২
টিয়া পাঁখি অঙ্কনের জন্য পেন্সিল দিয়ে আকিয়ে নেই। প্রথমে সামনের অংশ অঙ্কন করতে হবে তাহলে পিছনের অংশ অঙ্কন সুন্দর হবে তাই খুব সাবধানে সামনের অংশ আঁকতে হবে।
স্টেপঃ৩
এখন টিয়া পাঁখির ঠোঁট এবং গলার মাঝে ডোরাকৃতি দিয়ে নিয়েছি ও চোখ একেছি।এখন অনেকটাই পাঁখির চেহারা চলে এসেছে।
স্টেপঃ৪
এই স্টেপে টিয়া পাঁকির পাখা অঙ্কন করে নিয়েছিলাম। প্রথমে পেন্সিল দিয়ে অঙ্কন করেছিলাম এবং পরে কালো কালির কলম দিয়ে গাড়ো করেছিলাম। এখনে একটা বিষয় লক্ষণীয় যে আমি কোন কালার ব্যবহার করিনি। আমি পেন্সিলে সৌন্দর্য ফুটিয়ে তুলেছি।
স্টেপঃ৫
এখানে একটা কাঠের ডাল একে নিয়েছি এবং দু'পাশে ডালের চেয়ারা দেয়ার জন্য পেন্সিল দিয়ে ভরাট করে নিয়েছি।
অসাধারণ হয়েছে ভাইয়া। শুভ কামনা রইল
ধন্যবাদ আপনাকে আপু
অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ।
জাযাকাল্লাহ দিদি
অনেক সুন্দর টিয়া পাখি এঁকেছেন। আর সিয়াম ভাইয়ের কাল্পনিক টিয়া পাখিকে চিঠি দিয়েছেন, বিষয়টা খুব মজার ছিল। ধন্যবাদ ভাই।
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই আপনাকে
অসাধারণ হয়েছে ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা টিয়া পাখি আমাদের মাঝে উপহার দেয়ার জন্য।
বিশেষ করে সিয়াম ভাইয়ের টুম্পা ভাবিকে দিয়েছি। ধন্যবাদ
অনেক সুন্দর আর্ট করেছেন টিয়া পাখিটি। ধাপে ধাপে না
উপস্থাপনা খুব সুন্দর করেছেন
আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
অনেক সুন্দর হয়েছে ভাই আপনার টিয়া পাখি 🐦 রং করলে হয়তো আরও বেশি সুন্দর হতো
ভাই রঙ করলে আরো ভালো হইতো ঠিক বলছেন।
পরবর্তীতে করবো ইনশাআল্লাহ
সুন্দর হয়েছে ভাই পাখির আর্টটি।
ধন্যবাদ খান সাহেব
ভাই আপনার টিয়া পাখি অংকন টি আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর লাগছে টিয়া পাখি অংকন। শুভকামনা রইল ভাই আপনার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় চেনা মুখ ভাই আমার।
আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় চেনা মুখ ভাই আমার।
ভাই আপনি আকাআকির কাজটি খুব সুন্দরভাবে করতে পারেন এবং আপনারা আকার হাত অনেক অসাধারণ। আশা করছি ভবিষ্যতেও আমাদেরকে এরকম সুন্দর সুন্দর অঙ্কন উপহার দিবেন। ধন্যবাদ ও শুভকামনা।
ইনশাআল্লাহ ভাই। ভাই সেই ৮ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত আর্ট করেছিলাম।আমার বাংলা ব্লগের সন্ধ্যা৷ পেয়ে আবার পুরাতন কাজটি শুরু করলাম। দোয়া করবেন ভাই।
সন্ধ্যা হয়ে গেছে একটি শব্দ। হবে সন্ধান। ভাল লাগল এবং আরো আর্ট এর অপেক্ষায় রইলাম