পথের দুঃখ (10% beneficiaries to @shy-fox)

শুভ বিকাল,

পথের দুঃখ

pexels-photo-5378608.jpeg
Image Source pexels
ভাঙ্গা কন্ঠে এখনো উচ্ছ্বাসিত হয়,
রেলপথের ছাউনিতে আশ্রিত মানুষের প্রাণ।
প্রাণের ন্যায় কমল নয় তো মোদের প্রাণ।
না পারে আশ্রিত আপনার প্রাণ,
মানুষ তব তোমারাও অতিশয়া।

খাদ্যগন্ধ ছোটে ব্যারিকেড অতিক্রম করে,
সে খাদ্যই তৃপ্ত করে অতিশয়ার।
প্রভাতে যদিও যোটে কিছুটা,
নিশিতে তাও যোটে না।

আপনার নিশি কেটে যায়
জ্যোৎস্না শোভিত মনোমুগ্ধকর দৃশ্যে।
অতিশয়াদের নিশিযাপন হয়,
অপূর্ণ উদরে মুগ্ধতায় ডুবে!

জ্যোৎস্না স্নান উপভোজ্ঞ অতিশয়াদের,
ছাউনিটার ছিদ্র পথে,
তবুও হেসে বলে জ্যোৎস্না মিলে প্রতি রাতে।
মোসাহেব য্যোৎস্নার সন্ধান করে,
শিরি বেয়ে ছাদে উঠি।

Sort:  

আপনার নিশি কেটে যায়
জ্যোৎস্না শোভিত মনোমুগ্ধকর দৃশ্যে।
অতিশয়াদের নিশিযাপন হয়,
অপূর্ণ উদরে মুগ্ধতায় ডুবে!

এই অংশটুকু আমার কাছে খুব ভালো লেগেছে।ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের একান্ত দায়িত্ব। যে পরিমাণ খাবার আমরা নষ্ট করি সেটা যদি ক্ষুধার্ত রা পেত তাহলে পৃথিবীতে ক্ষুধার্ত মানুষ খুঁজে পাওয়া যেত না।

শুভ কামনা রইল ভাই।

 3 years ago 

অসহায় মানুষদের দুঃখ কষ্ট ভালোভাবে ফুটে তুলেছেন আপনার কবিতায়।ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর কবিতার জন্য।

 3 years ago 

কবিতাটি পড়ে ভালো লাগল
আর আপনার কন্টেন্ট টা অসাধারণ, পথমানুষদের কথা তুলে ধরেছেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63135.01
ETH 2546.56
USDT 1.00
SBD 2.64