DIY-এসো নিজে করি দুই হাতের মাঝে একটি মেয়ের মুখের চিত্রাঙ্কন(কাল্পনিক)।(10% beneficiaries for @shy-fox)
প্রিয় বন্ধুরা,
"আমার বাংলা ব্লগ" এর সকল সদস্যদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম-আসসালামু ওয়ালাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার কল্পনায় একটি চিত্রাঙ্কন করলাম। এটি অনেকটা এডিটিং করা ছবির মতো কারন হাত ও মুখের সংযুক্তি ছবি এটি বাস্তবজীবনে অসম্ভব সেহেতু চিত্রাঙ্কন কিংবা এডিটিংই হলো একমাত্র সম্ভাব্য দিক। আমি চিত্রাঙ্কন করলাম আজকে এমন একটি চিত্রাঙ্কন। আশা করি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।আর হ্যা ভালো লাগলে অবশ্যই সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন,কারন আপনাদের একটি মন্তবতই আমার উৎসাহের মূল মাধ্যম। যাই হোক,কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক......
- একটি সাদা পৃষ্ঠা
- পেন্সিল
- পেন্সিল কাটার
- ইরেজার
- একটু ক্রিয়েটিভ চিন্তাভাবনা
মোবাইল ডিভাইসঃSamsung galaxy J5 prime
এবার আমি অপর পাশের হাতের কিছু অংশ আর্ট করে নিলাম।
মোবাইল ডিভাইসঃSamsung galaxy J5 prime
এবার আমি এই হাতের কিছু অন্সগ আর্ট করে ন্যার পর আঙ্গুল এর যে কাজটুকু বাকী ছিলো তা আমি শেষ করে নিকাম মোটামুটি। আমি হাতের কোনো স্যাডো বা কোনোকিছু জটিল চিত্রাঙ্কন করিনি কারন আমি খুব সহজভাবে আর্ট করে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে চেয়েছি যেন সবার বুঝতে সহজ হয়।
মোবাইল ডিভাইসঃSamsung galaxy J5 prime
এবার আমি দুই হাতের মাঝে মুখের নিচের অংশের যে শেপ থাকে তা খুব সাবধানতার সাথে সুন্দর করে আর্ট করে নিলাম।এভাবে......
মোবাইল ডিভাইসঃSamsung galaxy J5 prime
এবার সবকিছু আর্ট শেষে মেয়েটির নাক এবং ঠোঁট খুব সুন্দর করে আর্ট করে নিতে হবে,এভাবে.........
মোবাইল ডিভাইসঃSamsung galaxy J5 prime
সবশেষে আমি আর্ট করে নেয়া ঠোট এর কাজ করে নিলাম। ঠোঁট এর স্যাডো আর্ট করে নিলাম। ঠোট টি দেখতে যেন বাস্তব ঠোঁট এর মতোই লাগে সেই জন্য ঠোঁটের মাঝে দাগ টেনে টেনে তার উপর পেন্সিল ঘসে ঘসে আসল চেহারা দেয়ার চেষ্টা করেছি।
আমার আজকের চিত্রাঙ্কন টি আপনাদের কেমন লেগেছে আশা করি মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন সাথে এই আশাটাও রাখি আমার আজকের চিত্রাঙ্কন আপনাদের ভালো লাগবে। একটু অন্যরকম চিন্তাভবনা নিয়েই আমার আজকের চিত্রাঙ্কন। ভালো থাকবেন সবসময়,নিজের যত্ন নিবেন।
আপনার বানানো চিত্রটি অনেক সুন্দর হয়েছে ভাই। আমার কাছে এটি একটি ইউনিক চিত্রাংকন মনে হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। দুটি হাতের মধ্যে একটি মেয়ের মুখমণ্ডল এর কনসেপ্টটা বেশ ভালো ছিল। আপনার জন্য শুভকামনা রইল ভাই।
অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাই।
ভাই ছবি তো আপনি অসাধারণ একেছেন কিন্তু মেয়েটির চোখ দেননি কেন বুঝতে পারলাম না। চোখ ছাড়া আসলে মানুষের চেহারা অসমাপ্ত থেকে যায়। চোখ দুটি দিলে আমার মনে হয় ছবিটা সম্পূর্ণতা পেত। ধন্যবাদ আপনাকে।
আপনি ঠিকই বলেছেন ভাই, আমি পরে বুঝতে পেরেছি যে চোখ মিসিং।এটা উচিৎ ছিলো। অসংখ্য ধন্যবাদ ভাই এত গুরুত্বপূর্ন ভুল ধরিয়ে দেয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ ভাই।
দুই হাতের মাঝে একটি মুখের চিত্র অংকন আপনি দারুণভাবে অঙ্কন করেছেন ভাইয়া। খুবই ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আর আসলেই আপনি এর আগেও অনেক সুন্দর সুন্দর অঙ্কন নিয়ে হাজির হয়েছেন। এটিও তার ব্যতিক্রম নয়। আপনার জন্য শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে উতসাহমূলক সুন্দর মন্তব্য করার জন্য।
ভাইয়া দুই হাতের মাঝে মেয়ের চিত্রাংকন টি খুব সুন্দর হয়েছে ।কিন্তু যদি চোখ টা দিতেন তাহলে ছবিটি আরও বেশি আকর্ষণীয় মনে হতো ।আপনি আকার প্রতিটি ধাপ সুন্দরভাবে পর্যায়ক্রমে দেখিয়ে দিয়েছেন ।ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য । শুভকামনা রইল আপনার জন্য।
ঠিক বলেছেন আপু, আমি আসলে পরে বুঝতে পেরেছি যে আমি চোখ এর আর্ট করতে ভুলে গিয়েছিলাম।
জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার ভাবে দুই হাতের মাঝখানে একটি মেয়ের মুখের দৃশ্য অংকন করেছেন ভাইয়া। আপনার এই অংকন টি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি অনেক চমৎকার ভাবে প্রতিটি ধাপ আমাদের সকলের মাঝে step-by-step তুলে ধরেছেন এত সুন্দর একটি অঙ্কন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাই এভাবে উৎসাহ দেয়ার জন্য।