রূপসী বাংলাদেশ

রূপসী বাংলাদেশ
দেলোয়ার রহমান রাজু

সুন্দরের নাই যে শেষ
বল আমায় সে কোন দেশ?
যে দেশে সোনার ফসল ফলে মাঠে,
ডিঙ্গি নৌকাগুলি বাঁধা থাকে নদীর ঘাটে

চারিদিকে দেখা যায় সবুজের বন,
দেখে মুগ্ধ হয় নির্ঝীব মন।
যে দেশে বয়ে গেছে অসংখ্য নদী
মুগ্ধ কবি আঁকিতেছে সেই নদীর ছবি।

আকাসেতে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা,
কৃষাণেরা কাজ করে কাটিয়ে দেয় বেলা।

আরো অনেক কিছু আছে,
বলে করা যাবে না শেষ।
এবার আমাই বলতেই হবে
সেটি কোন দেশ?

Sort:  
 3 years ago 

ভালো লিখেছেন আপনি কবিতাটি ।শুভেচ্ছা রইল আপনার জন্য।

মন্তব্য করার জন্য ধন্যবাদ

 3 years ago 

আপনার পোস্টে একটি থাম্বনেইল ইউজ করলে দেখতে অনেক সুন্দর লাগবে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68348.76
ETH 2644.95
USDT 1.00
SBD 2.69