কলম রাখার ঝুড়ি -নিজে করি (10% beneficiaries to @shy-fox)

hello

বন্ধুরা,
আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও ভালোই আছি। আপনাদের অনুপ্রেরণায় আজকে নতুন ভাবে আপনাদের সামনে চলে আসলাম। নিজে কর ইভেন্টর জন্য একটা কলম রাখার ঝুড়ি।

কলম রাখার ঝুড়ি

ধাপঃ১১

IMG20210927225317.jpg

IMG20210927225250.jpg

IMG20210927225138.jpg

IMG20210927224840.jpg

কলম রাখার ঝুড়ির সম্পূর্ণ চিত্র আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20210923_101201.jpg

ধাপঃ১

IMG20210927221433.jpg

উপকরণগুলো আপনাদের সামনে তুলে ধরলাম।
কালার কাগজ, গাম, কাটার জন্য সিজার ও ছবি তোলার জন্য মোবাইল।

IMG_20210923_101201.jpg

ধাপঃ২

IMG20210927221529.jpg

একটা টিয়া রঙের কাগজ নিয়েছি উক্ত দিয়ে একটা বক্সে গাম দিয়ে লাগিয়ে দিবো।

IMG_20210923_101201.jpg

ধাপঃ৩

IMG20210927221538.jpg

কমেডি প্লাস পেস্টের বক্সে গাম দিয়ে লাগিয়ে দিতে হবে তাহলে দেখতে অনেক সুন্দর মিনে হবে। আমরা তো সৌন্দর্যের পূজারী।

IMG_20210923_101201.jpg

ধাপঃ৪

IMG20210927221849.jpg

বক্সের ঢাকনাগুলোতে গাম লাগিয়ে মাঝের অংশের সঙ্গে লাগিয়ে দিলে বক্স অনেকটা শক্ত হবে। তাই গাম দিয়ে লাগিয়ে নিলাম।

IMG_20210923_101201.jpg

ধাপঃ৫

IMG20210927222107.jpg

এখনে গাম দিয়ে লাগিয়ে দিলাম সমান করে চার পাশে লাগিয়ে নিতে হবে তাহলে দেখতে ভালো লাগবে।

IMG_20210923_101201.jpg

ধাপঃ৬

IMG20210927222552.jpg

বক্সের নিচের অংশে কাগজগুলো কোণ গুলো কেটে নিয়ে কাগজে গাম লাগিয়ে নিচের অংশের সিঙ্গে লাগিয়ে দিতে হবে তাহলে নিচের অংশ শক্ত হবে।

IMG_20210923_101201.jpg

ধাপঃ৭

IMG20210927223018.jpg

এখন একটি লাল রঙের কাগজ নিলাম উপরের অংশের সঙ্গে লাগিয়ে দিবো তাহলে দেখতে অনেক ভালো লাগবে।

IMG_20210923_101201.jpg

ধাপঃ৮

IMG20210927223704.jpg

লাল কাগজ গাম দিয়ে আটকিয়ে দিলাম এখন মোটামুটি দেখতে আলাদা লাগতেছে।

IMG_20210923_101201.jpg

ধাপঃ৯

IMG20210927224322.jpg

এখন কিছু লাল ও টিয়ে কালার কাগজ দিয়ে লাভ ও স্টার বানিয়ে নিলাম সামনের অংশে লাগিয়ে দেওয়ার জন্য।

IMG_20210923_101201.jpg

ধাপঃ১০

IMG20210927224837.jpg

কেটে নেওয়া লাভ এবং স্টার আলতোভাবে গামদিয়ে লাগিয়ে দিলাম। এখন সামনের অংশ মোটামুটি ভালো লাগতেছে। ১১ নং ধাপে দেখিয়েছি কলম বক্সটি দেয়ালে গাম দিয়ে লাগিয়ে দিয়েছি। এখন কলম রাখ উপযোগী হয়েছে।

IMG_20210923_101201.jpg

প্রাণের মানুষগুলো আপনাদের অসংখ্য ধন্যবাদ

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর কলমদানি বানিয়েছেন। ধাপগুলি অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে।

অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

আপনি খুব অল্প সময়ে সুন্দর একটি কলমদানি বানিয়েছেন। আসলে আমরা এমন কাজ করলে অনেক টাকা সেভ হবে। ধন্যবাদ আপনাকে

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আমরা যে জিনিসগুলো অপ্রয়োজনীয় ভেবে ফেলে দিয়ে তা দিয়ে সুন্দর একটি কলমদানি বানিয়েছেন অত্যন্ত সুন্দর ছিল। খুব অল্প সময় আপনি এটি পরিবেশন করেছেন আমরা খুব সহজেই বুঝতে সক্ষম হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

অনন্য এক প্রতিভার উদাহরণ দিয়েছেন আপনি। শুভকামনা রইল আপনার জন্য

ধন্যবাদ ভাই আপনার জন্যও শুভকামনা অবিরাম

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57305.83
ETH 3076.79
USDT 1.00
SBD 2.40