দুঃসময় যখন আসে

শুভ রজনী,

"আমার বাংলা ব্লগ" এর সকল সদস্যদের জানাই আমার আন্তরিক সালাম-আসসালামু আলাইকুম। আশা করি মহান রাব্বুল আল-আমীন এর অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি তা হলো-দু;সময় যখন আসে,তখন তা চারিদিক দিয়ে দিয়ে আসে। আমাদের কাজ হলো-সেইটাকে সামলিয়ে চলা। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক...

মন খারাপ এর সময়গুলো...

shaian-ramesht-ZYD1HvTfI5E-unsplash.jpg

Image Source by unplash

বরাবরই আমার সাথে কেন জানি এমন হয়ে থাকে, যখন আমার খারাপ সময় যায় তখন চারিদিকে অন্ধকার ছায়া নেমে আসে মানে চারিদিকে যত ধরনের বিপদ সব আমার কাছে আসে। এই সময়গুলো আমার খুব খারাপ যায়, এই সময়গুলোতে পাশে থাকার মানুষদেরও অনেক টা চিনতে পারা যায়। গত কয়েকদিন থেকে একটা সমস্যা নিয়ে ছিলাম, আজকে এক সাথে ৩ টা সমস্যার উদ্ভব হলো আমার কাছে, যা অপ্রত্যাশিত। কিছুদিন আগে থেকে খুব আনমনে হয়ে গেছিলাম, সাথে ফ্যামিলি সমস্যা,তার উপরে আমার পিসির গ্রাফিক্স কার্ড এর সমস্যা দেখা দিলো, এই অসময়ে অনেক টাকার উপর দিয়ে সেই সমস্যা মোটামুটি দূর হয়ে গেলো। এখন ভাবছি স্টিমিটে আমার পর্যাপ্ত সময় দেয়া দরকার। আজকে আমার ফোন টা ৩ তলার বেলকনি থেকে পড়ে গেছে, অচল। আর চলবেই না। এমনি থেকেও আর্থিক ভাবে খুব সমস্যায় যাচ্ছিলো। একটু আগে মনে হলো আমার বাসাইয় টাকা পাঠানো দরকার।আমি জব ছেড়ে দিয়ে এসেছি বাসায় কেউ জানে না। মানে আমার কেন জানি চারিদিকে বিপদ আসতেছে। আমি টেনশনে ঘুমাইতে পারি না, এমন একটা সময় আমার আসছে যেখানে কিছুই করার নেই আমার। আমার এই দুঃসময়ের কথাগুলো কার সাথে শেয়ার করবো? তাই আপনাদের সাথেই শেয়ার করছি। আবার এইদিকে, আজকে রাতে বসে একটা গোলাপ ফুল এর ছবি আর্ট করলাম মনের মতন করে, পোষ্ট ও করলাম, একটু পর মনে হলো এর আগেও আমি গোলাপ ফুলের একটা ছবি পোষ্ট করেছিলাম। যদিও সেইটা অন্যভাবে আর্ট করেছিলাম,হোয়াইট বোর্ডে। তবুও ভয় লাগলো তাই এখন সেইটা এডিট করে আমি এবার আমার দুঃসময় এর কথাগুলো সবার সাথে করবো বলে লিখতে বসলাম।

ভেঙে পড়লেই বিপদ...

road-trip-with-raj-_cbKur5I60A-unsplash.jpg
Image Source by unplash

মানুষের জীবনে ভালো সময়,খারাপ সময় দুটোই আসবে। এই সময়গুলো মানুষকে অনেক অভিজ্ঞ করে তোলে। আমার মনে হয় খুব সময়গুলোতে মানুষ বাস্তবতা খুব কাছে থেকে উপলব্ধি করতে পারে। খারাপ সময় না আসলে আসলে ভালো সময়ের মজাটা বোঝা যায় না। খারাপ সময়গুলো শুধু একটু ম্যানেজ করে নিতে হয়। সবই তো বুঝি তবুও কেন জানি অনিচ্ছাই মন খারাপ হয়ে যায়। মন খারাপের অনেক ভালো সময় স্মরন করার চেষ্টা করতেছি। ছোট্র এই জীবনে কত্ত অভিজ্ঞতা আমাদের কে নিতে হয়। এমন টা না হলেও পারতো। কি দরকার এত খারাপ সময় আসার । এই সময়গুলোতে আসলে স্বাভাবিক চিন্তাশক্তিও থাকে না, সবসময় দিশেহারা লাগে। এখান থেকে কেটে উঠতে পারাটায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি জানি খারাপ সময় মানুষের জীবনে আজীবন থাকে না, ভালো সময় আসবে একদিন।আর এই ভরসা রাখি একমাত্র উপরওয়ালার প্রতি।

খারাপ সিদ্ধান্ত নেয়ার চেষ্টা

jon-tyson-YtYNavix3pw-unsplash.jpg
Image Source by unplash

খারাপ সময়গুলোতে অনেকেই দেখি খারাপ সিদ্ধান্ত নিতে পিছু পা হয় না। কেন ভাই?? জীবনের কি কোনই মূল্য নেই??
এমন টা করা মোটেও উচিৎ না। আমরা সবাই একটা কথা জানি যে, দুঃসময় মানুষের জীবনে আজীবন থাকে না যদি সে পরিশ্রমী হয়। আমরা না হয় কাঙ্খিত সুসময়ের অপেক্ষাতেই থাকলাম, সাথে পরিশ্রম ও করতে হবে। অলস জীবন যাপন কখনো কাউকে সুখী বানাতে পারে না সেইটাও আমরা জানি। এই সময়গুলোতে যতটা পারা যায় সবার সাথে মিশতে হবে। জানি এই সময় একা থাকতে ভালো লাগবে, একা একা ভাবতেই ভালো লাগবে। কিন্ত আমার মনে হয় এই সিদ্ধান্ত ভুল, কারন একা থাকলে দঃচিন্তা আর ও চেপে ধরে। আর অবশ্যই সৃষ্টিকর্তাকে স্মরন করতে হবে। আমরা যদি নিজেকে শুধু একটু সামলে নিতে পারি তাহলেই মুক্তি। অনেক সময় দেখা যায় ধৈর্যের বাধ ভেঙ্গে যায়, আসলে কিছুই করার থাকে না আমাদের।

এই সময়গুলোতে যদি একবার কেউ ঘারে হাত রেখে বলতো টেনশন করো না আমরা আছি, কাকতালীয় ভাবে কেন জানি আজ আমার কেউই নেই। অথচ অন্যান্য সময় আমার অনেক আপনজন বন্ধু বান্ধব। আমি তাদের দোষ দিবো না। এখানে প্রতিটা খারাপ সময় আমার কোনো ভুল কাজের ফলাফল, যেইটা আজ পাচ্ছি। এই ভেবেই নিজেকে শান্তনা দিচ্ছি।

খারাপ সময়গুলোতে নিজেই নিজেকে সামলিয়ে নিতে হবে এর চাইতে বড় সত্য আর কিছু নেই। কারন আমার এই আমিকে একমাত্র আমিই ভালো বুঝি।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 4 years ago 

গোলাপ ফুল টি অসাধারণ হয়েছে । রং করলেই পারতেন একটি ছবিতে আরো ভালো লাগতো। গেলাপ আকাঁ একটিু কঠিন তবে কৌশল জানলে খুবি সোজা মনে হবে। আমি তো আগে কোন দিন গোলাপ আকঁতে চাইতাম না কারন আমার কাছে কেমন হিজিবিজি মনে হত। তাই শাপলা আকতাম সহজ। যাই হোক সুন্দর একেঁছেন। ধন্যবাদ।

 4 years ago 

জীবনে ভালো সময় খারাপ সময় দুটোই আসবে। এটা নিয়েই জীবন। আর আপনি ঠিকই বলেছেন খারাপ সময় না আসলে ভালো সময়কে উপভোগ করা যায় না।
অনেক সুন্দর লিখেছেন ভাইয়া। আপনার জন্য শুভ কামনা রইলো।

সুন্দর ও গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.036
BTC 101730.10
ETH 3374.68
USDT 1.00
SBD 0.57