দুঃসময় যখন আসে
শুভ রজনী,
"আমার বাংলা ব্লগ" এর সকল সদস্যদের জানাই আমার আন্তরিক সালাম-আসসালামু আলাইকুম। আশা করি মহান রাব্বুল আল-আমীন এর অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি তা হলো-দু;সময় যখন আসে,তখন তা চারিদিক দিয়ে দিয়ে আসে। আমাদের কাজ হলো-সেইটাকে সামলিয়ে চলা। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক...
মন খারাপ এর সময়গুলো...
ভেঙে পড়লেই বিপদ...
মানুষের জীবনে ভালো সময়,খারাপ সময় দুটোই আসবে। এই সময়গুলো মানুষকে অনেক অভিজ্ঞ করে তোলে। আমার মনে হয় খুব সময়গুলোতে মানুষ বাস্তবতা খুব কাছে থেকে উপলব্ধি করতে পারে। খারাপ সময় না আসলে আসলে ভালো সময়ের মজাটা বোঝা যায় না। খারাপ সময়গুলো শুধু একটু ম্যানেজ করে নিতে হয়। সবই তো বুঝি তবুও কেন জানি অনিচ্ছাই মন খারাপ হয়ে যায়। মন খারাপের অনেক ভালো সময় স্মরন করার চেষ্টা করতেছি। ছোট্র এই জীবনে কত্ত অভিজ্ঞতা আমাদের কে নিতে হয়। এমন টা না হলেও পারতো। কি দরকার এত খারাপ সময় আসার । এই সময়গুলোতে আসলে স্বাভাবিক চিন্তাশক্তিও থাকে না, সবসময় দিশেহারা লাগে। এখান থেকে কেটে উঠতে পারাটায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি জানি খারাপ সময় মানুষের জীবনে আজীবন থাকে না, ভালো সময় আসবে একদিন।আর এই ভরসা রাখি একমাত্র উপরওয়ালার প্রতি।
খারাপ সিদ্ধান্ত নেয়ার চেষ্টা
খারাপ সময়গুলোতে অনেকেই দেখি খারাপ সিদ্ধান্ত নিতে পিছু পা হয় না। কেন ভাই?? জীবনের কি কোনই মূল্য নেই??
এমন টা করা মোটেও উচিৎ না। আমরা সবাই একটা কথা জানি যে, দুঃসময় মানুষের জীবনে আজীবন থাকে না যদি সে পরিশ্রমী হয়। আমরা না হয় কাঙ্খিত সুসময়ের অপেক্ষাতেই থাকলাম, সাথে পরিশ্রম ও করতে হবে। অলস জীবন যাপন কখনো কাউকে সুখী বানাতে পারে না সেইটাও আমরা জানি। এই সময়গুলোতে যতটা পারা যায় সবার সাথে মিশতে হবে। জানি এই সময় একা থাকতে ভালো লাগবে, একা একা ভাবতেই ভালো লাগবে। কিন্ত আমার মনে হয় এই সিদ্ধান্ত ভুল, কারন একা থাকলে দঃচিন্তা আর ও চেপে ধরে। আর অবশ্যই সৃষ্টিকর্তাকে স্মরন করতে হবে। আমরা যদি নিজেকে শুধু একটু সামলে নিতে পারি তাহলেই মুক্তি। অনেক সময় দেখা যায় ধৈর্যের বাধ ভেঙ্গে যায়, আসলে কিছুই করার থাকে না আমাদের।
এই সময়গুলোতে যদি একবার কেউ ঘারে হাত রেখে বলতো টেনশন করো না আমরা আছি, কাকতালীয় ভাবে কেন জানি আজ আমার কেউই নেই। অথচ অন্যান্য সময় আমার অনেক আপনজন বন্ধু বান্ধব। আমি তাদের দোষ দিবো না। এখানে প্রতিটা খারাপ সময় আমার কোনো ভুল কাজের ফলাফল, যেইটা আজ পাচ্ছি। এই ভেবেই নিজেকে শান্তনা দিচ্ছি।
খারাপ সময়গুলোতে নিজেই নিজেকে সামলিয়ে নিতে হবে এর চাইতে বড় সত্য আর কিছু নেই। কারন আমার এই আমিকে একমাত্র আমিই ভালো বুঝি।




গোলাপ ফুল টি অসাধারণ হয়েছে । রং করলেই পারতেন একটি ছবিতে আরো ভালো লাগতো। গেলাপ আকাঁ একটিু কঠিন তবে কৌশল জানলে খুবি সোজা মনে হবে। আমি তো আগে কোন দিন গোলাপ আকঁতে চাইতাম না কারন আমার কাছে কেমন হিজিবিজি মনে হত। তাই শাপলা আকতাম সহজ। যাই হোক সুন্দর একেঁছেন। ধন্যবাদ।
জীবনে ভালো সময় খারাপ সময় দুটোই আসবে। এটা নিয়েই জীবন। আর আপনি ঠিকই বলেছেন খারাপ সময় না আসলে ভালো সময়কে উপভোগ করা যায় না।
অনেক সুন্দর লিখেছেন ভাইয়া। আপনার জন্য শুভ কামনা রইলো।
সুন্দর ও গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।