🌷গোলাপ 🌷

শুভ রজনি,

আমি আজকে সম্পূর্ণ রুপে ভিন্নমত একটা পদ্ভতিতে গোলাপ অঙ্কন করেছি। আপনারা উপকরণের কথা শুনলে হইতো অবাক'ই হইবেন। চলুন শুরু করা যাক আজকের পোস্ট।

উপকরণঃ

  • হোয়াইট বোর্ড
  • কলম (হোয়াইট বোর্ডে লেখা)

গোলাপ(rose)

গোলাপ সাধারণত লাল এবং সাদা হয়ে থাকে কিন্তু আমার অঙ্কনে আমি কালো করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

IMG20211021232134.jpg

গোলাপ অঙ্কনের সম্পূর্ণ চিত্রটি তুলে ধরেছি। ধাপ অনুসারে আমি আমার অঙ্কনের কলা-কৌশল তুলে ধরতেছি।

# ধাপঃ১

IMG20211021230744.jpg

গোলাপ অঙ্কনের জন্য এই ধাপে আমের বীজের মতো একটা বাকা দাগ করে নিয়েছি।

ধাপঃ২

IMG20211021230816.jpg

এই ধাপে গোলাপের পাপড়ি গুলো আকিয়ে নিয়েছি।

ধাপঃ৩

IMG20211021230858.jpg

তৃতীয় ধাপে গোলাপের বৃন্ত আকিয়ে নিয়েছি

ধাপঃ৪

IMG20211021230933.jpg

গোলাপের বৃন্তটি হাতের ওপর আকিয়ে নিয়েছি অর্থাৎ হাতের ওপরের অংশ আকিয়েছি

ধাপঃ৫

IMG20211021231013.jpg

হাতের নখ আকিয়ে নিয়েছি

ধাপঃ৬

IMG20211021231041.jpgIMG20211021231102.jpg
এখনে হাতের নিচের অংশ আকিয়ে নিয়েছি এবং মুস্টিবদ্ধ নখ কালো করে দিয়েছি।

ধাপঃ৭

IMG20211021231152.jpg

গোলাপের বৃন্তের অংশ হাতের মুঠের মধ্যদিয়ে নিচের দিকে বের করে দিয়েছি। হাতের

ধাপঃ৮

IMG20211021231259.jpg

| এখানে বৃন্তের সাথে গোলাপের দুই পাশে দুটি কাপড়ী

আকিয়ে নিয়েছি

ধাপঃ৯

IMG20211021231549.jpgIMG20211021231503.jpg
এখন সম্পূর্ণ গোলাপের পাপড়ি গুলোর বাহিরে অংশ দিয়ে কলমের কালি ঝিরি ঝিরি করে দিয়েছি সৌন্দর্য বর্ধণের জন্য

ধাপঃ১০

IMG20211021231816.jpgIMG20211021231747.jpg
IMG20211021231720.jpgIMG20211021231631.jpg
----
দুই পাশের বৃন্তের মাঝে কল দিয়ে একটু গাঢ় করে দিয়েছি।

ধাপঃ১১

IMG20211021232101.jpgIMG20211021231926.jpg
এটাই শেষ ধাপ। এখনে গোলাপের মাঝের পাপড়ি থেকে তিনটি পাপড়ী গাঢ় করে নিয়েছি। এই ছিলো আজকের গোলাপ অঙ্কন।

আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। জানিনা আপনাদের মনে কতটা স্থান করে নিতে পেড়েছি

IMG_20210923_101201.jpg

IMG-20211018-WA0019.jpg

Sort:  
 3 years ago 

চেষ্টা খুবই ভালো হচ্ছে কারন আমার বিশ্বাস চেষ্টা মানুষকে কোনদিনও নিরাশ করে না। আর আমি আপনাকে যেটা বলবো প্রথমে, আপনি সিম্পল ভাবে আঁকার চেষ্টা করবেন। প্রথমেই যদি আপনি খুব কঠিন কিছু একে ফেলতে চান তখন আঁকতে পারবে না। আশা করি ছোট বোন হিসেবে আমার সাজেশনটি আপনি মেনে চলবেন। এবং পরবর্তীতে আমরা আপনার অনেক সুন্দর সুন্দর কাজ দেখতে পারবো আশা করছি।
গোলাপের দুইপাশের বৃন্ত গুলো খুব সুন্দর লাগছে।

ধন্যবাদ আপু

 3 years ago 

আপনার আঁকা গোলাপ অনেক সুন্দর হয়েছে। আরো ভালো হতো গোলাপে লাল রং করাসহ এই পোস্টটির একটি শিরোনাম বা টাইটেল দিলে।ধন্যবাদ ও শুভকামণা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনার ভিন্নভাবে গোলাপ তৈরি অংকন কি অসাধারণ হয়েছে যার প্রতিটি ধাপ আমার খুব ভালো লেগেছে।গোলাপটি যত সুন্দর হয়েছে হাত টিও তো সুন্দর হয়েছে। হাতের উপর গোলাপ দুই মিলে অপরুপ।

জাযাকাল্লাহ আপু

 3 years ago 

সাদা কালো গোলাপ আর্ট আমার কাছে খুব ভালো লেগেছে। সাদাকালো সব ছবি আমার কাছে দুর্দান্ত লাগে

ধন্যবাদ আপু

 3 years ago 

ভাইয়া আপনার আঁকা গোলাপ ফুলটি সুন্দর হয়েছে। এভাবে চেষ্টা চালিয়ে যান আস্তে আস্তে আরো ভালো ভালো অংকন আমরা দেখতে পারবো আশা করি। ধন্যবাদ ভাই আপনাকে।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

চেষ্টা অনেক ভালো ছিলো। ভালো ভাবেই অংকন করেছেন। সেই সাথে সুন্দর ভাবে আমাদের বর্ণনা ও দিয়েছেন। গোলাপ ফুলের রং টা যদি লাল হতো তাহলে আরো সুন্দর দেখাতো

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

খুব সুন্দর হয়েছে ফুলটির আর্ট। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।ধন্যবাদ ভাই।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে

 3 years ago 

আসলেই মুগ্ধ হলাম আপনি একটি হাতের উপর গোলাপ তৈরি করেছেন। এত দক্ষতা সাহায্যে। নিজের দক্ষতা কাটিয়ে একটা ইউনিক কিছু আমাদের মাঝে উপস্থাপন করলেন। খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল। এত সুন্দর একটি জিনিস আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

ভাইয়া আপনার গোলাপ ফুল এবং কন্ঠ অসাধারণ হয়েছে। সকল ফুলের রানী হল গোলাপ। আরে গোলাপ ফুলটি আপনি যেভাবে ধাপে ধাপে অংকন উপস্থাপন করেছেন এবং সাথে সাথে বর্ণনা করেছেন সত্যিই অসাধারণ হয়েছে। ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62647.29
ETH 2439.61
USDT 1.00
SBD 2.66