DIY-এসো নিজে করি ভাঙ্গা হৃদয়ের চিত্রাঙ্কন।(10% beneficiaries for @shy-fox)
প্রিয় বন্ধুরা,
"আমার বাংলা ব্লগ" এর সকল সদস্যদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম-আসসালামু ওয়ালাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন পর্যন্ত। আজকে আমি একটা চিত্রাঙ্কন করেছি যা আজ আমার মনের অবস্থার সাথে তাল মিলিয়ে করেছি। মনের অবস্থা খুব ভালো না থাকার কারনেই আসলে এমন চিত্রাঙ্কনের আইডিয়া আমার মাথায় এসেছে। আইডিয়ার সাথেই কাজের মিল, সাথে সাথেই চিত্রাঙ্কন করে ফেললাম। চলুন দেখা নেয়া যাক......
- পেন্সিল
- সাদা পেজ
- পেন্সিল কাটার
ধাপ-১
আমি প্রথমেই যে চিত্রাঙ্কন করবো সেইটার কিছু অংশ আর্ট করে নিলাম
ধাপ-২
এবার হয়তোবা দেখে বুঝতে পারছেন যে আসলে আমি কি আর্ট করতে যাচ্ছি, আমি আর্ট করতেছি একটি ভাঙ্গা হৃদয়ের প্রতীক হিসেবে একটা চিত্রাঙ্কন। যাই হোক,এভাবে পরিপূর্ন ব্রোকেন হার্ট আর্ট করে নিলাম।
ধাপ-৩
এবার ভেঙ্গে যাওয়া অংশ ফুটে তোলার জন্য যা করতে হবে তা হলো এভাবে গাছের ডালের শাখা-প্রশাখার মতো আর্ট করে নিতে হবে।
ধাপ-৪
এই ধাপে হার্ট এর উপর এমনভাবে আর্ট করতে হবে এমন কিছু যেন দেখে মনে হয় ভাঙ্গা হার্ট জোড়া দেয়ার চেষ্টা করা হয়েছে। হালকা সেলাই কিংবা কোনোভাবে জোড়া দেয়ার চিত্র আর্ট করতে হবে এমন করে...
ধাপ-৫
এবার হার্ট এর সব অংশগুলো একটু বোল্ড করে দিতে হবে,সাথে নিচের অংশে আমি কিছু টা স্যাডো যোগ করে দিলাম।
ধাপ-৬
অবশেষে আমি সবগুলো অংস বোল্ড করে নিয়ে পুরো হার্ট এর মূল শেপে স্যাডো যোগ করলাম।
আমার আজকের চিত্রাঙ্কন আশা করি আপনাদের ভালো লাগবে ,আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন কারন আপনাদের একটি সুন্দর মন্তব্য আমার উৎসাহের বড় একটা কারন। আপনাদের উৎসাহ পেয়েই আসলে আমি চিত্রাঙ্কনের উপর অনেক টা আগ্রহী। ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।
ভালো থাকবেন সবাই।
ধন্যবাদ সবাইকে
Follow @amarbanglablog for last updates
Join the Discord Server for more Details
আমি @Raju47(dilowar) আমার জীবনের মূল উদ্দেশ্য অন্য সবার থেকে অনেকটা আলাদা।আমি আমার জীবনের যথার্থতা খুজি সবসময়।আমাকে দিইয়ে যা সম্ভব আমি সেইটা নিয়ে ভাবিনা,আমি ভাবি যেসব আমাকে দিয়ে সম্ভব না কেন সম্ভব না সেই কারনগুলো খোজার চেষ্টা করি সবসময়। সুন্দর মুখভরা বুলির থেকে বাস্তব কাজে বিশ্বাসী আমি। নিজের দর্শনকে সবার মাঝে তুলে ধরা আমার এক রকম নেশা। নিজের মানষিক প্রশান্তির কারন আমি নিজের মাঝেই খুজি আর এটাই বুঝি সবার ক্ষেত্রে হওয়া উচিৎ কারন বর্তমান সময়ে নিজেকে ছাড়া কাউকেউই বিশ্বাস করা যায় না সেহেতু .........
আপনি একটা রুলস ব্রেক করেছেন, ড্রয়িং করার সময় অবশ্যই আপনার হাতের দৃশ্য দেখাতে হবে। যারা ড্রয়িং করেন নিয়মিত তাদের পোষ্টগুলো একটু দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। ধন্যবাদ
আমার এই একটাতেই মিসটেক হয়েছে মনে হয় ভাইয়া, আমি পোষ্ট ইডিট করে ঠিক করে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার ভুল টা ধরিয়ে দেয়ার জন্য। ইনশাআল্লাহ আর এমন হবে না ভাইয়া।
জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার ভাবে একটি ভাঙা হৃদয় এর চিত্র অঙ্কন করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। আপনার এই অঙ্কিত ভাঙ্গা হৃদয়ের চিত্রটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। আপনি একটি ইউনিক ধরনের চিত্র অঙ্কন করেছেন ভাইয়া এরকম চিত্র দেখলে সত্যিই মন ভালো হয়ে যায়। কারণ ইউনিক ইউনিক চিত্র দেখতে কার না ভালো লাগে বলেন...? ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ভাঙা হৃদয় এর চিত্র অঙ্কন করে আমাদের সকলের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর উৎসাহমূলক মন্তব্য করার জন্য।
ভাঙ্গা হৃদয়ের খুব সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন আপনি দেখতে বেশ ভালো দেখাচ্ছে ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন শুভকামনা রইল আপনার জন্য
ধন্যবাদ ভাই আপনাকে।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।
ভাঙ্গা হৃদয় কখনো জোড়া দেওয়া যায় না এই চিএটা হলো তারই বহিঃপ্রকাশ। চিএটা দারুণ একেছেন ভাই👌। এবং বেশ সুন্দর একটি অর্থ প্রকাশ পাচ্ছে চিএটা থেকে। দারুণভাবে উপস্থাপন করেছেন।
ঠিক বলেছেন ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই
চিত্র টা খুব সুন্দর একেছেন দেখে ভালোই লাগলো। আপনি অসাধারণ একটা চিত্র অংকন করেছেন।আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা চিত্র অংকন করার জন্য
অসংখ্য ধন্যবাদ ভাই।
অসংখ্য ধন্যবাদ ভাই।
ভাঙা হৃদয় এর চিত্র অঙ্কন অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনার অঙ্কন এর দক্ষতা আমার খুবই ভালো লাগে। আপনি সবসময় দক্ষতার সাথে সুন্দর চিত্র অঙ্কন করেন। শুভকামনা রইল আপনার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাই
আপনার ছবির প্রশংসা তো আমি সবসময় করি। কিন্তু আজ করতে পারছি না। এমনভাবে হৃদয়টাকে ভেঙে দিলেন কেন?? এমন ভাঙ্গা হৃদয় নিয়ে বেঁচে থাকা আর না থাকা সমান কথা। শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে যাক কিন্তু হৃদয় যেন কখনো না ভাঙ্গে। সবার জন্য এই প্রার্থনা করি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ইশা আপু।