রঙিন কাগজ দিয়ে তৈরি ওয়ালমেট

Hello,

@amarbanglablog-আপনারা সকলে কেমন আছেন? আশাকরি সকলে ভালো আছেন আল্লাহতালার অশেষ কৃপায়। সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং হিন্দু ধর্মালম্বী ভাই বোনদের প্রতি শারদীয় শুভেচ্ছা। আশা করছি আমার ভঙ্গ বাংলা ব্লগের মাধ্যমে পূজার আনন্দ সবার কাছে পৌঁছে গেছে।

রঙিন কাগজ দিয়ে তৈরি ওয়ালমেট

উপকরণঃ

  • গাম
  • কাঁচি
  • রঙিন কাগজ
  • সাদা কাগজ

ধাপঃ সম্পূর্ণ

IMG-20211013-WA0002.jpg
IMG-20211014-WA0016.jpg
IMG-20211014-WA0017.jpg
রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট। বরাবরের মতো আমি আবারও কমপ্লিট ওয়ালমেট আপনাদের সামনে তুলে ধরেছি।

IMG_20210923_101201.jpg

ধাপঃ০১

IMG-20211013-WA0009.jpgIMG-20211013-WA0010.jpg

IMG-20211013-WA0008.jpg

চার প্রকারের রঙিন কাগজ নিয়েছে ওয়ালমেট তৈরি করার জন্য। এই ধাপে আমি রঙিন কাগজ এবং অন্যান্য উপকরণ গুলো ছবি প্রদর্শন করেছে।

ধাপঃ০২

IMG-20211013-WA0007.jpgIMG-20211013-WA0005.jpg
রঙিন কাগজ দিয়ে গোল করে নিয়ে কাগজের মাঝখানে কুচি কুচি করে কেটে নিয়েছে। একটার অনুরূপ এরকম ৪টি করে কেটে নিয়েছি।

ধাপঃ০৩

IMG-20211013-WA0004.jpgIMG-20211013-WA0011.jpg
ঠিক একইভাবে এখানে রঙিন কাগজ কেটে নেওয়ার ধাপটি দেখিয়েছে। তবে খেয়াল রাখতে হবে কাগজের ভাঁজের মাঝে যেন কোন খুঁত না থাকে।

ধাপঃ০৪

IMG-20211013-WA0012.jpgIMG-20211013-WA0003.jpg
ঠিক একইভাবে কাগজ গোল করে কেটে কুচি কুচি করে নিয়েছি। এখানে চারটি রঙিন কাগজের চিত্র প্রদর্শন করেছে।

ধাপঃ০৫

IMG-20211013-WA0016.jpg
এই ধাপে এ কিভাবে টিয়া কালারের তিনটি কাগজ কুচি কুচি করে নিয়েছি। এই তিনটি কাগজ ওলমেটের নিচের অংশে ঝুলানো থাকবে। তাতে ওলমিতি দেখতে অনেক সুন্দর লাগবে।

ধাপঃ০৬

IMG-20211013-WA0017.jpgIMG-20211013-WA0018.jpg
এই ধাপে আমি প্রদর্শন করিয়েছি কেটে নেওয়া কাগজগুলো গান দিয়ে আটকে একটি বৃত্ত বানিয়ে নিয়েছে। এবং টিয়া কালারের কাগজগুলো নিচের অংশ দেওয়ার জন্য রেখেদিয়েছি।

ধাপঃ০৭

IMG20211015123923.jpg

আমি এই ধাপে প্রদর্শন করেছি সাদা কাগজে গোল করে উড়িয়ে দেওয়া তিনটি কাঠি। এই তিনটি কাঠের সঙ্গে টিয়া কালারের কুচি কুচি করে মুড়িয়ে নেওয়া অংশটি গাম দিয়ে লাগিয়ে দেবো। যা নিচের অংশে ঝুলানো থাকবে।

ধাপঃ০৮

IMG-20211013-WA0021.jpgIMG-20211013-WA0020.jpg
এই ধাপে ওলমেটের নিচের অংশের সঙ্গে টিয়া কালারের অংশটুকু সাদা কাগজের কাঠের সঙ্গে গাম দিয়ে আটকে নিয়েছি। এই ছিল আজকে আমার ওলমেট তৈরি।

সকলকে ধন্যবাদ

Sort:  
 3 years ago 

আসলে ভাই আপনার প্রশংসা আমি না করে পারলাম না। আপনি এত দক্ষতা তা নিয়ে কাজটি সম্পন্ন করেছেন। রঙিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। আপনি এত দক্ষতার সাথে প্রতিটি ধাপ সম্পন্ন করেছেন যা ছিল দেখার মতো। বর্ণনা দেখলে যে কেউ এটি তৈরি করতে পারবে। আপনার জন্য শুভ কামনা রইল। ভাইয়া অনেক ভালো লাগলো

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

রঙিন পেপার দিয়ে বানানো আপনার ওয়ালমেট টি দেখতে খুবই সুন্দর লাগছে আপনি খুব সুন্দর ভাবে কালার কম্বিনেশন করে গঠন করেছেন সেই সাথে ধাপে ধাপে সুন্দর বর্ণনা করেছেন

আপনারা প্রতিনিয়ত আপনাদের মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করে আসছেন ।ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

ওয়াও ভাইয়া আপনার অগ্রগতি দেখে আমি মুগ্ধ হয়েছি। কাগজ দিয়ে ওয়ালমেট বানাতে আমার অনেক ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

ধন্যবাদ আপু

 3 years ago (edited)

ভাইয়া আপনার ওয়ালমেট সত্যি অনেক সুন্দর হয়েছে ।আপনি প্রতিটা ধাপ সুন্দর করে উপস্থাপন করেছেন ।যার জন্য বুঝতে খুব সুবিধা হয়েছে। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের দেখানোর জন্য।

 3 years ago 

ভাই ওয়াল মেটটি আমার অনেক পছন্দ হয়েছে।আপনার তারিফ না করে পারিনা কতো সুন্দর ভাবে দক্ষতার সাথে কাজ টি করেছেন।সুন্দর উপস্থাপনা ছিল শুভ কামনা ভাই।

ধন্যবাদ ভাই

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার ওয়ালমেট টি। দেয়ালে ঝুলানোর পর জিনিসটি দেখতে আরো বেশী সুন্দর লাগছে। খুব সুন্দর করে প্রত্যেকটি ধাপ উপস্থাপন করেছেন। আমার কাছে ছোট ফুলগুলো সবচেয়ে বেশি সুন্দর লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

খুবই চমৎকার চিন্তা ধারা আপনার ভিতরে কাজ করে। অনেক রঙিন এবং সুন্দর মানের ওয়ালমেট তৈরি করেছেন। সুন্দর কিছু শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

শুভেচ্ছা নিবেন

 3 years ago 

ভাই আপনার ওয়ালমেট টি অনেক গোছালো ভাবে তৈরি করেছেন ধাপে ধাপে। আমার কাছে দারুন লাগলো। এক কথায় দুর্দান্ত। অসংখ্য শুভেচ্ছা।

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা ওয়ালমেটটি ভালো হয়েছে। দেখতে সুন্দর লাগছে আর দেওয়ালে দেওয়ার পর খুব সুন্দর ভাবে দেওয়ালে ওয়ালমেটটি সুন্দর লাগছে।

 3 years ago 

ভাইয়া আপনার ওয়ালমেটটি অনেক সুন্দর হয়েছে ।আমার কাছে খুব ভালো লেগেছে আপনার
ওয়ালমেটটি। আপনি অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন আপনার জন্য শুভকামনা রইল।

আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল সুন্দর মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64768.36
ETH 3436.88
USDT 1.00
SBD 2.51